বেনাপোল বন্দরের উপপরিচালক (ট্রাফিক) আব্দুল জলিল জানান, চার দিন ছুটির পর মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত ৯৫ ট্রাক মালামাল বেনাপোল বন্দর দিয়ে আমদানি হয়েছে। আরও বাংলাদেশ থেকে ভারতে ২৫ ট্রাক পণ্য রপ্তানি হয়েছে। বন্ধের কারণে আটকে থাকা পণ্য যাতে ব্যবসায়ীরা দ্রুত খালাস নিতে পারেন সেজন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, গত ২৩ অক্টোবর সাপ্তাহিক ছুটি ও সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা উপলক্ষে চারদিন বেনাপোল ও পেট্রাপোল বন্দরের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ ছিল। এর কারণে সরকারকে মোটা অংকের রাজস্ব আয় থেকে বঞ্চিত হতে হয়। কাস্টমস হাউসে প্রতিদিন ২০ কোটি টাকারও বেশি রাজম্ব আয় হয়।
এ বিষয়ে বেনাপোল কাস্টমস কমিশনার মো. আজিজুর রহমান জানান, রাজস্ব আয়ের ক্ষতি পুষিয়ে নিতে সকল কর্মকর্তাদের দ্রুত কাজ করার নির্দেশনা দেয়া হয়েছে।
প্রতিবছর বেনাপোল বন্দর থেকে সরকারের প্রায় ৬ হাজার কোটি টাকার রাজস্ব আয় হয়। আমদানি-রপ্তানি বাণিজ্যের সাথে সম্পৃক্ত এ বন্দরে কাস্টমস, বন্দর, সিঅ্যান্ডএফ এজেন্টস ও ট্রান্সপোর্টসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রায় ১০ হাজার মানুষের কর্মসংস্থান রয়েছে।