জাতীয় জরুরি সেবা
৯৯৯ এ কল, যৌনপল্লি থেকে তরুণী উদ্ধার
জাতীয় জরুরি সেবা ৯৯৯ -এ কল করে ময়মনসিংহ শহরের একটি যৌনপল্লি থেকে উদ্ধার পেয়েছেন এক তরুণী। তিন মাস ধরে তাকে ইচ্ছার বিরুদ্ধে যৌন ব্যবসায় বাধ্য করা হয়েছিল।
শনিবার (২ ডিসেম্বর) রাত ৯টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯- এর কলটেকার কনস্টেবল ইবনুল ফয়েজ ময়মনসিংহ কোতোয়ালি থানায় দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য জানায়।
আরও পড়ুন: রাজধানীতে স্বামীকে কুপিয়ে খুন করে ৯৯৯-এ স্ত্রীর ফোন
জাতীয় জরুরি সেবা ৯৯৯- এর কলটেকার কনস্টেবল ইবনুল ফয়েজ জানান, তিন মাস আগে গার্মেন্টসে চাকরি দেওয়ার কথা বলে তরুণীকে ঝিনাইদহ থেকে ঢাকার শান্তিনগরে নিয়ে আসে পরিচিত এক ব্যক্তি। পরে ময়মনসিংহে নিয়ে গিয়ে শহরের গাঙ্গিনারপাড় যৌনপল্লিতে তাকে বিক্রি করে দেওয়া হয়। এ সময় তরুণীকে তার ইচ্ছার বিরুদ্ধে যৌন ব্যবসা করতে বাধ্য করা হয়েছে।
এমন তথ্য জানিয়ে শনিবার (২ ডিসেম্বর) রাত ৯টার দিকে ওই তরুণী ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে তাকে উদ্ধারের অনুরোধ জানান।
তিনি আরও জানান, সেখানে তাকে বন্দি অবস্থায় থাকতে হচ্ছে। একজন খদ্দেরের মোবাইল থেকে তিনি ফোন করেছেন।
এমন তথ্যের ভিত্তিতে ৯৯৯ কলটেকার কনস্টেবল ইবনুল ফয়েজ ময়মনসিংহ কোতোয়ালী থানায় বিষয়টি দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য জানায়।
প্রাপ্ত সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ কোতোয়ালি থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে কলার তরুণীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং পরে তার অভিভাবক এসে পৌঁছালে তাদের কাছে তরুণীকে বুঝিয়ে দেওয়া হয়।
কোতোয়ালী থানা পুলিশ দলের নেতৃত্ব দেওয়া উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন সজীব ৯৯৯- কে এ বিষয়ে নিশ্চিত করেন।
আরও পড়ুন: ৯৯৯-এ ফোন: সুন্দরবনে বিকল নৌকার ১৯ যাত্রী উদ্ধার
৯৯৯ নম্বরে সাকিবের কল, দুর্ঘটনা থেকে রক্ষা
১ বছর আগে
মায়ের আত্মহত্যার চেষ্টা, ৯৯৯-এ ছেলের ফোনে উদ্ধার
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ রাজধানীর মিরপুর থেকে ছেলের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজশাহীতে আত্মহত্যার চেষ্টারত এক মাকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৪ মে) রাতের দিকে ওই মাকে উদ্ধার করা হয়।
ছেলে (২৬) ঢাকার মিরপুরের একটি বেসরকারি হাসপাতালে ওয়ার্ড বয় হিসেবে কাজ করেন, ২০১৭ সালে তার বাবা মৃত্যুবরণ করেন।
আরও পড়ুন: কক্সবাজারে ৯৯৯-এ কল দিয়ে উদ্ধার হলো ১৯ জেলে
জানা যায়, রাজধানীর মিরপুর থেকে এক যুবক জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে জানান, রাজশাহীর চন্দ্রিমা থানা এলাকায় তার মা আত্মহত্যার চেষ্টা করছেন।
বারবার কল দিলেও তার মা আর ফোন ধরছেন না। তাই দ্রুত তার মাকে উদ্ধারের অনুরোধ জানান তিনি।
