বেনাপোল সীমান্ত দিয়ে ভারত থেকে অনুপ্রবেশের অভিযোগে তৃতীয় লিঙ্গের দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১০ মে) বেলা ১১টার দিকে বেনাপোলের ধান্যখোলা সীমান্তের জেলেপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জাহিদুল ইসলাম (২২) পাবনা জেলার সদর উপজেলার জালালপুর গ্রামের বাসিন্দা এবং জহিরুল ইসলাম (২২) সদর উপজেলার কুচিয়ামারা গ্রামের বাসিন্দা।
বিজিবি জানায়, ভারত থেকে অবৈধভাবে ধান্যখোলা সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন জাহিদুল ও জহিরুল। সে সময় যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধীনে ধান্যখোলা ক্যাম্পের বিজিবির একটি টহলদল তাদের জেলেপাড়া নামক এলাকা থেকে আটক করে।
আরও পড়ুন: গোয়াইনঘাট সীমান্তে উত্তেজনা, স্থানীয়দের বাধায় পিছু হটল বিএসএফ
বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়, পাঁচ বছর আগে অবৈধভাবে তারা ভারতে গিয়েছিলেন বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
এ বিষয়ে ধান্যখোলা ক্যাম্পের জেলেপাড়া বিজিবি পোস্ট কমান্ডার নায়েব সুবেদার শফিকুল ইসলাম জানান, আটকদের নামে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।