লঞ্চ চলাচল
বরিশালের অভ্যন্তরীণ ১০ রুটে লঞ্চ চলাচল বন্ধ
বৈরী আবহাওয়ায় কারণে বরিশালের অভ্যন্তরীণ ১০ রুটের ৬৫ ফুট কম দৈর্ঘ্যের লঞ্চ চলাচল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টা থেকে লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয় বলে জানিয়েছেন বরিশাল নৌবন্দর কর্মকর্তা আব্দুর রাজ্জাক।
আরও পড়ুন: ঘূর্ণিঝড় মিধিলি: বরিশালে লঞ্চ চলাচল ফের শুরু
তবে ঢাকা-বরিশাল রুটের বড় লঞ্চ চলাচল বন্ধে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ।
বরিশাল আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক আবদুল কুদ্দুস বলেন, বৈরী আবহাওয়ার কারণে সমুদ্রবন্দরকে ৩ নম্বর ও বরিশাল নৌবন্দরে ২ নম্বর সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে। বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে শুক্র ও শনিবার ১৪০.৭০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। শুক্রবার বিকেল ৩টা থেকে শনিবার দুপুর ৩টা পর্যন্ত ১১০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। দিনভর ভারী থেকে হালকা বৃষ্টিপাত হচ্ছে। বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০-১৫ নটিক্যাল মাইল। এ বৃষ্টি আগামী ২-৩ দিন অব্যাহত থাকতে পারে বলে জানান তিনি।
বরিশাল নৌবন্দর কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, ঝড়ো বাতাসের কারণে ৬৫ ফুট কম দৈর্ঘ্যের লঞ্চ বিকেল সাড়ে ৪টা থেকে চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে অভ্যন্তরীণ ১০টি রুটের লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। ঢাকা-বরিশাল রুটের লঞ্চের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
আরও পড়ুন: ঢাকা থেকে লঞ্চ চলাচল পুনরায় শুরু
ঘূর্ণিঝড় রিমাল: দৌলতদিয়া-পাটুরিয়ায় লঞ্চ চলাচল বন্ধ
৩ মাস আগে
ঘূর্ণিঝড় হামুন: বরিশাল থেকে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা
উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট ঘূর্ণিঝড় 'হামুন' ক্রমশ উপকূলের দিকে অগ্রসর হওয়ায় বরিশাল থেকে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগ, বরিশালের সহকারী পরিচালক রিয়াদ হোসেন।
তিনি বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী উপকূলীয় জেলা পটুয়াখালী, ভোলা, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, লক্ষীপুর ও চাঁদপুর জেলা এবং তাদের অদূরবর্তী দ্বীপসমূহ ৭ নম্বর বিপদ সংকেতের আওতায় থাকবে। তবে বরিশাল নদীবন্দরে ২ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এদিকে, লঞ্চ চলাচল বন্ধ থাকায় বিভিন্ন রুটের যাত্রীদের নদীবন্দরে এসে ফিরে যেতে দেখা গেছে।
আরও পড়ুন: ঘূর্ণিঝড় 'হামুন' তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে: আবহাওয়া অধিদপ্তর
ভোলার উদ্দেশে নদী বন্দরে আসা যাত্রী ফিরোজা বেগম বলেন, মেয়ের বাড়ি বেড়াতে এসেছিলাম। এখন বাড়ির উদ্দেশে রওনা দিয়ে নদীবন্দরে এসে দেখি সব লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। তাই বাধ্য হয়ে আবার মেয়ের বাড়ি ফিরে যাচ্ছি।
আরেক যাত্রী রবিন বলেন, জরুরি কাজের জন্য মেহেন্দিগঞ্জের ভাষানচরে যাওয়ার উদ্দেশে নদী বন্দরে এসেছিলাম। কিন্তু ঘাটে এসে দেখি কোনো লঞ্চ যাবে না। এখন বাধ্য হয়ে সড়ক পথে যেতে হবে।
মেডিকেল কলেজের ছাত্র সাব্বির বলেন, বাড়ি যাওয়ার জন্য সহজে ছুটি মিলে না। অনেক কষ্ট করে আজ ছুটি নিয়ে বাড়ির উদ্দেশে রওনা হয়েছিলাম। কিন্তু লঞ্চ ঘাটে এসে দেখি ঘূর্ণিঝড় হামুনের কারণে সব লঞ্চ বন্ধ রয়েছে। এ অবস্থা অনেকটা হতাশ হয়ে বাড়ি ফিরে যেতে হচ্ছে।
১ বছর আগে
কালবৈশাখী: শিমুলিয়ায় লঞ্চ চলাচল বন্ধ, ফেরি সচল
কাল বৈশাখী ঝড়ের কারণে মুন্সীগঞ্জের শিমুলিয়া থেকে বাংলাবাজার ও মাঝিরকান্দি নৌপথে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। শনিবার সন্ধ্যা ৭টা থেকে এই লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। লঞ্চ ঘাটে আটকেপড়া যাত্রীদের ফেরিতে করে পারাপারের নির্দেশনা দেয়া হয়েছে। এ ব্যাপারে মাইকিংও করা হয়েছে। ঘাটে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লঞ্চে উঠা যাত্রীদের ফেরিতে উঠিয়ে দেয়া হয়েছে।
বিআইডব্লিউটিএ সহকারি পরিচালক ও মাওয়া সহ-বন্দর কর্মকর্তা মো. শাহাদাত হোসেন জানান, কাল বৈশাখীর আশঙ্কা ও শিমুলিয়া নদী বন্দর অভ্যন্তরীণ নৌপথে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সঙ্কেত বলবৎ থাকায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে। তবে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে বলে নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম।
এই দুই নৌপথে ৮৫টি লঞ্চ চলাচল করছিল। ভোর ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত চলাচল করলেও ঈদের কারণে আগামী ১৫ মে পর্যন্ত রাত ১০টা পর্যন্ত চলাচল করছিল। কিন্তু বৈরি আবহাওয়ার কারণে শুক্রবারও রাত ৯টা থেকে লঞ্চ চলাচল বন্ধ ছিল। তবে ৬টা থেকে আবার চলাচল শুরু করে।
আরও পড়ুন: ঈদযাত্রা: বরিশাল লঞ্চঘাটে যাত্রী কানায় কানায় পূর্ণ
শিমুলিয়ার পরিবর্তে পাটুরিয়া দিয়ে যান চলাচলের অনুরোধ নৌপ্রতিমন্ত্রীর
২ বছর আগে
বৈরী আবহাওয়া: বরিশালে লঞ্চ চলাচল বন্ধ
বৈরি আবহাওয়া এবং বরিশাল নদী বন্দরে দুই নম্বর সতর্ক সংকেত থাকায় অভ্যন্তরীণ রুটে সব ধরণের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ।
৪ বছর আগে
স্বাস্থ্যবিধি না মেনে শিমুলিয়া-কাঁঠালবাড়িতে চলছে লঞ্চ
শিমুলিয়া-কাঁঠালবাড়িতে স্বাস্থ্যবিধি না মেনেই মঙ্গলবার চলাচল করেছে লঞ্চ।
৪ বছর আগে
ঢাকা-বরিশালসহ দক্ষিণ অঞ্চলের ৩৪টি জেলায় রবিবার থেকে লঞ্চ চলাচল শুরু
করোনাভাইরাসের কারণে প্রায় দুই মাস বন্ধ খাকার পর রবিবার থেকে দেশের দক্ষিণ অঞ্চলে ঢাকা-বরিশালসহ ৩৪টি জেলায় লঞ্চ ও স্টিমার চলাচল শুরু হতে যাচ্ছে।
৪ বছর আগে
পটুয়াখালীতে লঞ্চে হামলা, আহত ৩ কর্মী
ঢাকা সদরঘাট থেকে যাত্রী নিয়ে ছেড়ে আসা একটি লঞ্চ রবিবার সকালে পটুয়াখালী টার্মিনালে পৌঁছালে আন্দোলনরত নৌপরিবহন শ্রমিকদের হামলায় তিন কর্মী আহত হয়েছেন।
৫ বছর আগে
সদরঘাট থেকে সারাদেশে লঞ্চ চলাচল বন্ধ
পূর্ব ঘোষণা ছাড়াই বুধবার ঢাকার সদরঘাট থেকে দেশের বিভিন্ন জেলায় লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে শ্রমিকদের একটি সংঘঠন। এতে সমস্যায় পড়েছেন নারী-পুরুষসহ শত শত যাত্রীরা।
৫ বছর আগে