সারাদেশ
ধান কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল শ্রমিকের
ধান কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারিয়েছেন মোহাম্মদ বেলাল হোসেন (৫০) নামে এক শ্রমিক। শনিবার (৩ মে) বিকালে ফেনীর ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের পশ্চিম দেবপুর গ্রামে ধানের মাঠে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বেলাল লক্ষ্মীপুর জেলার কমল নগর উপজেলার চরবসু বাদামতলী গ্রামের মৃত মোহাম্মদ উল্লাহর ছেলে।
আরও পড়ুন: কুমারখালীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু
পুলিশ ও স্থানীয়রা জানায়, বেলাল হোসেন দীর্ঘদিন যাবৎ ফেনীর ছাগলনাইয়া ও আশপাশে এলাকায় দিনমজুরের কাজ করতেন। শনিবার বেলাল হোসেন ফেনীর পশ্চিম দেবপুর গ্রামের মোহাম্মদ করিম হোসেনের জমিনে ধান কাটতে যায়৷ বিকালে হঠাৎ ওই এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত হতে থাকে। এ সময় বজ্রপাতে ধানের খেতে লুটিয়ে পড়েন। এক পর্যায়ে তাকে উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, বজ্রপাতে নিহত শ্রমিকের লাশ ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
২৪০ দিন আগে
খুবিতে শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল
শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনায় সংশ্লিষ্ট শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল, ক্যাম্পাসে প্রবেশাধিকার নিষিদ্ধ, স্নাতক ডিগ্রির সনদ বাতিলসহ মামলা করার সিদ্ধান্ত নিয়েছে খুলনা বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শনিবার(৩ মে) বিকালে অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়াসহ একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কমিটি আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার আগ পর্যন্ত ওই ছাত্রের স্নাতক ডিগ্রির সনদপত্র স্থগিত থাকবে বলেও সিদ্ধান্ত হয়।
খুলনা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. রেজাউল করিম এসব সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, শুক্রবার(২ মে) রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাংলা বিভাগের ১৮ ব্যাচের শিক্ষার্থী আবদুল্লাহ নোমান সহকারী ছাত্র বিষয়ক পরিচালক হাসান মাহমুদ সাকির মাথায় ধাতব কোনো বস্তু দিয়ে সজোরে আঘাত করলে তিনি মাটিয়ে লুটিয়ে পড়েন এবং জ্ঞান হারান। এসময় আম চুরি করতে যাওয়া ছাত্ররা পালিয়ে যায়। পরে আহত শিক্ষককে গুরুতর আহতাবস্থায় হাসপাতালে নেওয়া হয়।
আরও পড়ুন: খুবি শিক্ষকের উপর ছাত্রের হামলা, প্রতিবাদে মধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভ
এদিকে, শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করার সংবাদ পেয়ে বিশ্ববিদ্যালয়ের সকল হল থেকে ছাত্ররা বেরিয়ে ক্যাম্পাসে মিছিল শুরু করেন। তারা অভিযুক্ত শিক্ষার্থীর বিচার দাবি করে ভিসির বাংলোর সামনে অবস্থান নেন। শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা অবস্থান থেকে সরবেন না বলে জানান। একই সঙ্গে ওই শিক্ষার্থীকে সাধারণ ছাত্রদের পক্ষ থেকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। রাত আড়াইটা পর্যন্ত ছাত্ররা বিক্ষোভ করেন।
