সাতক্ষীরার কলারোয়া উপজেলায় ত্রাণের দাবিতে মানববন্ধন পালন করেছেন কর্মহীন হতদরিদ্র মানুষেরা।
সোমবার বেলা ১১টায় উপজেলার হেলাতলা ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে মানববন্ধন পালন করেন তারা।
মানববন্ধনে ত্রাণ না পাওয়া শতাধিক নারী-পুরুষ অংশ নেন।
এ সময় বক্তারা বলেন, রঘুনাথপুর গ্রামের শতাধিক কর্মহীন হতদরিদ্র মানুষ এখনও ত্রাণ পাননি। বারবার বলার পরেও স্থানীয় জনপ্রতিনিধিরা কর্ণপাত করেননি। তাই বাধ্য হয়ে তারা মানববন্ধন করছেন জানিয়ে তারা ত্রাণের ব্যবস্থা করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
এ ব্যাপারে হেলাতলা ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জানান, রঘুনাথপুর গ্রামে ইতোমধ্যে ত্রাণ বিতরণ শুরু হয়েছে। ওই গ্রামে যারা এখনও ত্রাণ পাননি তারা দুই-এক দিনের মধ্যেই পেয়ে যাবেন।