সারাদেশ
ঠাকুরগাঁও সীমান্তে ৪ বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সীমান্তে ভারতের অভ্যন্তরে চার বাংলাদেশি নাগরিককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বুধবার (৭ মে) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার জগদল সীমান্তের প্রায় ২০০ গজ ভারতের অভ্যন্তর থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন— বালিয়াডাঙ্গী উপজেলার বেলপুকুর গ্রামের মিস্টার (৩২), মোড়লহাট জিয়াবাড়ী এলাকার হামিদুল ইসলাম (৩১) ও একই এলাকার শামীম (২৪)। বাকি একজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।
তারা বেশ কিছুদিন আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
স্থানীয় ও বিজিবির ঠাকুরগাঁও ৫০ ব্যাটালিয়নের জগদল বিওপি সূত্রে জানা যায়, রাণীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়নের জগদল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় ভারতের ১৮৪ বিএসএফ ব্যাটালিয়নের মুকেশ ক্যাম্পের একটি টহলদল চার বাংলাদেশিকে আটক করে ভারতের সীমান্ত রক্ষীবাহিনীর টিমগাঁও বিএসএফ ক্যাম্পে নিয়ে যায়।
আরও পড়ুন: মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
রাণীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান বলেন, ‘আটকের খবর পাওয়ার পর তিনি এলাকায় খোঁজখবর নিয়েছেন। তবে স্থানীয় কেউ আটকদের পরিচয় নিশ্চিত করেনি। তবে এটি নিশ্চিত যে, চারজন বাংলাদেশি নাগরিক বিএসএফের হাতে আটক হয়েছেন।’
এ বিষয়ে ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লেফটেলেন্ট কর্নেল তানজীর আহমেদ বলেন, ‘আটক যুবকরা ভারত থেকে কাটাতারের বেড়া ডিঙিয়ে বাংলাদেশে ফেরার চেষ্টাকালে বিএসএফ তাদের আটক করে।’
তিনি বলেন, ‘আমরা বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের জন্য চিঠি দিয়েছি। বিকালে বৈঠক হবে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যাতে তাদের ফিরিয়ে আনা যায়।’
২৩৬ দিন আগে
চট্টগ্রামে ক্যাম্পের অফিসে র্যাব কর্মকর্তার আত্মহত্যা
চট্টগ্রামের র্যাব-৭ এর বহদ্দারহাট ক্যাম্পের অফিস কক্ষে র্যাব কর্মকর্তা নিজের আগ্নেয়াস্ত্র দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। বুধবার(৭ মে) সকালে এই ঘটনা ঘটেছে।
নিহত পলাশ সাহা সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার কর্মকর্তা। তিনি র্যাব-৭ ব্যাটালিয়নের অধীনে বহদ্দারহাট ক্যাম্পে কর্মরত ছিলেন।
র্যাব সূত্র জানায়, সকাল সাড়ে ১০টার দিকে এএসপি পলাশ যখন অভিযানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন ঘটনাটি ঘটে। তিনি তার কাছে থাকা আগ্নেয়াস্ত্রটি নিয়ে তার অফিস কক্ষে প্রবেশ করেন।
আরও পড়ুন: জবি শিক্ষার্থীর আত্মহত্যা: প্ররোচনার অভিযোগে প্রেমিক গ্রেপ্তার
র্যাব-৭ এআরএমের সিনিয়র এএসপি (মিডিয়া) মোজাফফর হোসাইন জানান, কক্ষে প্রবেশের কিছুক্ষণ পরে র্যাব সদস্যরা গুলির শব্দ শুনতে পান এবং তাকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পান। তার সার্ভিস পিস্তলটি মেঝেতে পাওয়া যায় এবং টেবিলে একটি সুইসাইড নোট পাওয়া যায়।
তাকে তাৎক্ষণিকভাবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ময়নাতদন্তের পর আরও বিস্তারিত জানা যাবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