উদ্ভুত পরিস্থিতিতে শনিবার(৩ মে) বিকাল তিনটায় জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। সভা থেকে বেরিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন ভিসি অধ্যাপক ড. রেজাউল করিম। এসময় প্রো ভিসি অধ্যাপক ড. হারুন অর রশিদ খানসহ অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।
ভিসি জানান, ২৩১তম জরুরি সিন্ডিকেট সভায় ঘটনার নিন্দা জানানোর পাশাপাশি উল্লিখিত সিদ্ধান্ত হয়। তাছাড়া ওই ছাত্রের বিরুদ্ধে হরিণটানা থানায় ফৌজদারি আইনে মামলা করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার বাদী হয়ে মামলা করবেন বলেও তিনি জানান।
এছাড়া ঘটনার তদন্তে গঠিত তিন সদসস্যের কমিটির প্রধান করা হয় অধ্যাপক ড. মো. ইমদাদুল হককে। কমিটির অপর দুই সদস্য হলেন অধ্যাপক ড. মো. খসরুল আলম ও অধ্যাপক ড. মো. আজমল হুদা।
২৪০ দিন আগে
পতেঙ্গায় নারী ও শিশুসহ ৩৫ রোহিঙ্গা আটক
চট্টগ্রামের পতেঙ্গা সাগরতীরবর্তী খেজুরতলা বেড়িবাঁধ এলাকা থেকে নারী ও শিশুসহ ৩৫ রোহিঙ্গাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার (৩ মে) দুপুরের দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা সবাই নোয়াখালীর ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা এবং অবৈধভাবে সেখান থেকে পালিয়ে চট্টগ্রামে আসে বলে জানিয়েছে র্যাব।
র্যাবের সিনিয়র সহকারী পরিচালক এ আর এম মুজাফফর হোসেন জানান, আটকদের মধ্যে ১৯ জন শিশু রয়েছে। তারা শুক্রবার রাতে দালালের সহায়তায় ক্যাম্প থেকে পালিয়ে চট্টগ্রাম শহরে প্রবেশ করে এবং পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় অবস্থান নেয়। পরে র্যাব তাদের পতেঙ্গা থানায় হস্তান্তর করে।
আরও পড়ুন: প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার
পালিয়ে আসা এক রোহিঙ্গা পুরুষ জানান, ভাসানচরের স্থানীয় দুই দালাল প্রত্যেকের কাছ থেকে দুই হাজার টাকা নিয়ে তাদের ক্যাম্প থেকে বের করে। এরপর রাত ১টার দিকে একটি নৌকায় করে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেয় তারা।
ভোরে পতেঙ্গায় পৌঁছানোর পর দালালরা তাদের ফেলে পালিয়ে যায়। তাদের পরিকল্পনা ছিল সড়কপথে কক্সবাজারের উখিয়ায় পৌঁছানো, তবে তার আগেই তারা ধরা পড়ে।
২৪০ দিন আগে
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আদায়ে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে: কায়কোবাদ
স্বৈরাচার সরকারকে যেভাবে জনগণ ঐক্যবদ্ধভাবে হটিয়েছেন, ঠিক সেভাবেই একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আদায়ে ঐক্যবদ্ধ হতে হবে বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।
উপদেষ্টাদের উদ্দেশে তিনি বলেন, ‘আওয়ামী লীগ আরও কিছুদিন ক্ষমতায় থাকলে প্রধান উপদেষ্টাকেও কারাগারের স্বাদ গ্ৰহণ করতে হত।’
শনিবার (৩ মে) বিকালে কুমিল্লার মুরাদনগর উপজেলার বাংগরা উমালোচন উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসমাবেশে বিএনপির তিনি এসব কথা বলেন।
কায়কোবাদ বলেন, ‘আপনাদের সংস্কারের প্রয়োজন নেই। সংস্কার প্রস্তাব রেখে নির্বাচন দিন। সংস্কার প্রস্তাব বাস্তবায়নে কাজ করবে গণতান্ত্রিক সরকার।’
কুমিল্লা মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জনের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া।
আরও পড়ুন: হেফাজতের ১২ দফা সনদ ঘোষণা, ২৩ মে সারা দেশে বিক্ষোভ
এসময় বক্তব্য দেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার, সদস্য সচিব তারেক মুন্সী, যুগ্ম আহ্বায়ক তৌফিক আহমেদ মীর, সাবেক মেজর মো. শাজাহান।