৯৯৯ এর কলটেকার কনস্টেবল সৌমিত মৈত্র কলটি রিসিভ করেছিলেন। তিনি তাৎক্ষণিকভাবে চন্দ্রিমা থানায় বিষয়টি জানিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য জানায়।
৯৯৯ ডিসপাচারের দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) মেহেদি হাসান থানা পুলিশ এবং তথ্যদাতার সঙ্গে যোগাযোগ রেখে উদ্ধারের তথ্য নিতে থাকেন।
তথ্য অনুযায়ী, চন্দ্রিমা থানা পুলিশ বাসায় গিয়ে দরজা ধাক্কাধাক্কি করার পর সেই মা নিজেই দরজা খোলেন, এরপর তিনি অজ্ঞান হয়ে যান।
পরে জানা যায়, তিনি সিলিং ফ্যানের সঙ্গে ওড়না বেঁধে ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। সৌভাগ্যক্রমে ঝুলন্ত অবস্থায় ওড়না খুলে তিনি নিচে পড়ে যান।
ঠিক সেই মুহূর্তে চন্দ্রিমা থানার পুলিশ দল গিয়ে উপস্থিত হয়। পরে প্রতিবেশিদের সহযোগিতায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়।
চন্দ্রিমা থানা পুলিশ দলের নেতৃত্বে থাকা উপপরিদর্শক (এসআই) লুৎফর রহমান ৯৯৯-কে বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, ২০১৭ সালে স্বামী হারানো ওই নারীকে (৪৭) অবৈধ সম্পর্কের মিথ্যা অপবাদ ও লাঞ্ছনা করা হয়। তাই তিনি আত্মহত্যার চেষ্টা করেন।
বৃহস্পতিবার (২৫ মে) সকালে ওই নারীর ছেলে পুলিশকে জানিয়েছেন, তার মা এখন সুস্থ হয়ে উঠেছেন। বিকালের দিকে তাকে হাসপাতাল থেকে ছাড়া হবে।
আরও পড়ুন: ছেলের আত্মহত্যা চেষ্টা, ৯৯৯-এ বাবার ফোনে উদ্ধার
রায়পুরায় বাবাকে কুপিয়ে হত্যার পর ৯৯৯-এ কল দিয়ে ছেলের দায় স্বীকার!
১ বছর আগে
৯৯৯-এ ফোন: অতঃপর যৌনপল্লি থেকে তরুণী উদ্ধার
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ফরিদপুরের যৌনপল্লি থেকে এক তরুণীকে উদ্ধার করেছে পুলিশ।
রবিবার সন্ধ্যায় জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার বিষয়টি জানান।
গত শনিবার রাতে ফরিদপুর শহরের একটি যৌনপল্লি থেকে ১৮ বছর বয়সী ওই তরুণীকে উদ্ধার করা হয়।
আরও পড়ুন: ৯৯৯ এ কল: আত্মহত্যা চেষ্টাকারী তরুণী উদ্ধার
উদ্ধার তরুণী পুলিশকে জানান, মাসখানেক আগে প্রেমিকের ডাকে ঘর ছাড়েন তিনি। কিন্তু প্রতারণার শিকার হন। তাকে ফেলে পালিয়ে যান প্রেমিক।
এরপর এক রিকশাচালককে রাতে থাকার জন্য কম টাকার কোনো হোটেলে নিয়ে যেতে বলেন। এখানেও তিনি প্রতারণার শিকার হন।
রিকশাচালক তাকে যৌনপল্লিতে বিক্রি করে দেন; যেখানে মাসখানেক ধরে ইচ্ছার বিরুদ্ধে যৌনকাজে বাধ্য হচ্ছেন তিনি।
ওই তরুণী আরও জানান, গত শনিবার তিনি একজন সহৃদয় খদ্দেরের মোবাইল ফোন ব্যবহার করে ৯৯৯ নম্বরে ফোন করেছেন। তাকে দ্রুত উদ্ধারে ব্যবস্থা নেয়ার জন্য পুলিশকে অনুরোধ করেন।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, কনস্টেবল মামুনুর রশিদ কলটি রিসিভ করেন।
তিনি তাৎক্ষণিকভাবে ফরিদপুর কোতোয়ালি থানায় বিষয়টি জানান।
থানা পুলিশের একটি দল তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে ওই তরুণীকে উদ্ধার করে।
