নিহতের অভিযোগ
কিশোরগঞ্জে চাচার হাতে ভাতিজা নিহতের অভিযোগ
কিশোরগঞ্জের ইটনায় মাছ ধরাকে কেন্দ্র করে চাচা-ভাতিজার ঝগড়ার সময় চুরিকাঘাতে মোকারিম (১৮) নামে এক যুবক নিহত হওয়ার অভিযোগ উঠেছে।
গত সোমাবার (২১ এপ্রিল) রাতে সাড়ে ৮টার দিকে কিশোরগঞ্জের ইটনা উপজেলার চৌগাংগা ইউনিয়নে এই ঘটনা ঘটে।
নিহত মোকারিম মিয়া (১৮) চৌগাংঙ্গা ইউনিয়নের ভিরার ভিটা গ্ৰামের ফারুক মিয়ার ছেলে।
আরও পড়ুন: বরিশালে মৎস্য বিভাগের স্পিডবোটের ধাক্কায় জেলে নিহতের অভিযোগ
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, হাওরে মাছ ধরা নিয়ে সোমবার রাত সাড়ে ৮টার দিকে বাড়ির উঠানে চাচা বাবুল মিয়া ও ভাতিজা মোকারিমের মাঝে ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে ধারালো ছুরির আঘাতে মোকারিম মিয়া আহত হন।
পরে, আহত মোকারিমকে স্বজনরা উদ্ধার করে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। খবর পেয়ে ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর ইকবাল রাত ১১টার দিকে ঘটনাস্থলে রওনা করেন।
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর ইকবাল বলেন, শুনেছি মাছ ধরা নিয়ে চাচা-ভাতিজার মাঝে ঝগড়ায় চুরিকাঘাতে মোকারিম নিহত হয়েছে। আমরা ঘটনাস্থলে পৌঁছাতে ফেরিতে রয়েছি। সরেজমিন গিয়ে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
২২৬ দিন আগে
সাভারে কিশোর গ্যাংয়ের হামলায় ব্যবসায়ী নিহতের অভিযোগ
সাভারের আশুলিয়ায় মাদক ব্যবসার দ্বন্দ্বে এক ব্যবসায়ীকে কিশোর গ্যাংয়ের সদস্যরা কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছে।
নিহত মোমিন ইসলাম (৩২) আশুলিয়া থানার দক্ষিণ বাইপাইল এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকায় গ্যাস সিলিন্ডারের ব্যবসা করতেন।
আরও পড়ুন: ‘জামায়াত নেতার নেতৃত্বে’ বৈষম্যবিরোধী ছাত্রনেতার বাড়িতে হামলা
ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, স্থানীয় কিশোর গ্যাং লিডার বারবার রুবেল মোমিনকে মাদক ব্যবসা করতে চাপ দিলেও তিনি তাতে রাজি হননি। এতে ক্ষিপ্ত হয়ে বুধবার সকালে দক্ষিণ বাইপাইল এলাকা থেকে দোকানে যাওয়ার পথে কিশোর গ্যাং চক্রের প্রায় ৩০ জন সদস্য ধারালো অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
হত্যাকাণ্ডের পরপরই এ ঘটনায় জড়িত সন্দেহে ৬ জনকে আটক করা হয়েছে। অন্যদের ধরতে অভিযান চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।
২৮২ দিন আগে
নাটোরে বিয়ে বাড়িতে গান বাজানো নিয়ে মারপিটে একজন নিহতের অভিযোগ
নাটোরের বড়াইগ্রামে বিয়ে বাড়িতে উচ্চ শব্দে গান বাজানোর ঘটনায় প্রতিবেশীর মারপিটে কামাল ব্যাপারী (৫০) নামে একজন নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) রাতে উপজেলার মাকিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: রাজশাহীতে আ.লীগ-বিএনপি সংঘর্ষে নারীসহ নিহত ২
এলাকাবাসী জানায়, শনিবার রাতে কামাল ব্যাপরীর ভাতিজা সুমন ব্যাপরীর বিয়ের আয়োজন চলছিল।এ উপলক্ষে বাড়িতে সাউন্ড বক্স লাগিয়ে উচ্চ শব্দে গান বাজানো হচ্ছিল। রাত ১১টার দিকে ক্ষুদ্ধ হয়ে প্রতিবেশী শাহাদৎ ব্যাপারী ও তার দুই ভাই বিয়ে বাড়িতে গিয়ে কামাল ব্যাপারীকে এলোপাতারি মারপিট শুরু করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মাহাবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। অভিযুক্তরা পলাতক রয়েছে বলে জানান তিনি।
২৮৫ দিন আগে
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহতের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হওয়ার অভিযোগ করেছেন স্থানীয়রা। মঙ্গলবার রাতে উপজেলার শিংনগর সীমান্তে এ ঘটনা ঘটে। তবে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়নি।
নিহত শরিফুল ইসলাম ভদু (২৪) উপজেলার মনাকষা ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামের তাজ উদ্দিনের ছেলে।
আরও পড়ুন: লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত
স্থানীয়রা জানায়, শিংনগর সীমান্ত দিয়ে ১০ থেকে ১২ জনের একটি চোরাচালানী দল গরু আনতে শিং নগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে।
আরও পড়ুন: কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
মঙ্গলবার রাতে তারা গরু নিয়ে ফেরার সময় ভারতের দৌলতপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা গুলি ছুড়লে শরিফুল ইসলাম ভদু গুলিবিদ্ধ হয়ে ভারতীয় সীমান্তে নিহত হন। এ সময় অহিদুর নামে আরেকজন গুলিবিদ্ধ অবস্থায় বাংলাদেশে পালিয়ে আসে।
আরও পড়ুন: সিলেট সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত
৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ হোসেন জানান, এ ধরনের ঘটনার কথা শুনেছেন তবে এখন পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকেও কোন অভিযোগ পাওয়া যায়নি। তবে ঘটনার বিষয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে বলে জানান তিনি।
১১৯১ দিন আগে