আরও বক্তব্য দেন মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া, কুমিল্লা উত্তর যুবদলের সাংগঠনিক সম্পাদক তৌহিদুর রহমান তৌহিদ, উপজেলা মহিলা দলের সভাপতি কাজী তাহমিনা আক্তার, মুরাদনগর উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল সামাদ, মুরাদনগর উপজেলা হিন্দু পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দয়ানন্দ ঠাকুর প্রমুখ।
২৪০ দিন আগে
সেফটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে লাশ হয়ে ফিরল শ্রমিক
লালমনিরহাটে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে মারুফ নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় রহিম নামে আরেক শ্রমিককে জীবিত উদ্ধার করে লালমনিরহাট ফায়ার সার্ভিস।
শনিবার (৩ মে) সকাল ১১টার দিকে সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের সাতপাটি গ্রামের জহুরুলের বাড়ির সেফটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে এই হতাহতের ঘটনাটি ঘটে।
মারুফ হোসেন (২২) সদর উপজেলার রাজপুর ইউনিয়নের বালাপাড়া এলাকার আব্দুল খালেকের ছেলে এবং জীবিত উদ্ধার হওয়া রহিম মিয়া (৩০) একই এলাকার মোফাজ্জল হোসেনের ছেলে।
আরও পড়ুন: নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিক নিহত
স্থানীয়রা জানান, শনিবার সকালে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নামেন দুই শ্রমিক। সেপটিক ট্যাংকে নামার পর বিষাক্ত গ্যাসের কারণে শ্রমিক রহিম ওপরে উঠে আসলেও মারুফ উঠতে পারেনি। মারুফ উঠতে না পারায় স্থানীয় লোকজন পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের সদস্যরা এসে সেপটিক ট্যাংকের ভেতর থেকে মারুফের লাশ উদ্ধার করে।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরনবী বলেন, ‘ধারণা করা হচ্ছে সেপটিক ট্যাংকের ভেতরে বিষাক্ত গ্যাসের কারণে একজনের মৃত্যু হয়েছে। অন্য কোনো কারণে তাদের মৃত্যু হয়েছে কিনা, তা তদন্ত করা হচ্ছে। লাশ লালমনিরহাট সদর হাসপাতালে নেওয়া হয়েছে।’
২৪০ দিন আগে
নড়াইলে পাওয়ার টিলার চাপায় শিশু শিক্ষার্থী নিহত
নড়াইলে পাওয়ার টিলার চাপায় হোসাইন (১০) নামের তৃতীয় শ্রেণির এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। শনিবার (৩ মে) সকাল ১০টার দিকে সদর উপজেলার শুভারঘোপ গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত হুসাইন শুভারঘোপ গ্রামের রমজান শেখের ছেলে। সে শুভারঘোপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে পড়াশোনা করত।
প্রতক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে শিশুটি স্কুল সংলগ্ন একটি দোকানের সামনে দাড়িয়ে কিছু কেনা-কাটা করছিল। এ সময় হঠাৎ একটি পাওয়ার টিলার নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে আসে।
আরও পড়ুন: সাভারে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শরীফ মো. হাসান ফেরদৌস বলেন, ‘হাসপাতালে পৌঁছানোর আগেই শিশুটির মৃত্যু হয়েছে।’
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, ‘লাশটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
২৪০ দিন আগে
করিডোর দেওয়ার আগে সার্বভৌমত্বের কথা ভাবতে হবে: ব্যারিস্টার ফুয়াদ
আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ‘করিডোর দেওয়ার আগে বাংলাদেশের সার্বভৌমত্বের কথা বিবেচনা করতে হবে, তারপর অন্য বিষয়। সেজন্য সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।’
