রাজশাহী, ২৯ সেপ্টেম্বর (ইউএনবি)- নাটোর-রাজশাহী রুটে সকল ধরনের বাস চলাচল বন্ধ রেখেছে পরিবহন শ্রমিকরা। এতে চরম ভোগান্তিতে পড়েছে ওই রুটের সাধারণ যাত্রীরা।
রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুলের দাবি, রবিবার বিকালে খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজশাহী বিভাগীয় সমাবেশ উপলক্ষে এই প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে।
তবে এ অভিযোগ অস্বীকার করে পরিবহন শ্রমিকরা বলছেন, সকাল থেকে বৃষ্টির কারণে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।
হঠাৎ বাস বন্ধের বিষয়ে জানতে চাইলে রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কোনো নেতা কথা বলতে চাননি।
ইউনিয়নের সাবেক সভাপতি কামাল হোসেন রবি বলেন, বৃষ্টির কারণে যাত্রী কম, খালি গাড়ি চালাতে হচ্ছে। তাই সকাল থেকে বাস বন্ধ করা হয়েছে। তবে ঢাকা রুটে বাস চলাচল করছে।
তবে বৃষ্টির কারণে এর আগে কখনই রাজশাহীতে বাস চলাচল বন্ধ করা হয়নি বলে জানিয়েছেন পরিবহন শ্রমিক ইউনিয়নের একাধিক নেতা।