জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পারিবারিক এবং স্বাস্থ্যগত সমস্যার কথা জানিয়ে বিষ পান করা এক ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে জীবন বাঁচিয়েছে ঝালকাঠির নলছিটি থানার পুলিশ।
বৃহস্পতিবার সকাল ৯টা ৫০ মিনিটে ৯৯৯'এ একজন কলার ফোন করে জানান, তিনি বিভিন্ন কারণে হতাশাগ্রস্থ। কলার জানান তিনি পেশায় একজন গাড়িচালক, তিনি বিবাহিত কিন্তু নিঃসন্তান। তার ডায়াবেটিস ও চোখের সমস্যাসহ নানা শারীরিক সমস্যা রয়েছে। জায়গা জমির ভাগ বাটোয়ারা নিয়ে তার ভাইদের সাথে সম্প্রতি তার বিরোধ দেখা দিয়েছে। পরিবারের অন্য সদস্যদের দ্বারা তিনি এবং তার স্ত্রী অপমান ও গঞ্জনার শিকার হচ্ছেন। এ কারণে তিনি আর বেঁচে থাকতে চান না।
আরও পড়ুন: ৯৯৯ এ কল: ১৬ তলার কার্ণিশ থেকে আটকে পড়া বিড়াল উদ্ধার
তিনি জানান, তিনি দুই বোতল বিষ কিনে এনেছেন, তিনি ৯৯৯ এর কাছে তার মনের কষ্ট জানিয়ে এখন বিষ পান করবেন। এরপর ৯৯৯ তাকে আশ্বস্ত করে তার সমস্যার আইনী সহায়তা প্রদান করা হবে, এ ধরনের আত্মঘাতী কাজ থেকে বিরত থাকার জন্য তাকে অনুরোধ জানানো হয়। ইতোমধ্যে ৯৯৯ তার ঠিকানা জেনে নেয় ঝালকাঠির, নলছিটি থানাধীন ষাইটপাইক্যা গ্রাম।
আরও পড়ুন: ৯৯৯ এ বন্ধুর ফোন: আত্মহত্যা চেষ্টাকারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি
৯৯৯ কলারের সাথে কনফারেন্সের মাধ্যমে নলছিটি থানার ডিউটি অফিসারের কথা বলিয়ে দেয়। থানা থেকেও কলারকে বোঝানো হচ্ছিল আত্মহত্যা করলে তার কোন সমস্যার সমাধান হবে না। ডিউটি অফিসারের সাথে কথা বলার এক পর্যায়ে কালেমা পড়ে আল্লাহু আকবর বলে কলার বিষ খেয়ে ফেলে এবং ফোন সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
এরপর নলছিটি থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে যায়।
আরও পড়ুন: ৯৯৯ নম্বরে ফোন: সৌদিফেরত যাত্রীর কাছ থেকে আড়াই কেজি স্বর্ণ উদ্ধার
পরে নলছিটি থানার এ এস আই মিনহাজ ৯৯৯ কে ফোনে জানান, তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অজ্ঞান অবস্থায় আত্মহত্যা প্রচেষ্টাকারী ব্যক্তিকে (৩৬) উদ্ধার করেন এবং তার আত্মীয় পরিজনের সহায়তায় নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে প্রাথমিক চিকিৎসা প্রদান করে কলারকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়া হয়। এরপর আত্মহত্যা প্রচেষ্টাকারী ব্যক্তিকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়।
আরও পড়ুন: চাকরি চলে যাওয়ায় আত্মহত্যার চেষ্টা, ৯৯৯ ফোনকলে উদ্ধার
পরবর্তীতে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের নায়েক মাসুদ ৯৯৯ কে ফোনে জানান, কলারের পাকস্থলী পরিষ্কার করা হয়েছে তার জ্ঞান ফিরে এসেছে তবে তাকে পরবর্তী চব্বিশ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে।