সিলেট নগরে সিএনজিচালিত দুই অটোরিকশাচালকের মারামারিতে একজনের মৃত্যু হয়েছে।
বুধবার (০১ মার্চ) রাত ১০টার দিকে নগরের বন্দরবাজারে এ ঘটনা ঘটে।
নিহতের নাম-পরিচয় জানা যায়নি। অপর অটোচালক আলমগীর হোসেনের (৩৫) বাড়ি ব্রাক্ষণবাড়িয়া জেলার সরাইল থানার কালিকুচ্চ গ্রামে।
মারামারিতে একজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ।
আরও পড়ুন: করোনা: দেশে মৃত্যু নেই, শনাক্ত ১১
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, রাত ১০টার দিকে সিলেটের প্রধান ডাকঘরের সামনে রাস্তায় ওই দুই অটোচালকের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তাদের মধ্যে মারামারি শুরু হলে একে অপরকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মারতে থাকেন। এ সময় একজন অটোচালক অজ্ঞান হয়ে পড়ে যান।
খবর পেয়ে বন্দরবাজার ফাঁড়ির পুলিশ এসে অজ্ঞান অটোচালককে উদ্ধার করে ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, পুলিশ আলমগীর হোসেনকে আটক করে থানায় নিয়ে যায়। তবে মারামারি কী কারণে হয়েছে তা এখনও জানা যায়নি বলে জানিয়েছেন ওসি।
আরও পড়ুন: জয়পুরহাটে অন্তঃসত্ত্বা স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ডাদেশ