দলের নেতৃত্বে থাকা উপপরিদর্শক (এসআই) খায়রুল জানান, শহরের একটি যৌনপল্লি থেকে এক তরুণীকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ জলিল বলেন, উদ্ধার তরুণী বাদী হয়ে তিনজনকে আসামি করে মামলা করেছেন।
ভুক্তভোগীকে তার মা-বাবার জিম্মায় দেয়া হয়। এছাড়া আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান ওসি।
আরও পড়ুন: ৯৯৯-এ কল, চলন্ত ট্রাকে ‘ধর্ষণের’ শিকার’ প্রতিবন্ধী তরুণী উদ্ধার
৯৯৯ এ ফোন কলে যৌন পল্লী থেকে তরুণী উদ্ধার
১ বছর আগে
৯৯৯ এ কল: কাপ্তাই হ্রদে আটকে পড়া পর্যটকদের উদ্ধার
জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোনে কলে কাপ্তাই হ্রদে আটকে পড়া শিশুসহ ২০ সদস্যের একটি পর্যটক দলকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে তাদের উদ্ধার করে রাঙ্গামাটি জেলা পুলিশ।
রাঙ্গামাটি অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম জানান, বৃহস্পতিবার চট্টগ্রামের আগ্রাবাদ থেকে রাঙ্গামাটিতে বেড়াতে আসা ২০ সদস্যের পর্যটকের একটি দল রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে বেড়ানোর পর বিকালের দিকে ফেরার পথে ইঞ্জিন চালিত নৌকার তেল ফুরিয়ে গেলে তারা হ্রদের মাঝখানে আটকে পড়ে। সেখান থেকে একজন ৯৯৯ এ কল দিলে বিষয়টি রাঙ্গামাটি জেলা পুলিশকে জানায়।
আরও পড়ুন: ৯৯৯ এ ফোন: সংঘর্ষে আটকে পড়া ২ চালককে উদ্ধার
তিনি জানান, খবর পেয়ে জেলা পুলিশের একটি টিম পর্যটকের দলটিকে রাঙ্গামাটি কাপ্তাই লেকের পেদা টিং টিং এলাকা থেকে আনুমানিক রাত ৮টার দিকে উদ্ধার করে রাঙ্গামাটি জেলা পুলিশের পলওয়েল পার্কে নিয়ে আসে।
আরও পড়ুন: ৯৯৯ এ কল: কথিত ছিনতাইকারী দম্পতি আটক
উদ্ধার হওয়া পর্যটক মো. রাশেদ বলেন, বৃহস্পতিবার কাপ্তাই হ্রদে বেড়ানোর পর ফেরার পথে ইঞ্জিন চালিত নৌকার তেল ফুরিয়ে গেলে কাপ্তাই হ্রদে আটকে পড়ি। এই সময় প্রচণ্ড বৃষ্টি, হ্রদে বড় বড় ঢেউ এবং বাতাসের গতিবেগে আমরা সবাই খুবই ভয় পেয়ে যাই এবং বোটে থাকা শিশুসহ সবাই প্রাণভয়ে কান্না করতে থাকে। এ সময় আমি ৯৯৯ এ কল দিয়ে বিষয়টি জানালে রাঙ্গামাটি জেলা পুলিশের একটি টিম আমাদের এসে উদ্ধার করে।
২ বছর আগে
গভীর রাতে মালাবাহী ট্রাক ছিনতাই: ৯৯৯ এ ফোন কলে উদ্ধার
জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে এক কলারের ফোন কলে নরসিংদী সদরের পালমারি এলাকায় ছিনতাই হওয়া এক মালাবাহী ট্রাক উদ্ধার করেছে পুলিশ।
রবিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে জাতীয় জরুরি সেবা।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার দিবাগত রাত পৌণে তিনটায় মহসিন নামে একজন কলার ৯৯৯ নম্বরে ফোন করে জানান,তিনি ঢাকার সেগুনবাগিচা থেকে একটি মিনি ট্রাক যোগে কিছু আসবাবপত্র নিয়ে তার বাড়ি নরসিংদীর মনোহরদী যাচ্ছিলেন। পথিমধ্যে রাত আড়াইটার দিকে নরসিংদী সদরের পালমারি এলাকায় রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করে তাদের মিনি ট্রাকটি থামিয়ে কিছু দুষ্কৃতিকারী তাদের টাকা পয়সা ও মালামাল সহ মিনি ট্রাকটি ছিনতাই করে পালিয়ে গেছে।
