সাভারের ঢাকা-আরিচা মহাসড়কে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে শামীম নামে শাহ্ সিমেন্ট কোম্পানির একটি ট্রাকের চালক নিহত হয়েছেন।
সোমবার (২৫ আগস্ট) ভোরে মহাসড়কের বিশমাইল এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আজ (সোমবার) ভোরের দিকে ঢাকা আরিচা মহাসড়কের বিশমাইল এলাকায় শাহ্ সিমেন্ট কোম্পানির গাড়ির চালককে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা এ সময় তার সঙ্গে থাকা মোবাইল ফোন ও নগদ টাকা লুটে নেয়। পরে এক রিকশাচালক তাকে উদ্ধার করে সাভার থানা রোডের একটি হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
আরও পড়ুন: খুলনায় পিকআপের চাপায় ইজিবাইক-চালকসহ নিহত ৩, আহত ৫
ঘটনাস্থল আশুলিয়া থানা এলাকায় হওয়ায় ওই থানায় একটি হত্যা মামলা করা হয়েছে বলেও জানান তারা।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, ‘হত্যাকারীদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।’
উল্লেখ্য সম্প্রতি ঢাকা-আরিচা মহাসড়কে নিরাপত্তা পরিস্থিতি অবনতি হয়েছে বলে অভিযোগ করছেন স্থানীয়রা। তাদের দাবি, রাতের বেলায় মহাসড়কে ছিনতাইকারীদের দৌরাত্ম্য বেড়েছে, যার ফলে প্রায়ই ঘটছে প্রাণহানির ঘটনা।