মানিকগঞ্জের সদর উপজেলায় সেলফী পরিবহন নামের একটি বাসের চাপায় তারা মিয়া (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার (২১ জুন) সকাল ৮টার দিকে সদর উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের চরখণ্ড গোলড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত তারা মিয়া সদর উপজেলার জাগীর ইউনিয়নের মৃত মোসলেম মিয়ার ছেলে।
আরও পড়ুন: নাটোরে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত
গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল সারোয়ার বলেন, ‘আজ সকালে মোটরসাইকেল চালিয়ে কর্মস্থলে যাচ্ছিলেন তারা মিয়া। এ সময় সেলফী পরিবহনের দ্রুতগতির একটি বাসের চাপায় ঘটনাস্থলেই নিহত হন তিনি।’
এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান ওসি সোহেল সারোয়ার।