সুনামগঞ্জের ছাতকে হাওরে মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে মুজিবুর রহমান (১৬) নামের এক স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে।
বৃহস্পতিবার (৮ মে) সকালে বাড়ির পাশে এই ঘটনা ঘটে।
মুজিবুর দক্ষিণ খুরমা ইউনিয়নের মায়েরকোল গ্রামের নুরুল আমিনের ছেলে এবং খুরমা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।
আরও পড়ুন: কিশোরগঞ্জে বজ্রপাতে ৩ স্কুলছাত্রীসহ নিহত ৪
মায়েরকোল গ্রামের বাসিন্দা নিহতের চাচতো ভাই মো. মুহিবুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সকালে মাছ ধরতে গিয়ে নিজ বাড়ির পাশে সে বজ্রপাতে নিহত হয়েছে।’
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুখেলছুর রহমান আকন্দ বিষয়টি নিশ্চিত করেন।