সিলেট নগরীর তালতলার ভিআইপি রোডের সুরমা টাওয়ারের ১৩ তলা থেকে পড়ে বুরহান উদ্দিন নামে এক সিসিক কর্মকর্তার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩০ এপ্রিল) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: রাজশাহীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
বুরহান উদ্দিন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) লাইসেন্স শাখায় কর্মরত ছিলেন। তিনি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাইপার কেরামতনগর এলাকার মো. আব্দুল মজিদের ছেলে।
খবর পেয়ে পুলিশ সুরমা টাওয়ারের সামনের সড়ক থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত বুরহান উদ্দিনের ফেসবুক আইডি 'প্রিন্স বুরহান'র টাইমলাইনে দেখা যায় আজ সকালে দেওয়া একটি স্ট্যাটাস। যেখানে তিনি লেখেন, 'জীবনে চলার পথে কারো সঙ্গে খারাপ ব্যবহার অন্যায় করে থাকলে মাফ করবেন। দোয়া করবেন আল্লাহ যেন ক্ষমা করে দেয়। আমি আর পারছি না।'
সিলেট মহানগর পুলিশের কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন বলেন, মৃতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুন: হিট স্ট্রোকে ৮ দিনে ১০ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর