সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজারে রেল লাইনের পাশে গাছে ঝুলন্ত অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই) সকাল ১০টার দিকে মোগলাবাজার থানাপুলিশ লাশটি উদ্ধার করেছ।
নিহত যুবকের নাম জাহাঙ্গীর আলম। তার বাড়ি সিলেটের জৈন্তাপুর উপজেলায়।
মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা খতিয়ে দেখা হচ্ছে।