গৃহহীন পরিবারের বাসস্থানের আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মিত চাঁদপুরের হাইমচর উপজেলার প্রত্যন্ত এলাকা নীলকমল ইউনিয়নের নিউচর আশ্রয়ণ প্রকল্প হস্তান্তর করা হয়েছে।
বুধবার বিকালে হাইমচর উপজেলা পরিষদ মিলনায়তনে সেনাবাহিনীর ৪৪ পদাতিক ব্রিগেডের প্রতিনিধিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইহলা চৌধুরী ও উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারীর কাছে আনুষ্ঠানকিভাবে ঘরের প্রতিকী চাবি হস্তান্তর করেন।
চাঁদপুরের হাইমচরে প্রমত্তা মেঘনা নদীর পশ্চিমে নদী ভাঙন কবলিত অঞ্চলে গৃহহীন পরিবারগুলোকে আশ্রয় দেয়ার লক্ষ্যে সেনাবাহিনী কর্তৃক নির্মিত ২৮টি ব্যারাকে ১৪০টি ঘর উপজেলার নীল কমল ইউনিয়নের নিউচরে নির্মিত হয়েছে। উপজেলা প্রশাসন পরবর্তীতে এসব ঘর গৃহহীনদের কাছে হস্তান্তর করবেন বলে জানা গেছে।
বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে, ৪৪ পদাতিক ব্রিগেডের সার্বিক ব্যবস্থাপনায় এবং কুমিল্লা সেনানিবাস ৩ বীরের তত্ত্বাবধানে ১৪০টি পরিবারের জন্যে এই আশ্রয়ণ প্রকল্পটি নির্মাণ করা হয়।
আরও পড়ুন:দেশের প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের নির্দেশ সেনাপ্রধানের
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে কুমিল্লা সেনানিবাসের মেজর মো. তাসনিম ফরহাদ জানান, ‘আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার’- এই স্লোগানে সরকার গৃহহীন পরিবারের বাসস্থানের সুযোগ সৃষ্টিতে আশ্রয়ণ প্রকল্প তৈরি করেছে। এই প্রকল্পের আওতায় আজকে এই চর এলাকায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মিত আশ্রয়ণ প্রকল্পটি উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হলো।
তিনি জানান, এখানে ১৪০টি ভূমিহীন পরিবারের থাকার সুযোগ পাবেন। পাশাপাশি এই অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নে এই প্রকল্প ভূমিকা রাখবে ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইলা চৌধুরী বলেন, ‘অত্যন্ত পরিচ্ছন্ন ও সুষ্ঠুভাবে এই প্রকল্পটির কাজ সম্পন্ন করেছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। এজন্যে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের ধন্যবাদ জানাই। তাঁরা গুণগত মান বজায় রেখে কাজ করেছেন।’
এসময় কুমিল্লা সেনানিবাসের ক্যাপ্টেন মেহেদি হাসান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান , হাইমচর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুর রশিদ, স্থানীয় সরকার উপ-সহকারি প্রকৌশলী মাসুদুর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মিজানুরর রহমানসহ সরকারি অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:সরকারের নির্দেশে যেকোনো সংকটে সেনাবাহিনী কাজ করবে: সেনাপ্রধান