শনিবার (৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে বরিশাল প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এসব কথা বলেন।
আরও পড়ুন: যারা শত্রু চিনবে না, তাদের স্বাধীন থাকার অধিকার নেই: ব্যারিস্টার ফুয়াদ
বর্তমানে তৃণমূল পর্যায়ে যেসব নাগরিক কার্যক্রম রয়েছে, তা ব্যাহত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘এজন্য যেভাবে হোক দ্রুত স্থানীয় সরকার সুসংগঠিত করতে হবে।’ এছাড়া প্রয়োজনে নির্বাচন অথবা প্রশাসক নিয়োগ দিতে হবে বলে জানান ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।’
আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী ও বরিশাল বিভাগের উন্নয়ন কার্যক্রম সম্পর্কে নাগরিক সমাবেশ ও এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। এর আগে দলের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। এসময় এবি পার্টির স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
২৪০ দিন আগে
নওগাঁয় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
নওগাঁর সাপাহারে বন্ধুদের নিয়ে ঘুরতে বের হয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ফরহাদ হোসেন (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
শনিবার (৩ মে) দুপুরে মানিকুড়া-জবই বিল অঞ্চলিক সড়কের সৈয়দপুরে এ ঘটনা ঘটে।
নিহত ফরহাদ পত্নীতলা উপজেলার মধুইল আলিয়া মাদরাসা পাড়া এলাকার সায়েম আলীর ছেলে।
স্থানীয়রা জানান, ফরহাদ ও তার দুই বন্ধু রিফাত ও শিশির মিলে জবই বিল ঘুরতে যাওয়ার উদ্দেশে সাপাহার জিরো পয়েন্ট এলাকা থেকে মোটরসাইকেল ভাড়া করে। যাওয়ার পথে উপজেলার মানিকুড়া-জবই বিল আঞ্চলিক সড়কের সৈয়দপুর নামক স্থানে অতিরিক্ত গতির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ফরহাদ নিহত হন।
আরও পড়ুন: সাভারে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৩
মোটরসাইকেলে থাকা ফরহাদের দুই বন্ধু রিফাত ও শিশির আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে রিফাত ও শিশিরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আজিজ বলেন, ‘ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
২৪০ দিন আগে
গাজীপুরে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানাধীন দেওয়ালিয়াবাড়ী এলাকায় ঝুট গুদামে আগুন লেগেছে।
শনিবার (৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে এ আগুনের সূত্রপাত হয়।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, গুদামটিতে আগুন লাগার পর তা দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত জানাতে পারেননি এই কর্মকর্তা।
২৪০ দিন আগে
বকেয়া মজুরির দাবিতে রবিবার সড়ক অবরোধের ঘোষণা চা শ্রমিকদের
গত ২০ সপ্তাহ ধরে বেতন না দেওয়ার অভিযোগ তুলে বকেয়া পাওনা পরিশোধের দাবিতে সড়ক অবরোধের ঘোষণা দিয়েছেন সিলেটের চা শ্রমিকরা। প্রায় ২ হাজার ৫০০ চা শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে আগামীকাল রবিবার (৪ মে) সিলেট-বিমানবন্দর সড়ক অবরোধের ঘোষণা দিয়েছে চা শ্রমিক ও বাগান রক্ষা কমিটি।
বিষয়টি নিশ্চিত করেছেন চা শ্রমিক ও বাগান রক্ষা কমিটির সাধারণ সদস্য সোহাগ ছত্রী।
তিনি বলেন, প্রায় আড়াই হাজার শ্রমিকের ২০ সপ্তাহের বেতন ও রেশন প্রদান, সরকারি নিয়ম মেনে নির্দিষ্ট হারে নির্ধারিত সময়েই বেতন বৃদ্ধিসহ ১১ দফা দাবিতে এ সড়ক অবরোধ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
