আগামী ২২, ২৩ ও ২৪ অক্টোবর এ ওরস অনুষ্ঠিত হবার কথা থাকলেও মহামারির বিস্তার রোধে এবার ওরস না করার সিদ্ধান্ত নিয়েছেন মাজার কর্তৃপক্ষ।
এদিকে, এক সংবাদ বিজ্ঞপ্তিতে এবার ওরস না হওয়ায় ভক্ত-আশেকানদের মাজারে ভিড় না করার অনুরোধ জানিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।
এসএমপি ওই বিজ্ঞপ্তিতে ভক্ত-আশেকানদের মাজারে সমবেত না হয়ে নিজ নিজ এলাকায় অবস্থান করার অনুরোধ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নভেল করোনাভাইরাসের সামাজিক সংক্রমণ বৃদ্ধির কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ মোতাবেক সরকার মহামারির প্রকোপ নিয়ন্ত্রনের লক্ষ্যে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে গুরুত্ব আরোপ করেছে।
জনগণের স্বাস্থ্য ও নিরাপত্তার স্বার্থে করোনাভাইরাস জনিত মহামারির বিস্তার রোধ এবং জনস্বাস্থ্য সচেতনতার বিষয়টি বিবেচনায় রেখে হযরত শাহপরান (রহ.) মাজার শরীফে বার্ষিক ওরস মোবারক বিগত বছরগুলোর ন্যায় এবার উদযাপন না করার সিদ্ধান্ত নিয়েছেন বলে এত জানানো হয়।
প্রসঙ্গত, করোনার কারণে এবার হযরত শাহজালাল (রহ.) এর বার্ষিক ওরসও অনুষ্ঠিত হয়নি।