২৩৬ দিন আগে
ভিসি অপসারণের দাবিতে টানা তৃতীয় দিন ববি শিক্ষার্থীদের বিক্ষোভ
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য (ভিসি) ড. শুচিতা শরমিনের অপসারণ দাবিতে টানা তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।
বুধবার (৭ মে) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ শুরু করেন তারা। কর্মসূচিতে বিভিন্ন প্রতিবাদী গানের পাশাপাশি ভিসি-বিরোধী বক্তব্য দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের ২২ দফা দাবি পূরণে ব্যর্থতা, চিকিৎসার অভাবে মারা যাওয়া শিক্ষার্থীকে অর্থ সহায়তা না দেওয়া, ক্যাম্পাসে ফ্যাসিবাদের দোসরদের লালন, শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলাসহ বিভিন্ন উন্নয়নখাতে দুর্নীতির অভিযোগে ভিসির অপসারণ দাবি তুলেছেন আন্দোলনকারীরা।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের সবচেয়ে নিকৃষ্টতম এই উপাচার্যের অপসারণ না হওয়া পর্যন্ত আন্দালন চলবে।
আরও পড়ুন: ভিসির পদত্যাগ দাবিতে আন্দোলনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
দাবি না মানা হলে ভিসির বাসভবনে তালা দেওয়াসহ বিদুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং রাজধানীর সঙ্গে পুরো দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়ারও হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।
এর আগে, সোমবার (৫ মে) ভিসি ড. শুচিতা শরমিনের পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলনে নামেন ববির শিক্ষার্থীরা।
সে সময় তারা জানান, আগে ২২ দফা দাবিতে আন্দোলন করলেও উপাচার্য তা মানেননি। বরং আন্দোলনকারীদের বিরুদ্ধেই মামলা দিয়ে দমন-পীড়নের চেষ্টা করেছেন। এ কারণে বর্তমানে ভিসির অপসারণই তাদের একমাত্র দাবি।
২৩৬ দিন আগে
দক্ষিণ আফ্রিকায় ডাকাতদের গুলিতে নিহত এক বাংলাদেশি
দক্ষিণ আফ্রিকায় ডাকাতদের গুলিতে রবিউল ইসলাম রণি নামে এক প্রবাসি বাংলাদেশি নিহত হয়েছেন।
সোমবার (৫ মে) বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টার দিকে তাকে গুলি করে হত্যা করা হয়।
নিহত রণি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মনোহরপুর ইউনিয়নের বিষ্ণুদিয়া গ্রামের গোলজার মোল্লার ছেলে।
নিহতের আত্মীয় তানভীর হোসেন আদনান জানান, ঘটনার সময় একটি ব্যাংকের পাশ দিয়ে যাচ্ছিলেন রণি। এ সময় নিকটস্থ একটি ব্যাংক ডাকাতি করে এলোপাথাড়ী গুলি ছোড়ে ডাকাতদল। এতে গুলিবিদ্ধ হয়ে তিনি নিহত হন।
আরও পড়ুন: বারবার ডাকলেও আসেননি ডাক্তার, অবশেষে বৃদ্ধের মৃত্যু
পারিবারিক সুত্রে জানা যায়, রবিউল ইসলাম রণি দীর্ঘ ২২ বছর সপরিবারে দক্ষিণ আফ্রিকায় বসবাস করছেন। সেখানে তার ব্যবসাও আছে। আগামী বৃহস্পতিবার (৮ মে) রণির মরদেহ দেশে আসতে পারে।
আজ (বুধবার) সকালে এ বিষয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খানের কাছে জানতে চাইলে তিনি বলেন, ডাকাতদের গুলিতে প্রবাসে কেউ নিহত হয়েছেন এমন কোন খবর তার কাছে নেই। এ বিষয়ে বৈদেশিক মন্ত্রণালয় থেকে কোনো ম্যাসেজও পাওয়া যায়নি বলে জানান ওসি।
২৩৬ দিন আগে
ফেনীতে ছাত্রদল নেতার হামলায় সমন্বয়কসহ আহত ৩
ফেনীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নারী প্রতিনিধিসহ দুই সাবেক সমন্বয়কের ওপর হামলার অভিযোগ উঠেছে ফেনী কলেজের বহিষ্কৃত ছাত্রদল নেতা জিল্লুর রহমানের বিরুদ্ধে।
মঙ্গলবার (৬ এপ্রিল) রাতে ফেনী সদর হাসপাতাল মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন— সাবেক সমন্বয়ক আবদুল্লাহ আল মাহফুজ, সাবেক সহ-সমন্বয়ক সালমান হোসেন ও প্রতিনিধি নাদিয়া আক্তার খুশি।
এদের মধ্যে মাহফুজ ফেনী শহরের আরামবাগ এলাকার আবদুল মান্নানের ছেলে ও সালমান সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের বিজয় সিংহ এলাকার বশির আহম্মদের ছেলে এবং নাদিয়া সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের আবুল কালামের মেয়ে।
অভিযুক্ত জিল্লুর জেলা ছাত্রদলের সহ-সম্পাদক ও ফেনী কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্বে ছিলেন। বিতর্কিত কর্মকাণ্ডের জন্য গত ৪ মে তার সাংগঠনিক পদ স্থগিত করা হয়।
হামলার শিকার মাহফুজ বলেন, ‘আমরা তিনজন ফেনী জেনারেল হাসপাতালে এক রোগীকে দেখতে গিয়েছিলাম। সেখান থেকে বের হলে কলেজের কিছু বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টকে কেন্দ্র করে নাদিয়াকে অকথ্য ভাষায় গালি দিতে শুরু করে জিল্লুর।
আরও পড়ুন: পতেঙ্গায় নারী ও শিশুসহ ৩৫ রোহিঙ্গা আটক
তার ভাষ্যে, ‘নাদিয়াকে গালি দিতে নিষেধ করায় তেড়ে আসে জিল্লুর। পরে সহযোগীদের নিয়ে চাপাতি ও অস্ত্র দিয়ে আমাদের ওপর অতর্কিত হামলা করে। আমি এ ঘটনার বিচার দাবি করছি।’
তিনি বলেন, তখন আমরা শান্তভাবে তাকে গালি দিতে নিষেধ করি। এতে তিনি তেড়ে এসে বলে, তোর এত স্পর্ধা। এরপর জিল্লু ও তার সহযোগীরা চাপাতি ও অস্ত্র দিয়ে আমাদের ওপর অতর্কিত হামলা করে। আমি এ ঘটনার বিচার দাবি করছি।
এ ঘটনার পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দপ্তর সম্পাদক সালেহ উদ্দিন সিফাত সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বলেন, ‘কয়েকদিন আগে হামলাকারী ছাত্রদল নেতা জিল্লুরের বিরুদ্ধে চাঁদাবাজির খবর প্রকাশের পর ওই সাংবাদিককে হত্যা হুমকি দিয়েছিল। এরপরও এই অভিযুক্ত ছাত্রদল নেতার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি। উল্টো তার পক্ষে বিভিন্ন নেতাকে কথা বলতে দেখা গেছে। কি দৈব ক্ষমতা তার।’
সিফাত আরও বলেন, ‘ফেনীর প্রশাসন এবং কেন্দ্রীয় ছাত্রদল এ ব্যাপারে কী পদক্ষেপ নেয় আমরা দেখতে চাই। পুরোনো সহিংসতার সংস্কৃতি আমরা আর ফিরতে দেব না।’
অবিলম্বে হামলাকারীকে আইনের আওতায় আনার আহ্বান জানান সিফাত।
এদিকে, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন বলেন, ‘ইতোমধ্যে একটি অভিযোগের ভিত্তিতে জিল্লুরের পদ স্থগিত করা হয়েছে। এবারও যদি এমন কোনো ঘটনা ঘটে তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এদিকে হামলার প্রতিবাদে ও জড়িতদের আইনের আওতায় আনার দাবিতে মঙ্গলবার রাতে শহরের ট্রাংক রোডে বিক্ষোভ মিছিল করেছে ফেনী জেলা বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা।
আরও পড়ুন: ফেনীতে অবৈধভাবে বালু উত্তোলন, ৩২ জনের বিরুদ্ধে মামলা