তিনি আরও বলেন, গত ১ মে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে আমরা গিয়েছিলাম, এ বিষয়ে কথা বলেছি। নিয়মিত আশ্বাসেই সীমাবদ্ধ থাকছে তাদের অগ্রগতি। অনতিবিলম্বে চা বাগান ও শ্রমিদের স্বার্থ-সংশ্লিষ্ট সকল দাবি-দাওয়া মেনে নিতে আমাদের এ কর্মসূচি। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে।
আরও পড়ুন: সিলেটে মজুরি-রেশন পরিশোধের দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ মিছিল
চা শ্রমিক ও চা বাগান রক্ষা কমিটির পক্ষ থেকে এ সড়ক অবরোধের ডাক দিয়েছেন সংগঠনটির আহ্বায়ক রঞ্জিত নায়েক রঞ্জু।
তিনি গণমাধ্যমকে বলেন, বারবার আশ্বাস দেওয়া সত্ত্বেও কেউ তাদের কথা রাখেনি। একে একে ২০ সপ্তাহ ধরে বেতন ভাতা বন্ধ শ্রমিকদের। আমরা অনেক প্রতিশ্রুতি শুনেছি, কিন্তু একটিও পূরণ হয়নি। তাই দাবি আদায়ের জন্য আমরা রবিবার (৪ মে) মালনীছড়ায় সিলেট-বিমানবন্দর সড়ক অবরোধ করব।
জানা যায়, সিলেটের বুরজান চা-কোম্পানির অধীন তিনটি চা বাগান—বুরজান, ছড়াগাঙ ও কালাগুল কারখানার শ্রমিকদের ২০ সপ্তাহের বকেয়া রয়েছে। এই বকেয়া পরিশোধ ও চা বাগান খুলে দেওয়ার দাবিতে গত ১ মে বকেয়া নগরীর লাক্কাতুরা এলাকা থেকে একটি মিছিল বের করেন শ্রমিকরা। মিছিলটি বন্দরবাজারের সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শেষ হয়। সেখানে দুই ঘণ্টাব্যাপী বিক্ষোভও করেন চা শ্রমিকরা। পরে সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) মো. আনোয়ার উজ জামানের আশ্বাসে তারা স্থান ত্যাগ করেন।
বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের উপদেষ্টা সঞ্জয় কান্ত দাস বলেন, গত প্রায় ২০ সপ্তাহ ধরে মজুরি ও রেশন পাচ্ছেন না কালাগুল, বুরজানসহ ৪টি চা বাগানের শ্রমিকরা। জেলা প্রশাসক থেকে শুরু করে সরকারের বিভিন্ন স্তরের দায়িত্বশীল ব্যক্তিদের জানানো হয়েছে। তারা বারবার আশ্বাস দিচ্ছেন, কিন্তু কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করছেন না।
তিনি আরও বলেন, চা বাগানের শ্রমিকদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আগামী ৪ মে বকেয়া মজুরি-রেশনের দাবিতে তারা রাজপথে অবস্থান নেবেন। রাজপথ ছাড়া তাদের আর কোনো বিকল্প পথ নেই। প্রাপ্য মজুরি-রেশন আদায় না হওয়া পর্যন্ত শ্রমিকরা এখন রাজপথেই থাকবেন।
চা শ্রমিকদের ১১ দফা দাবি সমূহ হলো:
১. অবিলম্বে বকেয়া মজুরি পরিশোধ করতে হবে।
২. অবিলম্বে বকেয়া রেশন পরিশোধ করতে হবে।
৩. সরদার চা শ্রমিকদের বকেয়া মাসিক বেতন পরিশোধ করতে হবে।
৪. আট মাসের অধিক সময় যাবৎ চা শ্রমিকদের কর্তনকৃত প্রডিডেন্ট ফান্ড (পিএফ) এবং টাকা অবিলম্বে জমা দিতে হবে।
৫. অবিলম্বে চা শ্রমিকদের চিকিৎসা চালু করা ও ওষুধ সরবরাহ করতে হবে ।
৬. অবিলম্বে চা শ্রমিকদের বসতবাড়ি নির্মাণসহ টিন, কাঠ, দরজা-জানালা দিতে হবে।
৭. অবিলম্বে চা শ্রমিকদের বকেয়া বোনাস পরিশোধ করতে হবে।
৮. চা শ্রমিকদের বিশুদ্ধ খাবার পানি ও স্যানিটেশন পরিষেবা সরবরাহ করতে হবে।
৯. চা শ্রমিকদের প্রডিডেন্ট ফান্ডের টাকা আত্নসাৎ করা বন্ধ করতে হবে।
১০. অবিলম্বে চা বাগানের সম্পদ গাছ কাটা ও বিক্রি বন্ধ করতে হবে।
১১. অবিলম্বে বেকার চা শ্রমিক ও চা শ্রমিকের শিক্ষিত সন্তানদের চা কর্মচারী ও চা শ্রমিক পদে নিয়োগ দিতে হবে এবং অন্যায়ভাবে জোরপূর্বক চাকরিচ্যুত চা শ্রমিকদের অবিলম্বে চাকরিতে বহাল করতে হবে।
২৪০ দিন আগে