এ নিয়ে বিভাগে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ হাজার ৬৪৩ জনে। এর মধ্যে সিলেট জেলায় ৫ হাজার ৬১৬, সুনামগঞ্জে ২ হাজার ২২, হবিগঞ্জে ১ হাজার ৫৩৬ এবং মৌলভীবাজারে ১ হাজার ৪৬৯ জন রয়েছেন।
এছাড়া, বিভাগে করোনায় আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে।
এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ১৮৭ জনের। এর মধ্যে সিলেট জেলায় ১৩৫, সুনামগঞ্জে ২০, হবিগঞ্জে ১২ এবং মৌলভীবাজারে ২০ জন রয়েছেন।
শনিবার বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) সিলেটের কার্যালয় থেকে পাঠানো কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশন প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
শনিবার পর্যন্ত সিলেট বিভাগে করোনা থেকে ৭ হাজার ৬০২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এর মধ্যে সিলেট জেলায় ৪ হাজার ২৮, সুনামগঞ্জে ১ হাজার ৬০০, হবিগঞ্জে এক হাজার ও মৌলভীবাজারে ৯৭৪ জন রয়েছেন।
বিভাগের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ১৩২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভর্তি আছেন।