এ ব্যাপারে ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান বলেন, এ ঘটনায় ভুক্তভোগীরা থানায় একটি অভিযোগ দিয়েছেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ব্যাপারে জানতে অভিযুক্ত জিল্লুর রহমানকে একাধিকবার কল করা হলেও তার ব্যবহৃত মোবাইল নাম্বারটি বন্ধ পাওয়া যায়।
প্রসঙ্গত, সম্প্রতি স্থানীয় পত্রিকা দৈনিক ফেনীর সময়ে জিল্লুরের চাঁদাবাজি সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হলে গত ২৮ এপ্রিল ওই পত্রিকার প্রধান প্রতিবেদক আরিফ আজমকে তিনি হত্যার হুমকি দেন। এ ঘটনার প্রেক্ষিতে ৪ মে জিল্লুরের সব সাংগঠনিক পদ স্থগিত করে জেলা ছাত্রদল।
২৩৬ দিন আগে
কুমিল্লায় পাওনা টাকা চাওয়ায় ভ্যানচালককে পিটিয়ে-চোখ উপড়ে হত্যা
কুমিল্লার দেবিদ্বারে পাওনা টাকা চাওয়ায় এক ভ্যানচালককে পিটিয়ে ও চোখ উপড়ে ফেলে হত্যা অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত রাসেল পলাতক রয়েছে।
মঙ্গলবার (৬ মে) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ভানী ইউনিয়নের ত্রিবিদ্যা গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত শফিউল্লাহ (৩৮) উপজেলার ভানী গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দীনের ছেলে। অভিযুক্ত রাসেল একই উপজেলার ভানী ইউনিয়নের আন্দিরপার গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা সূত্রে জানা যায়, রাসেল ও শফিউল্লাহর মধ্যে দীর্ঘদিনের পরিচয়ের সুবাদে তারা একে অপরের মধ্যে টাকা লেনদেন করতেন। এক পর্যায়ে রাসেল নিহত শফিউল্লাহর কাছ থেকে ৪৫ হাজার টাকা ধার নেন। পরে টাকা পরিশোধের জন্য চাপ দেন শফিউল্লাহ।ৎ
আরেও পড়ুন: কক্সবাজারে যুবককে পিটিয়ে হত্যা: এনসিপি নেতাসহ ৩ জন কারাগারে
মঙ্গলবার বিকালে টাকা দেওয়ার কথা বলে শফিউল্লাহকে তার গ্যারেজে খবর দিয়ে নিয়ে আসেন। এ সময় দুই জনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরে রাসেল তার গ্যারেজে থাকা লোহা দিয়ে শফিউল্লাহকে পিটিয়ে হত্যার পর ড্রিল মেশিন দিয়ে চোখ উপড়ে ফেলে মৃতদেহ দোকানে ফেলে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ ঘটনায় অভিযুক্ত রাসেলের দৃষ্টান্তমূলক বিচার চেয়েছেন নিহতের স্ত্রী তাসলিমা বেগম।
এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছামছুদ্দিন মোহাম্মদ ইলিয়াস বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
অভিযুক্ত রাসেলকে গ্রেপ্তার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
২৩৬ দিন আগে
যশোরে আসামি ধরতে গিয়ে হামলার শিকার ওসিসহ ৭ পুলিশ সদস্য
যশোরের চৌগাছায় আসামি ধরতে গিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেনসহ পুলিশের সাত সদস্য হামলার শিকার হয়েছেন। এরমধ্যে সহকারী উপপরিদর্শক (এএসআই) লাবলুর রহমানকে আহত অবস্থায় চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্য আহত ছয় পুলিশ সদস্য প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
মঙ্গলবার (৬ মে) সন্ধ্যার দিকে উপজেলার মাকাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহত অন্যান্য পুলিশ সদস্যরা হলেন— এএসআই মিরাজুল ইসলাম, কনস্টেবল ভিক্টর ঘোষ, রবিউল ইসলাম, সুলতান আহমেদ ও মেহেদী হাসান।