আরও পড়ুন: ৯৯৯ এ ফোন কলে দগ্ধ গৃহকর্মী উদ্ধার, আটক ১
৯৯৯ কলটেকার কনষ্টেবল নাহিদ হোসেন কলটি রিসিভ করেছিলেন। কনষ্টেবল নাহিদ তাৎক্ষণিকভাবে নরসিংদী সদর থানায় বিষয়টি জানিয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার অনুরোধ জানায়।
সংবাদ পেয়ে নরসিংদী সদর থানা পুলিশের একটি দল অবিলম্বে ঘটনাস্থলে যায়।
নরসিংদী সদর থানার এস আই জয় বণিক জানান খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ছিনতাইকৃত মিনি ট্রাকটিকে ধাওয়া করেন তারা। এক পর্যায়ে ছিনতাইকারীরা নরসিংদী সদরের সিলমার্দী,পাচদোনা এলাকায় রাস্তার পাশে মিনি ট্রাকটি রেখে রাতের অন্ধকারে পালিয়ে যায়। মালামাল সহ মিনি ট্রাকটি উদ্ধার করে কলারকে বুঝিয়ে দেয়া হয়েছে।
ছিনতাইকারীদের আটকে প্রচেষ্টা অব্যহত আছে বলে জানান তিনি।
আরও পড়ুন: চলন্ত ট্রেন থেকে পড়ে গেল কিশোর, ৯৯৯ এ ফোন কলে উদ্ধার
২ বছর আগে
বঙ্গোপসাগরে নৌযান বিকল, ৯৯৯-এ ফোনে ১০০ পর্যটক উদ্ধার
‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে এক পর্যটকের কল পেয়ে বঙ্গোপসাগরের পারকী উপকূলের বিকল নৌযানের ১০০ যাত্রীকে উদ্ধার করে নিরাপদে চট্টগ্রামের পতেঙ্গায় পৌঁছে দিয়েছে কোস্ট গার্ডের সদস্যরা।
রবিবার দুপুর সাড়ে বারোটার দিকে চট্টগ্রামের আনোয়ারার পারকী সমুদ্র সৈকতের কাছে থেকে জাহিদুল ইসলাম নামে বিকল নৌযানের এক পর্যটক যাত্রী ৯৯৯ নম্বরে কল করে জরুরি উদ্ধার সহায়তা চান।
রবিবার জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর পরিদর্শক আনোয়ার সাত্তার গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি জানান, চট্টগ্রামের পতেঙ্গা থেকে একটি ইঞ্জিনচালিত নৌযানে করে নারী, শিশুসহ অন্তত ১০০ জন পর্যটক গত ৩১ ডিসেম্বরে সাগরপথে কক্সবাজারের কুতুবদিয়া দ্বীপে বেড়াতে গিয়েছিলেন। একদিন সেখানে অবস্থানের পর গত ১লা ডিসেম্বর তারিখে তারা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেন। কিছুদূর আসার পর তাদের নৌযান বিকল হয়ে পড়ে এবং তাদের নৌযানের তলা ফুটো হয়ে পানি ঢুকতে থাকে। এসময় নৌযানের একজন যাত্রী জাহিদুল ইসলাম ৯৯৯ নম্বরে ফোন করে তাদের বিপদের কথা জানান এবং উদ্ধার সহায়তা কামনা করেন।
আরও পড়ুন: ৯৯৯ এ কল: শিশু যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার ১
তিনি আরও জানান, সে সময় কলার তাদের সঠিক অবস্থান জানাতে পারেননি। তিনি শুধু জানাতে পেরেছিলেন চট্টগ্রামের আনোয়ারার পারকী সমুদ্র সৈকতের কাছাকাছি আছেন তারা।
৯৯৯ কলটেকার কনস্টেবল রাজেশ কুমার রায় এই কলটি রিসিভ করেছিলেন। কনস্টেবল রাজেশ তাৎক্ষণিকভাবে কোস্টগার্ড চট্টগ্রাম পূর্ব জোনের নিয়ন্ত্রণ কক্ষে বিষয়টি জানান। কোস্ট গার্ড উদ্ধারকারী দল কলারের সঙ্গে কথা বলে চট্টগ্রাম কোস্ট গার্ডের একটি উদ্ধারকারী দল উদ্ধার অভিযানে রওনা দেয়। অবশেষে পারকী উপকূলের সন্নিকটবর্তী বঙ্গোপসাগর থেকে বিকল নৌযানের নারী ও শিশুসহ প্রায় ১০০ জন পর্যটক ও বিকল নৌ যানটিকে উদ্ধার করে চট্টগ্রামের পতেঙ্গা পৌঁছে দেয়।
