সোমবার হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
মৃতরা হলেন- সদর উপজেলার বাউলডাঙা গ্রামের সাজ্জাদ হোসেনের স্ত্রী সোনিয়া খাতুন (৪০) ও কালিগঞ্জ উপজেলার ওবায়দুরনগরের কাঙাল সরকারের ছেলে সুবোধ সরকার (৭৭)।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রফিকুল ইসলাম জানান, করোনার উপসর্গ নিয়ে সোমবার বিকালে হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন সোনিয়া। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি সন্ধ্যায় মারা যান। তার নমুনা সংগ্রহ করা হয়েছে।
এদিকে, সোমবার দুপুর ১২টার দিকে আইসোলেশনে ভর্তি হন সুবোধ সরকার। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তিনি মারা যান। মারা যাওয়ার পর তারও নমুনা সংগ্রহ করা হয়।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, দুজনের বাড়ি লকডাউন করা হয়েছে।
এ নিয়ে, সাতক্ষীরায় করেনার উপসর্গে মারা গেছেন অন্তত ৫২ জন। আর করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২২ জন।