পুলিশ সূত্রে জানা যায়, নিয়মিত মামলার আসামি মাকাপুর গ্রামের সাজেদুর রহমানের ছেলে সিয়াম (২৩) কে গ্রেপ্তারে উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান মারুফ ও এসআই উত্তমের নেতৃত্বে পুলিশ সদস্যরা অভিযানে যান। সেখান থেকে সিয়ামকে গ্রেপ্তার করেন। এ সময় স্থানীয় কয়েকজন আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন এবং পুলিশের ওপর চড়াও হন তারা। খবর পেয়ে ওসি আনোয়ার হোসেন পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান। এরপর আসামিকে নিয়ে ফেরার পথে আবারও ওসিসহ পুলিশ সদস্যদের ওপর হামলা হয়। এতে ওসিসহ সাতজন আহত হন।
আরও পড়ুন: শেখ হেলাল-তন্ময়ের বিরুদ্ধে ২০০ কোটি টাকার চাঁদাবাজির মামলা
চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আনোয়ারুল আবেদীন জানান, ওসির চোখে ও আরেক সদস্যের মাথায় আঘাত রয়েছে। আহত ছয়জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে, তবে এএসআই লাবলুর রহমান হাসপাতালে ভর্তি আছেন।
এ বিষয়ে, চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন বলেন, আসামি সিয়ামকে আটক করা হয়েছে। তাকে গ্রেপ্তারে সময় হামলার ঘটনা ঘটেছে। সরকারি কাজে বাধা ও পুলিশের উপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
২৩৬ দিন আগে
মায়ের কোল থেকে মেয়েকে ছিনিয়ে নিয়ে বিক্রির অভিযোগ বাবার বিরুদ্ধে
ফরিদপুরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে নির্যাতন করে মৌখিকভাবে তালাক দেওয়ার পর ৮ মাসের শিশু মেয়েকে ছিনিয়ে নিয়ে দেড় লাখ টাকায় বিক্রি করার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে।
এ ঘটনা ঘটেছে ফরিদপুরের নগরকান্দা উপজেলার ফুলসূতী ইউনিয়নের রামপাশা গ্রামে। মেয়েকে ফিরে পেতে থানা পুলিশ থেকে শুরু করে আদালতে দ্বারস্থ হয়েছেন মা পপি বেগম। আদালত পুলিশকে নির্দেশ দিলেও শিশুটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ।
গত বছরের ৯ ডিসেম্বর শিশুটিকে ফিরে পেতে ফরিদপুরের এক নম্বর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে একটি মামলা দায়ের করেছেন শিশুর মা পপি বেগম।
ওই মামলায় স্বামী কাইয়ুম বিশ্বাস (৪০), তার তিন বোন মিতা আক্তার, বুলি বেগম, সাগরী আক্তারসহ পাঁচজনকে অভিযুক্ত করেছেন শিশুটির মা।
মামলার পরিপ্রেক্ষিতে আদালত গত ১৯ ফেব্রুয়ারি এক আদেশে শিশুটিকে উদ্ধারের জন্য প্রতিবেদনসহ নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর সার্চ ওয়ারেন্ট ইস্যু করেন।
মঙ্গলবার (৬ মে) নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ সফর আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আদালত আমাদের কাছে প্রতিবেদন চেয়েছে, সে অনুযায়ী কাজ চলছে। কিন্তু অভিযোগে বাচ্চাটি বিক্রির যে ঠিকানা দেয়া হয়েছে, সেখানে তাকে খুঁজে পাওয়া যায়নি। শিশুটিকে খুঁজে পেলে আদালতে পাঠিয়ে দেয়া হবে। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী মা অথবা বাবার কাছে ওই শিশুটিকে পাঠিয়ে দেয়া হবে।
আরও পড়ুন: গাজীপুরে ট্রাকচাপায় নারী শ্রমিক নিহত, মহাসড়ক অবরোধ
স্থানীয় সূত্রে জানা যায়, তিন বছর আগে মুকসুদপুর উপজেলার বোয়ালিয়া গ্রামের হান্নান সরদারের মেয়ে পপি বেগমের সঙ্গে পার্শ্ববর্তী নগরকান্দা উপজেলার ফুলসুতি ইউনিয়নের রামপাশা গ্রামের মানিক বিশ্বাসের ছেলে কাইয়ুম বিশ্বাসের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকে পারিবারিক কলহ লেগেই থাকতো। এরইমধ্যে তাদের একটি মেয়ে শিশুর জন্ম হয়। পরবর্তীতে গত পাঁচ মাস আগে কলহের জের ধরে তাদের তালাক হয়।
