সিলেটে গণপূর্ত বিভাগের এক কর্মকর্তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছে তার স্ত্রী।
গত ১৩ মে ওই কর্মকর্তার স্ত্রী আকলিমা বেগম থানায় হাজির হয়ে এজাহার দাখিল করলে সিলেট কোতোয়ালি মডেল থানা পুলিশ নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করেন।
অভিযুক্ত কর্মকর্তার নাম মো. আব্দুর রহিম। তিনি সিলেট গণপূর্ত উপ বিভাগ-৩ এর উপ সহকারী প্রকৌশলী।
আরও পড়ুন: দিনাজপুরে ২৬ বছর পর হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন
মামলার এজাহারে বলা হয়, বিগত ২০১৪ সালের ১৭ এপ্রিল চার লাখ টাকা দেনমোহরে ইসলামী শরিয়াহ মোতাবেক গণপূর্তের কর্মকর্তা মো. আব্দুর রহিমের সঙ্গে বাদিনী আকলিমা বেগমের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর থেকে মো. আব্দুর রহিম ব্যবসার কথা বলে আকলিমার ভাইয়ের কাছে টাকা ধার চান। আকলিমার সুখের কথা চিন্তা করে তার ভাই রহিমকে ১২ লাখ টাকা ধার দেন।
কিন্তু সেই টাকা ফেরত চাইলে ওই কর্মকর্তা দাবি করেন, তিনি ইঞ্জিনিয়ার হিসেবে বিয়ের জন ২০ লাখ টাকা যৌতুক পান। এক পর্যায়ে রহিম পাঁচ লাখ টাকা যৌতুক এনে দেওয়ার জন্য আকলিমাকে নির্যাতন শুরু করেন।
ঘটনার দিন গত ১২ মে সবজি কাটার ছুরি দিয়ে রহিম তার স্ত্রী আকলিমাকে জখম করেন ও লাঠি দিয়ে মারপিট করে ঘরের রুমে তালাবদ্ধ করে রাখেন। এ সময় তিনি জরুরি সেবা ৯৯৯-এ কল করলে কোতোয়ালি পুলিশ তাকে উদ্ধার করে ওসমানী হাসপাতালের ওসিসি সেন্টারে পাঠায়।
ভুক্তভোগী আকলিমা বেগম বলেন, তিনি টাকার জন্য শুধু মারধর করে। টাকা এনে না দিলে আমার সঙ্গে সংসার করবে না বলে জানায় রহিম। ওসিসিতে চিকিৎসা নেওয়ার পর আমি মামলা করেছি।
মামলা রুজুর বিষয়টি স্বীকার করে সিলেট গণপূর্তের উপ০সহাকারী প্রকৌশলী মো. আব্দুর রহিম বলেন, আমি তাকে মারধর করিনি। আমার বিরুদ্ধে করা অভিযোগ মিথ্যা।
এ বিষয়ে ভুক্তভোগী আকলিমাকে উদ্ধারকারী পুলিশ কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গির আলম বলেন, গণপূর্তের ওই কর্মকর্তার কাজলশাহর বাসা থেকে ভিকটিমকে আমরা আহত অবস্থায় উদ্ধার করি।
জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা সিলেট কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) সুমন মণ্ডল বলেন, আসামি মো. আব্দুর রহিমের বিরুদ্ধে আকলিমাকে নির্যাতনের ঘটনায় থানায় মামলা করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণে পুলিশি তৎপরতা অব্যাহত আছে।
এ ব্যাপারে সিলেট গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী রিপন কুমার রায় বলেন, আমরা জানতে পেরেছি উপ-সহকারী প্রকৌশলী আব্দুর রহিমের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তার বিরুদ্ধে আমাদের বিভাগীয় নীতিমালার নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন: চট্টগ্রামে পুলিশের ওপর হামলার ঘটনায় বিএনপির ৬০০ জনের বিরুদ্ধে মামলা
দুদকের মামলায় তারেক-জোবায়দার বিরুদ্ধে ৩ ব্যাংক কর্মকর্তার সাক্ষ্য