ঝুলন্ত লাশ
পাবনায় আমবাগান থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
পাবনার আটঘরিয়া পৌরসভার পাশের একটি আমবাগান থেকে মঙ্গলবার সকালে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মৃত ইসাহাক আলী (৪৮) উপজেলার উত্তর চক জালালের ঢাল এলাকার মৃত ইয়াসিন আলীর ছেলে।
আরও পড়ুন: রাজশাহীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, আটঘরিয়া পৌরসভার পাশে শুভঙ্কর কুমার সুজনের আম বাগানে এলাকাবাসী সকালে ওউ যুবকের লাশ ঝুলতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে মর্গে পাঠায়।
পারিবারিক কলহের জেরে ঘটনাটি ঘটেছে বলে ধারণা পুলিশের।
আরও পড়ুন: সিলেটে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
বগুড়ায় কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার
সিলেটে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
সিলেটে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৭ মার্চ) রাতে নগরীর কালীঘাটের কামালগড় এলাকায় নিজ বাসা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহত খালেদ আহমদ (২৫) সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ডুংরিয়া গ্রামে মৃত মাসুক মিয়ার ছেলে। তিনি ও তার মা আছিয়া বেগম কালীঘাট কামালগড় এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। নিহত যুবক কালীঘাটে শাহিন মিয়ার দোকানে কাজ করতেন।
আরও পড়ুন: বগুড়ায় কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার
নিহতের মা জানান, সোমবার রাতে একসঙ্গে মা ও ছেলে সেহরি খেয়ে ঘুমিয়ে পড়েন। মঙ্গলবার সকালে খালেদকে বাসায় রেখে তিনি গৃহপরিচারিকার কাজে বেরিয়ে যান।
মঙ্গলবার সন্ধ্যার পরে বাসায় ফিরে দরজা বন্ধ দেখে ডাকাডাকি করে কোন সাড়া শব্দ না পেয়ে দেয়ালের উপর দিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে বন্দরবাজার ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠান।
নিহত খালেদের ভগ্নিপতি জানান, ধারণা করা হচ্ছে সে প্রেমঘটিত কারণে আত্মহত্যা করেছে। তবে তার মায়ের বরাত দিয়ে পুলিশ বলছে সে মানসিকভাবে অসুস্থ ছিল। তার ভাইয়ের মৃত্যুর পর থেকে সে মানসিকভাবে কিছুটা ভেঙে পড়ে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বন্দর বাজার পুলিশ ফাঁড়ির এসআই নিশু দে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: রাজশাহীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
বগুড়ায় কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার
বগুড়ার ধুনটে নিজঘর থেকে ঝুলন্ত এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ১০টার দিকে উপজেলার খোকশাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
স্বামী নাফিজুর রহমান শাওন (১৫) খোকশাবাড়ি গ্রামের মৃত আব্দুল হাই শাহিনের ছেলে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।
আরও পড়ুন: নন্দীগ্রামে স্কুলছাত্রীল ঝুলন্ত লাশ উদ্ধার
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে প্রেম করে এক স্কুলছাত্রীকে বিয়ে করে শাওন। সোমবার সকালে স্ত্রীকে স্থানীয় একটি প্রাইভেট কোচিং সেন্টারে রেখে বাড়ি ফিরে শাওন স্ত্রীর ওড়নায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
দাম্পত্য কলহের জেরে এ ‘আত্মহত্যা’র ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে পুলিশের ধারণা।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) পাঠানো হয়েছে।
এছাড়া এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে বলেও জানান ওসি।
আরও পড়ুন: রাজশাহীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
সিলেটে হোস্টেল থেকে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার
রাজশাহীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
রাজশাহীর বাঘায় এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার সকালে উপজেলার পাকুড়িয়া এলাকার নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
মৃত তরিনা বেগম (৪০) ওই এলাকার রুজদার আলীর (৫০) স্ত্রী।
আব্দুল মান্নান জানান, তরিনার স্বামী রুজদার আলী মাদকাসক্ত ও ঋণগ্রস্ত। বাপের বাড়িতে টাকা চাইতে আসার ঘটনাকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায় ঝগড়া-বিবাদ হতো। সর্বশেষ শনিবার বিকালে এলাকার একজন মুদি ব্যবসায়ী রুজদারের বাড়িতে এসে পাওনা টাকা চায়। এ নিয়ে রাতে স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা ঘটে। সকালে রুজদার আলী তার স্ত্রীর ঝুলন্ত লাশ দেখে চিৎকার দিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়।