ভুক্তভোগী পপি বেগম জানান, তালাকের সময় জোর করে তার শিশু তানহাকে কোল থেকে কেড়ে নিয়ে যান স্বামী। পরে তার স্বামী ওই শিশুকে একই উপজেলার শাখরাইল গ্রামের কুবাদ শেখের মেয়ে কহিনুর বেগমের কাছে দেড় লাখ টাকায় বিক্রি করেন। আর এই বিক্রির মধ্যস্থতা করেন নগরকান্দার দলিল লেখক আলমগীর তালুকদার।
পপি বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার বাচ্চাডারে দেখবার জন্য রাতে ঘুম হয় না, খাবার পারি না। আমার কলিজাডা শুকায় গেছে। যার কাছে মেয়েকে বিক্রি করা হয়েছে তার মায়ের পা পর্যন্ত জড়ায় ধরছি, তবুও দেখতে দেয় নাই।’
ঘটনাটি নিয়ে কাইয়ুম বিশ্বাসের বোন মিতা আক্তারের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার কল করলে অপর একজন রিসিভ করে মিতার স্বামী পরিচয় দেন এবং ব্যস্ত আছেন বলে কেটে দেন।
এ দিকে শিশুটির বাবা কাইয়ুম বিশ্বাসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া সম্ভব হয়নি।
আরও পড়ুন: রূপগঞ্জে টেক্সটাইল মিলে বিস্ফোরণে দগ্ধ ২ জনের মৃত্যু
২৩৬ দিন আগে
পালিয়ে গিয়ে কিশোরীর বিয়ে, উদ্ধারে গিয়ে আহত ৩ পুলিশ
প্রেমের টানে যশোর থেকে পালিয়ে বিয়ে করা ১৪ বছরের এক কিশোরীকে উদ্ধার করতে গিয়ে মারধরের শিকার হয়েছেন তিন পুলিশ সদস্য।
সোমবার (৫ মে) বিকালে ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার বাকুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন— যশোর কোতোয়ালি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) তাপস কুমার পাল, কনেস্টবল রাবেয়া খাতুন ও ফারজানা খাতুন।
স্থানীয়রা জানান, সম্প্রতি বাকুলিয়া গ্রামের সুজন হোসেন যশোর থেকে অপ্রাপ্তবয়স্ক এক মেয়েকে নিয়ে এসে পরিবারের অমতে বিয়ে করে। এ ঘটনায় মেয়ের পরিবার অভিযোগ দায়ের করেন।
এরপর যশোর থানার পুলিশ অভিযোগের ভিত্তিতে সোমবার দুপুরের পর কালীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় মেয়েটিকে উদ্ধারে ওই গ্রামে যায়। বাকুলিয়া গ্রামের ইমাদুলের বাড়িতে গিয়ে ওই কিশোরীকে উদ্ধার করে নিয়ে আসার সময় স্থানীয় কয়েকজন নারী-পুরুষ পুলিশের ওপর হামলা করে। এ সময় তারা পুলিশের কাছ থেকে কিশোরীকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
পরে খবর পেয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে। তাদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
আরও পড়ুন: হকার জুবায়ের হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন দুজনের
এ সময় ওই কিশোরীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে ওসি মো. শহিদুল ইসলাম।
রাবেয়া খাতুন বলেন, ‘আমরা ঘটনাস্থলে গিয়ে কিশোরীকে উদ্ধার করে নিয়ে আসার সময় ৬ থেকে ৭ জন আমাকে বলে হাত ছেড়ে দাও। হাত না ছাড়ায় আমাকে ও আমার সঙ্গে থাকা নারী কনেস্টবলকে মারপিট শুরু করে। তারা আমাদের বেধড়ক মারপিট করে।’
যশোর কোতোয়ালি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাতকে ফোন করলে তিনি বলেন, ‘কালীগঞ্জ থানার ওসির সঙ্গে যোগাযোগ করেন। আমি কিছুই বলতে পারব না।’
