চট্টগ্রামের সীতাকুণ্ডে পুকুরের পড়ে দুই শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) উপজেলার পৃথকস্থানে এসব ঘটনা ঘটে।
মৃত তিনজন হলো-মো. সোহেল (৪৪), ইশান দাশ (৩) ও আব্রাহাম (দেড় বছর)।
সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ বলেন, সকাল ১০টা পর থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে পানিতে ডুবে যাওয়া দুই শিশুসহ তিনজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।
আরও পড়ুন: কুড়িগ্রামে পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু
তাদের পরীক্ষার পর দেখা যায় পথেই তাদের মৃত্যু হয়েছে।
স্খানীয় সূত্রে জানা গেছে, সকালে উপজেলার মুরাদপুর ইউনিয়নে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মো. সোহেল (৪৪) নামে এক প্রতিবন্ধীর মৃত্যু হয়।
নিহত সোহেল উপজেলার মুরাদপুর ইউনিয়নের রফিকুল ইসলামের ছেলে।
মুরাদপুর ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম বাহার বলেন, সোহেল একজন শারীরিক প্রতিবন্ধী ছিলেন।
পুকুরে গোসল করতে গিয়ে সে ডুবে মারা যায়।
পৌর কাউন্সিলর মফিজুর রহমান বলেন, সকাল ১১টার সময় উপজেলার পৌরসভার ৮ নং ওয়ার্ড দক্ষিণ ইদুলপুরে বাড়ির উঠানে খেলার সময় পুকুরে পড়ে ইশান দাস নামে তিন বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়।
শিশু ইশান দাশ ওই গ্রামের পলাশ দাশের বাড়ির মিঠুন দাশের ছেলে। খেলার ছলে শিশু ইশান বাড়ির পাশের পুকুরে পড়ে যায়।কিছুক্ষণ পর তার লাশ ভেসে ওঠে। তাকে স্বাস্থ্য কেন্দ্রে নেয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
অপরদিকে একই দিন সকাল ১০টায় সৈয়দপুর ইউনিয়নের মহানগর বাজারের পশ্চিম পাশে বাড়ির পুকুরে পড়ে আব্রাহাম নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়।
আব্রাহাম ওই এলাকার তমিজ উদ্দীন সারাং বাড়ির জাহিদ হোসেনের ছেলে।
আরও পড়ুন: বগুড়ায় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু