শিমুলিয়া-কাঁঠালবাড়িতে স্বাস্থ্যবিধি না মেনেই মঙ্গলবার চলাচল করেছে লঞ্চ।
যাত্রীদের অভিযোগ, ধারণ ক্ষমতার কয়েকগুণ বেশি যাত্রী নিয়েই পাদ্মা পাড়ি দিয়েছে লঞ্চগুলো। তাছাড়া সামাজিক দূরত্ব মানা তো দূরের কথা স্বাভাবিক সময়ের চেয়েও বেশি যাত্রীবহন করা হয়েছে প্রতিটি লঞ্চ।
উত্তাল পদ্মায় অতিরিক্ত যাত্রী বহন কোভিড-১৯ সংক্রমণ বিস্তার ছাড়াও দুর্ঘটনার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন তারা।
তবে লঞ্চ মালিক সমিতির প্রতিনিধি ও সুপার ভাইজার আব্দুল রহিম যাত্রীদের অভিযোগ অস্বীকার করে জানান, যাত্রী ধারণ ক্ষমতার মধ্যেই আছে। নামার সময় সামনে ভিড় পড়ে যায়।
তিনি জানান, লঞ্চে ১৮৬ জন যাত্রীর ধারণ ক্ষমতা। এর বেশি যাত্রী নেই।