সাভারের আশুলিয়ায় মাদক ব্যবসার দ্বন্দ্বে এক ব্যবসায়ীকে কিশোর গ্যাংয়ের সদস্যরা কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছে।
নিহত মোমিন ইসলাম (৩২) আশুলিয়া থানার দক্ষিণ বাইপাইল এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকায় গ্যাস সিলিন্ডারের ব্যবসা করতেন।
আরও পড়ুন: ‘জামায়াত নেতার নেতৃত্বে’ বৈষম্যবিরোধী ছাত্রনেতার বাড়িতে হামলা
ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, স্থানীয় কিশোর গ্যাং লিডার বারবার রুবেল মোমিনকে মাদক ব্যবসা করতে চাপ দিলেও তিনি তাতে রাজি হননি। এতে ক্ষিপ্ত হয়ে বুধবার সকালে দক্ষিণ বাইপাইল এলাকা থেকে দোকানে যাওয়ার পথে কিশোর গ্যাং চক্রের প্রায় ৩০ জন সদস্য ধারালো অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
হত্যাকাণ্ডের পরপরই এ ঘটনায় জড়িত সন্দেহে ৬ জনকে আটক করা হয়েছে। অন্যদের ধরতে অভিযান চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।