আরও পড়ুন: ৯৯৯ এ কল: আত্মহত্যা চেষ্টাকারী নারীকে উদ্ধার করল পুলিশ
৯৯৯ এ কল: কুমিল্লায় সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৪ জন গ্রেপ্তার
২ বছর আগে
৯৯৯ এ কল: কুমিল্লায় সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৪ জন গ্রেপ্তার
কুমিল্লার কোটবাড়ির ময়নামতি জাদুঘর এলাকায় এক তরুণী বন্ধুর সাথে বেড়াতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। রবিবার সকাল সাড়ে ১০টায় এলাকার ২৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনার পর ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ এ কল পেয়ে চারজনকে গ্রেপ্তার এবং ওই তরুণীকে উদ্ধার করে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মেহেদী (১৯), ফয়সাল (২৪), হৃদয় (১৮) ও বিল্লাল (২১।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, কোটবাড়ির ময়নামতি জাদুঘরের কাছে ২৪ নম্বর ওয়ার্ড থেকে একজন নারী কলার (২৫) কান্নাজড়িত কণ্ঠে ৯৯৯ এ ফোন করে ভুক্তভোগী জানান, তাকে কয়েকজন ব্যক্তি জোর করে ধর্ষণ করেছে। তিনি তার বন্ধুর সাথে ময়নামতি জাদুঘরে বেড়াতে যান। পরে তার বন্ধুর পরিচিত কয়েকজন ছেলের সাথে দেখা হলে তারা বেড়ানোর কথা বলে তাকে একটি মেসে নিয়ে যায়। সেখানে তার বন্ধুকে অন্য রুমে আটকে রেখে বন্ধুর তারা তাকে জোর করে ধর্ষণ করে।
৯৯৯ তাৎক্ষণিকভাবে কুমিল্লা সদর থানায় বিষয়টি জানিয়ে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশনা দেয়।পরে কুমিল্লা সদর দক্ষিণ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. বিল্লাল হোসেন এলাকাবাসীর সহায়তায় ঘটনাস্থল থেকে চার তরুণকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করেন এবং ভুক্তভোগী তরুণীকে উদ্ধার করেন।
এ ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন: মনপুরায় গৃহবধুকে সংঘবদ্ধ ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার
মাগুরায় স্কুলছাত্রীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ: গ্রেপ্তার ২
এমসি কলেজে সংঘবদ্ধ ধর্ষণ: চাঁদাবাজি মামলার চার্জ গঠন পেছাল
৩ বছর আগে
৯৯৯ এ কল: কাপ্তাই লেক থেকে ৭ পর্যটক উদ্ধার
জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে রাঙ্গামাটির কাপ্তাই লেকে আটকে পড়া ইঞ্জিন বোটের এক পর্যটকের ফোন কলে নারী ও শিশু সহ সাত পর্যটককে উদ্ধার করেছে রাঙ্গামাটি সদর নৌ-পুলিশ ফাঁড়ি।
রাজধানীর ধানমন্ডির অধিবাসী সানজিদ আহমেদ ও তার পরিবারের দুই নারী ও এক শিশু সহ মোট সাত জন রাঙ্গামাটি ভ্রমণে যান। বৃহষ্পতিবার তারা ইঞ্জিন বোটে কাপ্তাই লেক ভ্রমণে বের হয়ে কোতোয়ালি থানাধীন বালুখালিতে লেকের বিশাল কচুরিপানার ঝাঁকের আটকা পড়েন।
