সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক হারান চন্দ্র জানান, ‘সাদিক ও তার নারী সহকারী শিমুকে গ্রেপ্তারের পর বুধবার সাত দিনের রিমান্ডের আবেদন করে সাতক্ষীরার আদালতে পাঠানো হয়। আদালত তাদের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন।’
মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। সাদিকের বিরুদ্ধে বিকাশ এজেন্টের ২৬ লাখ টাকা ছিনতাই, বেআইনি অস্ত্র রাখা, চাঁদাবাজি ও পর্নোগ্রাফি মামলাসহ মোট চারটি মামলা রয়েছে।
গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ছিনতাইয়ের চার লাখ টাকা উদ্ধার করা হয়। এসময় সুমাইয়া শিমু নামে সাদিকের এক নারী সহকারীকেও গ্রেপ্তার করা হয়। ওই নারীকে ব্যবহার করেই বিভিন্ন মানুষকে হুমকি দেয়া হতো বলে জানিয়েছে পুলিশ।
প্রসঙ্গত, গত ৩১ অক্টোবর সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার পাওখালিতে এক বিকাশ এজেন্টের ২৬ লাখ টাকা ছিনতাই হয়। পরে ওই ছিনতাই চক্রের মূল পরিকল্পনাকারী সাদিকুরের দুই সহযোগী সাইফুল ও মামুনুল ইসলাম দ্বীপ গত ৩০ নভেম্বর পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়। এরপর থেকে সাদিক পলাতক ছিল।