এদিন সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে সুনামগঞ্জ জেলায়। ঢাকা ও শাবির ল্যাব মিলিয়ে এ জেলায় শনিবার ৯২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হন। এছাড়া সিলেট জেলায় ৪৭ জন, হবিগঞ্জে ১৩ জন ও মৌলভীবাজারে ১৩ জন শনাক্ত হয়েছেন।
সবমিলিয়ে শনিবার (রাত পর্যন্ত সিলেট বিভাগে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৩০৮ জন। এর মধ্যে সিলেট জেলায় ১৩৫২ জন, সুনামগঞ্জে ৫২৫ জন, মৌলভীবাজারে ১৯১ জন ও হবিগঞ্জ জেলার ২৪০ জন রয়েছেন।
শনিবার ওসমানীর মেডিকেল কলেজের ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৪৭ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। আক্রান্তদের বেশিরভাগ সিলেটের সদর উপজেলা ও সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। এ নিয়ে জেলায় এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩৫২ জন।
এ তথ্য নিশ্চিত করেছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক হিমাংশু লাল রায়।
সুনামগঞ্জে শনিবার রেকর্ড ৯২ জনের করোনা শনাক্ত হয়। এরমধ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় ৬১ জনের ও ঢাকার ল্যাবে আরও ৩১ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে জেলায় শনাক্তের সংখ্যা ৫২৫ জনে দাঁড়াল।
শাহজালাল বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক জানান, শনিবার শাবির ল্যাবে ২০২টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৬১ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। আক্রান্তরা সবাই সুনামগঞ্জ জেলার বাসিন্দা।
একইদিন ঢাকার ল্যাবে ৩১ জন শনাক্তের বিষয়ে সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. শামসুদ্দিন জানান, ঢাকার আইইডিসিআর ল্যাবে কয়েকদিন আগে ২৮২ জনের নমুনা পাঠানো হয়েছিল। এর মধ্যে ৩১ জনের পজিটিভ এসেছে।
নতুন ৯২ জনসহ সুনামগঞ্জে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৫২৫ জনের।
হবিগঞ্জের আরও ১৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনিবার ঢাকার ল্যাবে নমুনা পরীক্ষায় এই ১৩ জনের করোনা শনাক্ত হয়।
এ তথ্য জানিয়ে হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মুখলিছুর রহমান বলেন, নতুন শনাক্ত হওয়াদের মধ্যে চুনারুঘাটের ছয়, বাহুবলের চার ও হবিগঞ্জ সদর উপজেলার তিনজন রয়েছেন।
নতুন ১৩ নিয়ে হবিগঞ্জ জেলায় এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৪০ জনের।
শনিবার মৌলভীবাজারে আরও ১৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৯১ জন।
জেলার সিভিল সার্জন ডা. তৌওহীদ আহমদ বলেন, ঢাকা থেকে এদিন বিকালে ১৩ জন আক্রান্তের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আরও বেশ কিছু নমুনার রিপোর্টের অপেক্ষা করছি আমরা।
নতুন আক্রান্ত ১৩ জনের মধ্যে সদর উপজেলায় তিনজন, রাজনগরে একজন, কুলাউড়ায় পাঁচজন, বড়লেখায় দুজন, কমলগঞ্জে একজন এবং শ্রীমঙ্গলে একজন। আক্রান্তদের মধ্যে নারী পুরুষ উভয়েই রয়েছেন।
এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত সিলেট বিভাগে মারা গেছেন ৪৬ জন। এর মধ্যে সিলেট জেলায় ৩৫, হবিগঞ্জে তিন, সুনামগঞ্জ চার ও মৌলভীবাজারে চারজন।
অন্যদিকে সিলেট বিভাগে করোনাভাইরাসকে জয় করে বাড়ি ফিরেছেন ৪৫১ জন। এর মধ্যে সিলেট জেলায় ১৪০ জন, সুনামগঞ্জে ১০০, হবিগঞ্জে ১৪২ জন এবং মৌলভীবাজার জেলায় ৬৯ জন রয়েছেন।