আরও পড়ুন: সিলেটে হোস্টেল থেকে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার
বাঘা পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে দেখি বারান্দায় লাশ ঝুলছে। পরে বাঘা থানায় খবর দেয়া হলে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত আবদুল করিম জানান,রবিবার সকালে ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে তার স্বামীকে খুঁজে পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, এ ঘটনায় মৃত গৃহবধূর চাচা আব্দুল মান্নান বাঘা থানায় একটি হত্যা মামলা করেছেন। আমাদের ধারণা এই মৃত্যুর ঘটনাটি রহস্যজনক।
আরও পড়ুন: নন্দীগ্রামে স্কুলছাত্রীল ঝুলন্ত লাশ উদ্ধার
সিলেটে হোস্টেল থেকে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার
সিলেট নগরের এক হোস্টেল থেকে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ৩টায় টিলাগড় এলাকার সৈয়দ মঞ্জিল নারী হোস্টেল থেকে তার লাশ উদ্ধার করে শাহপরান থানা পুলিশ।
নিহত শর্মী রানী নাথ (২০) জালালপুর ইউনিয়নের শতেন্দ্র চন্দ্র নাথের মেয়ে। তিনি মেট্রোপলিটন ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইলেকট্রনিক্স বিভাগের ২য় বর্ষের ছাত্রী ছিলেন। তিনি টিলাগড় এলাকার ওই নারী হোস্টেলের ২য় তলায় বছরখানেক ধরে ভাড়া থাকতেন।
আরও পড়ুন: নন্দীগ্রামে স্কুলছাত্রীল ঝুলন্ত লাশ উদ্ধার
সিলেট শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান জানান, বৃহস্পতিবার দুপুরের দিকে হোস্টেল থেকে খবর দেয়া হয়- শর্মীর লাশ নিজ কক্ষের সিলিংয়ের সঙ্গে ঝুলে আছে। এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
ওসি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। সুরতহাল সংগ্রহ করে ময়নাতদন্তের জন্য লাশ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: সিলেটে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
খুলনায় বিদ্যালয়ের কক্ষ থেকে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
খুলনার ডুমুরিয়ায় বিদ্যালয়ের একটি কক্ষ থেকে এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার গুটুদিয়া এসিজিবি মাধ্যমিক বিদ্যালয়ের একটি কক্ষ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত নিরব মন্ডল (১৪) গুটুদিয়া গ্রামের শেখর মন্ডলের ছেলে।
আরও পড়ুন: চিত্রা নদী থেকে নিখোঁজ ব্যবসায়ীর লাশ উদ্ধার
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার প্রতিদিনের মতো বাড়ির পাশে গুটুদিয়া এসিজিবি মাধ্যমিক বিদ্যালয়ে যায়। এরপর নির্দিষ্ট সময়ে বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি করা হয়। এরপর কে বা কারা বিকাল সাড়ে ৪টার দিকে নিরবের বাবা শেখরের কাছে ফোন করে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এরপরই থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে শেখর মন্ডল। ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ কনি মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটির লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন ছয়জনকে আটক করা হয়েছে।
আরও পড়ুন: পাইকগাছায় ধানখেত থেকে নারীর লাশ উদ্ধার
বাগেরহাটে মৎস্য ঘের থেকে নিখোঁজ কলেজছাত্রের লাশ উদ্ধার
সিরাজগঞ্জে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
সিরাজগঞ্জ সদর থেকে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার চর কদমপাল গ্রামের নিজ ঘর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
মৃত গৃহবধূ তারা বানু (৪২) ওই গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী।
আরও পড়ুন: সিরাজগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) (তদন্ত) নান্নু খাঁন এ তথ্য নিশ্চিত করে জানান, ঋণের কারণে পরিবারে কলহ চলছিল বেশ কিছুদিন ধরে।
ধারণা করা হচ্ছে, এরই জের ধরে শনিবার দুপুরে ওই গৃহবধূ নিজ ঘরের তীরের সঙ্গে গলায় ওড়না দিয়ে আত্মহত্যা করে। পুলিশ ঘটনাস্থল থেকে বিকালে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে বলেও জানান ওসি।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে শ্বশুরবাড়ি থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
সিরাজগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৮ জানুয়ারি) উপজেলার ডেফলবাড়ি গ্রাম থেকে তার লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহত মিতু আক্তার (২৫) ওই গ্রামের কুয়েত প্রবাসী ওমর আলীর স্ত্রী এবং ভোলার লালমোহন উপজেলার তারাগঞ্জ গ্রামের আবুল কাশেমের মেয়ে।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, বুধবার (১৮ জানুয়ারি) সকালে অসুস্থতা অনুভব করায় সন্তানদেরকে শ্বাশুড়ির কাছে রেখে মিতু নিজ ঘরের দরজা বন্ধ করে ঘুমাতে যায়। দুপুরেও মিতু ঘুম থেকে না ওঠায় বাড়ির লোক জানালার গ্লাস ভেঙ্গে তার ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠায়।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে শ্বশুরবাড়ি থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
