সাচার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, গ্রেপ্তার মফিজুল ইসলাম (৩৮) সম্প্রতি তার স্ত্রীকে তালাক দেন এবং তার শ্যালিকার সাথে সম্পর্কে জড়িয়ে পড়েন।
আরও সপড়ুন: নাটোরে ২ শিশুকে ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন
মফিজুল তাকে বিয়ে প্রতিশ্রুতি দিয়ে নিজ বাড়িতে ডেকে নিয়ে জোরপূবর্ক ধর্ষণ করে বলে জানিয়েছে পুলিশ।
পরে তার সাবেক স্ত্রী নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে গত ৩ ফেব্রয়ারি মফিজুলকে রাগদৈল গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।
বাংলাদেশে ধর্ষণ চিত্র
বাংলাদেশে এই জঘন্য অপরাধের জন্য মৃত্যুদণ্ড কার্যকর করা হলেও ধর্ষণের ঘটনা ক্রমশ বাড়ছে।
আরও পড়ুন: ‘স্টেজ প্রোগ্রামের’ কথা বলে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণ, গ্রেপ্তার ৫
আইন ও সালিশ কেন্দ্র (এএসকে), একটি অধিকার গোষ্ঠীর সংকলিত তথ্য অনুসারে, গত বছর ১,০১৮ শিশুকে ধর্ষণ করা হয়েছিল তবে থানায় কেবল ৬৮৩ টি মামলা দায়ের করা হয়েছিল। ভুক্তভোগীদের মধ্যে ১১৬ জনের বয়স ছয় থেকে ছয় বছরের নিচে।
আরও পড়ুন: ২০২০ সালে ধর্ষণের শিকার ১২ গৃহকর্মী: বিলস্
সামগ্রিকভাবে, গত বছর ১, ৬২৭টি ধর্ষণের ঘটনা নথিভুক্ত করা হয়েছিল। তাদের মধ্যে ৫৩ জনকে ধর্ষণের পরে হত্যা করা হয়েছিল এবং ১৪ জন নিজের জীবন দিয়েছিলের বলে এএসকে তথ্যে প্রকাশ করেছে।
গত নভেম্বর মাসে নারীদের যৌন সহিংসতার বিরুদ্ধে বিক্ষোভের কয়েক দিন পরে বাংলাদেশে ধর্ষণ মামলার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হয়।
আরও পড়ুন: চলন্ত ট্রেনে প্রতিবন্ধীকে ‘ধর্ষণ’, রেল কর্মচারী আটক
যদিও অনেকে মৃত্যুদণ্ডাদেশ জন্য সরকারের প্রশংসা করেছে, তবে বাংলাদেশে প্রতিদিনই সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা শিরোনামে আসছেই।
গত অক্টোবরে নোয়াখালী জেলায় এক নারীকে হামলা ও ধর্ষণে পরে ব্যাপক বিক্ষোভ ফেটে পড়েছিল দেশে। এক সপ্তাহ পরে সিলেটে এমসি কলেজ হোস্টেলে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়, এই ঘটনায় দেশব্যাপী আবারও বিক্ষোভ দেখা দেয়।
আরও পড়ুন: সিলেটে বিয়ের আশ্বাসে তরুণীকে ‘ধর্ষণ’, যুবক লাপাত্তা