সুনামগঞ্জে সুরমা নদীর পানি বিপদসীমার ৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
শুক্রবার বিকাল ৩টায় নদীর পানি ষোলঘর পয়েন্টে ৪ দশমিক ৮৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।
এ দিকে, শুক্রবার সকাল ৯টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে ১৫৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী (পওর-১) মো. সবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, ভারতের চেলাপুঞ্জিতে গত ৭২ ঘণ্টায় ৯০২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
তিনি জানান, ভারতের চেলাপুঞ্জিতে বৃষ্টিপাত হলে ওই পানি সুরমা নদীতে এসে পড়ে।
সবিবুর রহমান জানান, চেলাপুঞ্জিতে বৃষ্টিপাত অব্যাহত থাকলে সুনামগঞ্জের সুরমা নদীর পানি আরও বৃদ্ধি পাবে।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, ১৫ মে পর্যন্ত হাওরের ফসল রক্ষার জন্য সুরমা নদীর পানির বিপদসীমা ছিল ৬ দশমিক ৫০ সেন্টিমিটার এবং ১৫ মে’র পরে বিপদসীমা হয় ৭ দশমিক ৮০ সেন্টিমিটার।