তবে নিহতের বড় ভাই আলাউদ্দিন অভিযোগ করে বলেন, সাত বছর আগে ডেফলবাড়ি গ্রামের মোজাম্মেল হকের ছেলে ওমর আলীর সঙ্গে পারিবারিকভাবে মিতুর বিয়ে হয়। বিয়ের পর ওমর আলীর দাবি মোতাবেক কুয়েত যাওয়ার জন্য দুই লাখ ২০ হাজার টাকা দেয়া হয়। এরপর ওমর আলী বিদেশে যাওয়ার পরও মিতুর শ্বশুর টাকা দাবি করতে থাকে। তাদের দাবি করা টাকা না দিতে পারায় একাধিকবার মিতুকে মারধর করার প্রেক্ষিতে স্থানীয়ভাবে এ নিয়ে একাধিক শালিস বৈঠকও হয়েছে। এরই জের ধরে কয়েকদিন আগে মিতুকে আলাদা করে দেয়াসহ স্বামীর পাঠানো টাকাও তাকে দেয়া বন্ধ করে দেয় মিতুর শ্বশুর-শাশুড়ি। তার বোনের আত্মহত্যার কোনো কারণ নেই বলে দাবি করে তিনি বলেন, ঘটনার আগেরদিন মঙ্গলবার (১৭ জানুয়ারি) বোনজামাইয়ের সঙ্গেও কথা হয়েছে।
তিনিও বলেছেন, কথা বলার সময় মিতু স্বাভাবিকই ছিলো। মিতুকে ঘুমের ওষুধ খাইয়ে শ্বাসরোধে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ করে আলাউদ্দিন তার বোনের হত্যার ন্যায় বিচার দাবি করেন।
এদিকে সহকারী পুলিশ সুপার অমৃত সূত্রধর বলেন, পুলিশ ঘটনাস্থলে ঘরের মেঝেতে শোয়ানো অবস্থায় গলায় ওড়না পেঁচানো লাশ উদ্ধার করেছে।
ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে উল্লেখ করেন তিনি।
আরও পড়ুন: চট্টগ্রামে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
ঝালকাঠিতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
চট্টগ্রামে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
চট্টগ্রামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৮ ডিসেম্বর) সকালে উপজেলার সদর ইউনিয়নের রশিদার পাড়ায় একটি কলোনীতে তাঁর লাশ পাওয়া যায়।
নিহত গৃহবধূ রীনা আক্তার (২৮) পাবনা জেলার সাথিয়া থানার বন গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী এবং তিনি দুই ছেলে সন্তানের জননী।
আরও পড়ুন: জৈন্তাপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
স্থানীয় সুত্রে জানা গেছে, ছয় মাস ধরে তিনি তার স্বামী ও দুই ছেলে সন্তানদের নিয়ে সদরের রশিদার পাড়ায় একটি কলোনীতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। তার স্বামী বেসরকারি একটি কোম্পানিতে চাকরি করতেন। তিনি প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে উঠে রীনা আকতারের ঝুলন্ত অবস্থায় লাশ দেখতে পায়।
স্বামী সিরাজুল ইসলাম জানান, আমার স্ত্রীর সঙ্গে কোনদিন ঝগড়াঝাঁটি হয় নাই। আমার স্ত্রী দুই মাসের অন্তঃসত্ত্বা। মঙ্গলবার রাতে একসঙ্গে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পেলে থানা পুলিশকে অবহিত করি।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান জানান, গৃহবধূ রীনা আকতারের আত্মহত্যার বিষয়টি থানায় অবহিত করলে উপপরিদর্শক (এসআই) রুহুল আমিনকে ঘটনাস্থলে পাঠিয়েছি।
এছাড়া নিহতের শরীরে আঘাতের কোন চিহ্ন নেই। ধারণা করছি তিনি আত্মহত্যা করেছেন। ময়না তদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: ঝালকাঠিতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
বরিশালে আবাসিক হোটেল থেকে জাহাজ শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার
ঝালকাঠিতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় গাছের সঙ্গে ঝুলন্ত যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে আব্দুল কুদ্দুস তার বাড়ির সামনের গাছের সঙ্গে ছেলে মো. হৃদয় খানের লাশ ঝুলতে দেখে কাঠালিয়া থানায় খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হয়।
নিহত হৃদয় খান (২২) উপজেলার আনইলবুনিয়া গ্রামের মো. আব্দুল কুদ্দুস খানের ছেলে।
আরও পড়ুন: ফুলবাড়ীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
তবে এলাকাবাসী ধারণা করছে যে হৃদয় খানের মৃত্যু রহস্যজনক এবং এখন পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি।
এ ঘটনায় কাঠালিয়া থানায় উপপরিদর্শক (এসআই) মো. কাইয়ুম বাহাদুর জানান, খবর পেয়ে হৃদয় খানের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এছাড়া এ ব্যপারে থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: বরিশালে আবাসিক হোটেল থেকে জাহাজ শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার
জৈন্তাপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার