রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় দুই সাঁওতাল কৃষকের মৃত্যুর ঘটনায় ময়নাতদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, কীটনাশক পানেই তাদের মৃত্যু হয়েছে।
রাজশাহী মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান ডা.কফিল উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন। শনিবার তদন্ত প্রতিবেদন হস্তান্তরও করা হয়েছে বলে জানান তিনি।
ফরেনসিক বিভাগের প্রধান ডা. কফিল উদ্দিন বলেন,‘আমরা মৃতের শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের নমুনা সংগ্রহ করেছিলাম।ভিসেরা রিপোর্ট অনুযায়ী মৃত দুজনের শরীরে কিটনাশক পাওয়া গেছে। পরীক্ষায় আমরা অর্গানো ফসফরাস যৌগ নামে এক ধরনের কিটনাশক পাই।এই বিষপানেই তাদের মৃত্যু হয়েছে বলে আমরা চূড়ান্ত প্রতিবেদন দিয়েছি।
আরও পড়ুন: জমিতে পানি না পেয়ে বিষপানে সাঁওতাল কৃষকের আত্মহত্যা!
মামলার তদন্ত কর্মকর্তা এসআই মাহফুজুর রহমান জানিয়েছেন, তদন্ত প্রতিবেদন পাওয়ার পরই মামলা কোন দিকে যাবে তা নিশ্চিত করে বলা যাবে। প্রতিবেদন যেহেতু হাতে আসছে এর পর মামলায় গতি পাবে বলেও মনে করেন তিনি।
উল্লেখ্য গোদাগাড়ীর দু’জন আদিবাসি কৃষক অসুস্থ হন ২৩ মার্চ সন্ধ্যায়। তারা নিজেরাই পরিবারের সদস্যদের জানান তারা বিষ খেয়েছেন। এর মধ্যে অভিনাথ মারান্ডি (৩৬) নামে একজন ঐ রাতেই বাড়িতে মারা যান। আর রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৫ মার্চ মারা যান তার চাচাতো ভাই রবি মারান্ডি (২৭)।
অভিনাথ ও রবির পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, অনেক ঘুরেও গভীর নলকূপ থেকে সেচের পানি পাচ্ছিলেন না তারা। তাই ক্ষোভে ওই নলকূপের সামনেই দুজনে বিষ পান করেন।
আরও পড়ুন: রাজশাহীতে লোডশেডিংয়ের প্রতিবাদে বিদ্যুৎ অফিসে ঘেরাও, ২ কৃষক আটক