সুন্দরবনে পর্যটকবাহী লঞ্চ চলাচলের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। বৃহস্পতিবার রাত ১০টার দিকে ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ও ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব সুন্দরবনের সঙ্গে যৌথসভা শেষে এই সিদ্ধান্ত হয়।
সভায় সীমিত সংখ্যক যাত্রী পরিবহনসহ কয়েকটি শর্ত আরোপ করা হয়।
গত ১২ জানুয়ারি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ সুন্দরবনে লঞ্চ চলাচলে সাময়িক নিষেধাজ্ঞা জারি করে।
আরও পড়ুন: সুন্দরবনের গোলপাতা আহরণে বাওয়ালিদের আগ্রহ কম
এব্যাপরে ট্যুর অ্যাসোসিয়েশন অব সুন্দরবনের সভাপতি মইনুল ইসলাম জমাদ্দার বলেন,‘সরকার যে ১১ দফা নির্দেশনা দিয়েছে, সেখানে নৌ-পরিবহন বন্ধের কোনও নির্দেশনা নেই। আমরা সীমিত সংখ্যক যাত্রী নিয়ে লঞ্চ ও জাহাজ পরিচালনা করবো।’
খুলনা নদী বন্দর ও পরিবহন বিভাগের উপ-পরিচালক মো. আব্দুর রাজ্জাক বলেন, ‘নৌপরিবহন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক সুন্দরবন ভ্রমণে লঞ্চ চলাচলে নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল। তবে সুন্দরবনের পর্যটন ব্যবসায় জড়িতদের সঙ্গে সভা শেষে কোভিড স্বাস্থ্যবিধি মেনে ও সীমিত সংখ্যক যাত্রী নিয়ে চলাচলসহ আরও কিছু শর্ত দিয়ে সুন্দরবনে পর্যটন নৌযান চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।’
আরও পড়ুন: সুন্দরবনে পর্যটকদের হাতছানি দিচ্ছে ‘আকাশনীলা’
ট্যুরিস্ট অপারেটর অ্যাসোসিয়েশন অব সুন্দরবনের সাধারণ সম্পাদক নাজমুল আজম ডেভিড বলেন, ফেব্রুয়ারির শেষ পর্যন্ত সব ট্যুর অপারেটরদের বুকিং নেয়া আছে। অনেকেই অগ্রিম টাকা নিয়ে খরচও করে ফেলেছেন। এমন পরিস্থিতিতে ওই নিষেধাজ্ঞা ট্যুর অপারেটরদের বিপাকে ফেলে। রাতের বৈঠকে ওই নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর শুক্রবার সকালে নির্ধারিত থাকা নৌ-যানগুলো সুন্দরবনে ট্যুর নিয়ে যায়।