কচুরিপানার মধ্যেই নৌকার প্রপেলারের পাখা ভেঙে যায়। ফলে অসহায়ের অবস্থায় কচুরিপানার ঝাঁকের মধ্যে আটকে ছিলেন কয়েক ঘণ্টা। শেষে কোনও উপায় না পেয়ে দুপুর পৌনে একটায় সানজিদ আহমেদ ৯৯৯ নম্বরে ফোন করে তাদের উদ্ধারের অনুরোধ করেন।
আরও পড়ুন: জরুরি সেবা ৯৯৯: সমুদ্রে বিকল নৌযান থেকে উদ্ধার ১৫
৯৯৯ জরুরি সেবা তাৎক্ষণিকভাবে নৌ-পুলিশ নিয়ন্ত্রণ কক্ষে এবং রাঙ্গামাটি সদর নৌ পুলিশ ফাঁড়িতে বিষয়টি জানিয়ে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ জানায়। ৯৯৯ পুলিশ ডিসপ্যাচার এস.আই. দীপন কুমার এবং এ.এস.আই মিল্টন বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট নৌ পুলিশ ফাঁড়ি এবং কলারের সাথে যোগাযোগ করে উদ্ধার তৎপরতার আপডেট নিতে শুরু করেন।
সংবাদ পেয়ে রাঙ্গামাটি সদর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর জনাব রাসেল মিয়া এবং এ.এস.আই নাজমুল সহ একটি দল উদ্ধার অভিযানে পরিচালনা করেন। দুপুর দেড়টা থেকে কয়েক ঘন্টা উদ্ধার তৎপরতা চালিয়ে বিশাল কচুরিপানার ঝাঁক ভেদ করে সন্ধ্যার দিকে পর্যটকদের নিরাপদে উদ্ধার করে পলওয়েল কটেজে পৌঁছে দেয়া হয়।
আরও পড়ুন: ৯৯৯ এ কল: নাফ নদী থেকে ৩৮ পর্যটক উদ্ধার
উল্লেখ্য, এর আগে গত ৭ সেপ্টেম্বর অপর একটি পর্যটক দল কাপ্তাই লেকে আটকে পড়ে ৯৯৯-এ ফোন করে সহায়তা পেয়েছিলেন।
৩ বছর আগে
৯৯৯ এ কল: নাফ নদী থেকে ৩৮ পর্যটক উদ্ধার
বাংলাদেশের অন্যতম জনপ্রিয় দ্বীপ সেন্টমার্টিনে যাওয়ার পথে নৌযান বিকল হয়ে পড়লে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর সহযোগিতায় উদ্ধার হলেন শিশুসহ ৩৮ পর্যটক। কক্সবাজারের নাফ নদীতে ভাসতে থাকা বিকল নৌযানের এক পর্যটকের ফোন কলে বিকল নৌযান মেরামত করে পর্যটদের নিরাপদে সেন্ট মার্টিন যাওয়ার ব্যবস্থা করে দেয় কক্সবাজারের টেকনাফ থানা পুলিশ।
জানা যায়, শুক্রবার বিকেল সাড়ে ৩ টায় ৯৯৯ কলটেকার কনষ্টেবল রাজু আহমেদ একটি কল রিসিভ করেন। আকবর হোসেন নামে একজন কলার কক্সবাজারের টেকনাফ থানাধীন নাফ নদী থেকে ফোন করে জানান, তারা ১২ জন নারী ও ২ শিশু সহ মোট ৩৮ জন পর্যটক টেকনাফ থেকে সেন্টমার্টিনের উদ্দেশ্যে একটি ইঞ্জিনচালিত নৌযান (ট্রলার) যোগে যাত্রা করেছিলেন। পর্যটকদের মধ্যে ঢাকা, কুমিল্লা, রাজশাহীর এবং স্থানীয় কিছু পর্যটক ছিলেন।
যাত্রার কিছুক্ষণ পর তাদের নৌযানের ইঞ্জিন বিকল হয়ে যায়। অনেক চেষ্টা করেও নৌযানের চালক ইঞ্জিন ঠিক করতে পারেনি। শেষে কোন উপায় না পেয়ে তিনি ৯৯৯ নম্বরে ফোন করে তাদের উদ্ধারের ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান।
আরও পড়ুন: ৯৯৯-এ কল, চলন্ত ট্রাকে ‘ধর্ষণের শিকার’ প্রতিবন্ধী তরুণী উদ্ধার
৯৯৯ থেকে তাৎক্ষণিকভাবে বিষয়টি টেকনাফ থানা পুলিশ এবং নৌ-পুলিশ নিয়ন্ত্রণ কক্ষে জানিয়ে উদ্ধারের ব্যবস্থা নেয়ার অনুরোধ জানানো হয়। ৯৯৯ ডিসপাচার এসআই (উপ-পরিদর্শক) শাহরিয়ার রুবেল এবং ৯৯৯ ডিউটি টিম সুপারভাইজার ইন্সপেক্টর (পরিদর্শক) জনাব নুর মোহাম্মদ বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট থানা পুলিশ এবং কলারের সাথে যোগাযোগ করে উদ্ধার তৎপরতার সমন্বয় কাজ পরিচালনা করেন।
৯৯৯ থেকে সংবাদ পেয়ে টেকনাফ থানা পুলিশের একটি উদ্ধারকারী দল একজন ইঞ্জিন মেরামতকারী মেকানিক সহ রওনা হয় তাদের উদ্ধার করতে।
আরও পড়ুন: ৯৯৯-এ অভিযোগ পেয়ে ২ ভুয়া পুলিশ আটক
পরে উদ্ধারকারী পুলিশ দলের এ.এস.আই (সহকারী উপ-পরিদর্শক) মিজান ৯৯৯ কে ফোনে জানান, তারা পর্যটকদের জন্য খাবার ও পানীয় নিয়ে গিয়েছিলেন এবং সকলে মাঝে বিতরণ করা হয়। এরপর মেকানিক ইঞ্জিন মেরামত করে দিলে পর্যটকদের নিয়ে ট্রলারটি সেন্টমার্টিনের উদ্দেশ্যে রওনা দেয় এবং নিরাপদে সেন্টমার্টিন পৌঁছে যায়।
৩ বছর আগে
জরুরি সেবা ৯৯৯: সমুদ্রে বিকল নৌযান থেকে উদ্ধার ১৫
জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে সমুদ্রে ভাসতে থাকা বিকল নৌযানের এক মৎস্যজীবীর ফোন কলে বঙ্গোপসাগর থেকে ১৫ জন মৎস্যজীবীকে উদ্ধার করেছে কোষ্টগার্ড। বিকল নৌযানটি ভাসানচরের কাছাকাছি ঠেঙ্গারচরের নিকটবর্তী জায়গায় বিকল হয়ে যায়।
জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য পাঠানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহষ্পতিবার বিকেল সাড়ে চারটায় ৯৯৯ নম্বরে ইব্রাহীম নামের একজন কলার ভাসানচরের কাছাকাছি বঙ্গোপসাগর থেকে ফোন করে জানান, তিনি সহ মোট পনের জন মৎস্যজীবী তিন দিন আগে আগষ্টের দশ তারিখ রাত বারোটার পরে একটি ফিশিং ট্রলার যোগে মাছ ধরার জন্য ভোলার চরফ্যাশন থেকে গভীর সমুদ্রে রওনা দিয়েছিলেন।
আরও পড়ুন: ৯৯৯-এ অভিযোগ পেয়ে ২ ভুয়া পুলিশ আটক
বুধবার দুপুরের দিকে তাদের নৌযানের ইঞ্জিন বিকল হয়ে যায়। অনেক চেষ্টা করেও তারা ইঞ্জিন ঠিক করতে পারেননি। মোবাইল ফোন নেটওয়ার্কের আওতার বাইরে থাকায় তারা কাউকে তাদের বিপদের কথা জানাতে পারেননি। এরপর তারা নিয়ন্ত্রণহীন সাগরে ভাসতে থাকেন।
একদিন বিকল নৌযানে সাগরে ভাসামান অবস্থায় বৃহস্পতিবার বিকেলে অবশেষে মোবাইল নেটওয়ার্কের আওতায় আসলে ইব্রাহীম ৯৯৯ নম্বরে ফোন করে তাদের উদ্ধারের ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান। কলার আরও জানান তারা এখন উপকূল থেকে গভীর সমুদ্রের আনুমানিক ত্রিশ থেকে চল্লিশ কি.মি. দূরত্বে আছেন।
আরও পড়ুন: ৯৯৯-এ কল, চলন্ত ট্রাকে ‘ধর্ষণের শিকার’ প্রতিবন্ধী তরুণী উদ্ধার
৯৯৯ থেকে তাৎক্ষণিকভাবে বিষয়টি কোষ্টগার্ড নিয়ন্ত্রণ কক্ষে জানিয়ে উদ্ধারের ব্যবস্থা নেয়ার অনুরোধ জানানো হয়।
৯৯৯ থেকে সংবাদ পেয়ে ভাসান চর থেকে কোষ্টগার্ডের একটি উদ্ধারকারী দল রওনা হয় সমুদ্রে বিকল নৌযান চিহ্নিত করার জন্য। অবশেষে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কোষ্টগার্ড বিকল নৌযানটিকে খুঁজে পায় এবং বিকল নৌযানটি সহ পনের জন জেলেকে উদ্ধার করে নিরাপদে ভাসানচরে নিয়ে আসা হয়েছে।
৩ বছর আগে