ঢাকার নবাবগঞ্জে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জসিম উদ্দিনসহ নতুন করে ১২ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে।
এ নিয়ে নবাবগঞ্জে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২২১ জনে।
রবিরার সকাল ১০টায় নবাবগঞ্জ উপজেলা করোনা কন্ট্রোল রুম কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভুমি) শ্রী জ্যোতি বিকাশ জানান, করোনা পরীক্ষার জন্য নতুন করে ৪২ জনের শরীরের নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো হয়েছিলো। তাদের মধ্য শনিবার রাতে ডা. জসিম উদ্দিনসহ ১২ জনের ফলাফল পজেটিভে এসেছে।
এছাড়া জেলায় ইতিমধ্যে সুস্থ্য হয়ে উঠেছেন ৫৩ জন।