সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছে ৭০২ জনের।
সিলেট স্বাস্থ্য বিভাগের সোমবারের বুলেটিনে জানানো হয়, মারা যাওয়া ১৭ জনের মধ্যে সিলেটে সর্বোচ্চ ১২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, ওসমানী হাসপাতালে তিন জন এবং সুনামগঞ্জ ও মৌলভীবাজারে একজন করে রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে ৮০৫ জনের মৃত্যু হলো।
আরও পড়ুনঃ বরিশালে করোনা ও উপসের্গে একদিনে ২১ মৃত্যু
গত ২৪ ঘণ্টায় ২১৩৯ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৭০২ জনের। শনাক্তের হার ৩২ দশমিক ৮২ শতাংশ। সব মিলিয়ে এ বিভাগে আক্রান্তের সংখ্যা ৪৫ হাজার ৬৮৪ জন।
আরও পড়ুনঃ খুলনা বিভাগে করোনা আক্রান্ত লাখ ছাড়াল
গত ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৩ জন। সব মিলিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ৪৭৮ জন। একদিনে সুস্থ হয়েছেন ৪৭০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৩ হাজার ৫৩০ জন।