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, যশোর কোতোয়ালি থানার পুলিশ কালীগঞ্জ থানার সহযোগিতায় বাকুলিয়া গ্রামের অপ্রাপ্ত বয়স্ক মেয়েটিকে উদ্ধারে গেলে হামলার শিকার হয়। আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোর পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন আইনগত ব্যবস্থা যশোর থানা নেবে বলে জানান ওসি।
২৩৬ দিন আগে
নতুন রাজনৈতিক দল ‘বাংলাদেশ স্বরাজ পার্টি’র আত্মপ্রকাশ
দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ স্বরাজ পার্টি (বিএসপি)।
মঙ্গলবার (৬ মে) দুপুরে সিলেট জেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের নেতারা দলটির লক্ষ্য, উদ্দেশ্য এবং গঠনের পেছনের প্রেক্ষাপট তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিএসপির সিলেট বিভাগের সভাপতি মাসুদুর রহমান চৌধুরী (মসুদ মিয়া) বলেন, ‘বাংলাদেশ স্বরাজ পার্টি’ শুধুমাত্র আরেকটি নতুন দল নয়, বরং এটি একটি আধুনিক, সময়োপযোগী ও মূল্যবোধভিত্তিক রাজনৈতিক চেতনার বহিঃপ্রকাশ। বর্তমানে দেশের রাজনীতি পুরনো ও জরাজীর্ণ কাঠামোর বেড়াজালে আবদ্ধ। প্রচলিত দলগুলোর ব্যর্থতার কারণে দেশ আজ রাজনৈতিক দিকনির্দেশনা, নীতি ও আদর্শহীনতায় ভুগছে।
বিএসপি নেতা মসুদ মিয়া বলেন, ‘মানুষ অনেক সময় তার স্বপ্নের চেয়েও বড় হয়। আমাদের স্বপ্ন সীমিত হলেও, আমাদের দৃষ্টিভঙ্গি উন্নত, লক্ষ্য সুদূরপ্রসারী। আমরা চাই বাংলাদেশ হোক পৃথিবীর বুকে অনন্য এক রাষ্ট্র।’
তিনি বলেন, রাজনৈতিক ও সামাজিকভাবে বাংলাদেশের বর্তমান চিত্র অত্যন্ত নৈরাজ্যপূর্ণ। একদিকে অর্থনৈতিক বৈষম্য, অন্যদিকে আদর্শিক বিভাজন জাতিকে দুর্বল করে তুলছে। এ অবস্থায় জাতীয় ঐক্য এবং সুশাসনের বিকল্প নেই। গণতন্ত্রের চর্চা হাজার বছরের পুরোনো হলেও, আজো তা অনেক ক্ষেত্রে অপূর্ণ থেকে গেছে। জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে একটি নতুন রাজনৈতিক চিন্তার দল গঠনের প্রয়োজন ছিল বলেই ‘বাংলাদেশ স্বরাজ পার্টি’র আত্মপ্রকাশ। দেশের দীর্ঘদিনের বঞ্চনা, চাপা ক্ষোভ ও নাগরিক অধিকার হরণ—এসব কষ্টেরই প্রতিফলন হচ্ছে বিএসপির আত্মপ্রকাশ।
আরও পড়ুন: ‘গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ মঞ্চ’ প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ
সংবাদ সম্মেলনে বিএসপি’র প্রতিষ্ঠাতা আহ্বায়ক গিয়াস উদ্দিন আহমদ বলেন, নতুন রাজনৈতিক আদর্শ ও ভবিষ্যতের জন্য একটি রূপরেখা তৈরির লক্ষ্যেই তারা দেশের মানুষকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চান। দেশের সকল শ্রেণি-পেশার মানুষকে এই নতুন রাজনৈতিক আন্দোলনে যুক্ত হয়ে একটি উন্নত, ন্যায্য ও মানবিক বাংলাদেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএসপির সিলেট জেলার সভাপতি হারুন রাজা চৌধুরী, সিলেট বিভাগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী তোফায়েল আজম, সিলেট জেলার যুগ্ম সাধারণ সম্পাদক নির্মল চদ্ৰ ধর, সিলেট জেলার সহ-সাংগঠনিক সম্পাদক দুধু মিয়া, সিলেট জেলার সদস্য বাবরু মিয়া, অশীল মিয়া, মো. বশির মিয়া, আরজু মিয়া, ফুরাই চন্দ্র দেবনাথ, সাজ্জাদ আলী, ফারুক মিয়া, মিনা বেগম চৌধুরী, মো. সানুর মিয়া, আনহার আলী প্রমুখ।
২৩৭ দিন আগে