উড্ডয়নের সময় বিমানের চাকা ফেটে যাওয়ার ঘটনার সাড়ে তিন ঘণ্টা পর সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা শুরু হয়েছে।
শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বিকাল ৪টার পর বিমানবন্দরটিতে পুনরায় স্বাভাবিকভাবে বিমান চলাচল শুরু হয়।
আরও পড়ুন: ঘন কুয়াশা: ঢাকা বিমানবন্দরের আন্তর্জাতিক ফ্লাইট গেল হায়দরাবাদে, ৭টি বিলম্বিত
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ উদ্দিন আহমদ এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, চাকা ফেটে রানওয়েতে উড়োজাহাজ আটকে থাকার কারণে ওসমানীতে ফ্লাইট ওঠানামা বন্ধ হয়ে গিয়েছিল। চাকা মেরামত করে ওই উড়োজাহাজ রানওয়ে থেকে সরানো হয়। এরপর ফ্লাইট চলাচল স্বাভাবিক হয়।
এর আগে দুপুর ১টার দিকে রানওয়ে দিয়ে উড্ডয়নের সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমানের চাকা ফেটে যায়। এতে শতাধিক যাত্রী নিয়ে রওয়ানা হওয়া বিমানটি অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পায়। এসময় পুরো উড়োজাহাজে ঝাঁকুনি শুরু হয়।
এরপর থেকে বিমানবন্দরটিতে বিমান ওঠানামা সাময়িক বন্ধ ছিল। এতে আতংকিত হয়ে পড়েন উড়োজাহাজটির ১৪৮ যাত্রী। তবে এতে যাত্রীদের কোন ক্ষয়ক্ষতি হয়নি।
বিমানবন্দর সূত্র জানিয়েছে, বর্তমানে ইঞ্জিনিয়ারিং সেকশনের সংশ্লিষ্টরা চাকা ফেটে যাওয়া বিমানটি মেরামতে কাজ করছেন। তবে যাত্রীদের ঢাকায় আনার জন্য বিকল্প একটি বড় এয়ারক্রাফট আনা হচ্ছে। বিলম্ব হলেও বিকল্প উপায়ে বিকালের মধ্যেই তাদের ঢাকায় নেয়া হবে।
জানা যায়, দুপুরে বিমানের বোয়িং-৭৩৭ উড়োজাহাজটি ১৪৮ জন যাত্রী নিয়ে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্য ১২টা ৫৫ মিনিটে উড্ডয়নের কথা ছিল। তবে উড়োজাহাজটি রানওয়েতে যাত্রা শুরুর পরপরই বিকট শব্দে এর পেছনের চাকা ফেটে যায়। ওই সময় পুরো উড়োজাহাজে তীব্র ঝাঁকুনির সৃষ্টি হয়। এমন ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। কেউ কেউ চিৎকারও শুরু করেন।
মোস্তাক হায়তা নামে এক যাত্রী জানিয়েছেন, ঝাঁকুনি শুরু হলে পাইলট বিমানের গতি কিছুটা মন্থর করেন। এরপর আবার উড্ডয়নের চেষ্টা করেন। তখন ফের ঝাঁকুনি শুরু হয়। পরে তারা খোঁজ নিয়ে জানতে পারেন পেছনের চাকা ফেটে গেছে।
তিনি বলেন, এ ঘটনার পর প্রায় ৪০ মিনিট আমরা বিমানের ভেতরে আটকে ছিলাম। পরে আমাদের বিমানবন্দরের লাউঞ্জে আনা হয়।
দুর্ঘটনার কারণে যাত্রীদের কোন ক্ষতি হয়নি জানিয়ে হাফিজ আহমদ বলেন, আটকে পড়া যাত্রীদের বিমান কর্তৃপক্ষ বিকল্প ফ্লাইটে ঢাকায় নিয়ে যাওয়ার পরিকল্পনার কথা জানান।
আরও পড়ুন: আকাশ কুয়াশাচ্ছন্ন থাকায় ঢাকার ৩টি ফ্লাইট নামলো সিলেটে
ঘন কুয়াশা: ঢাকা বিমানবন্দর থেকে ৮টি আন্তর্জাতিক ফ্লাইট ঘুরে গেছে, ৭টি বিলম্বিত