সারাদেশ
চুয়াডাঙ্গায় লাটাহাম্বারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় লাটাহাম্বার গাড়ির ধাক্কায় মো. ইমরান নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রবিবার (১৩ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের চুয়াডাঙ্গা পৌর এলাকার ছাগল ফার্মের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান।
নিহত মো. ইমরান (৩৫) আলমডাঙ্গা উপজেলার বলেশ্বরপুর গ্রামের খন্দকার রফিকুল ইসলামের ছেলে। তিনি বর্তমানে চুয়াডাঙ্গা শহরের সাতগাড়ি এলাকায় অস্থায়ীভাবে বসবাস করতেন।
আরও পড়ুন: কারখানার লিফট ছিঁড়ে নিচে পড়ে দুই শ্রমিক নিহত
প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার রাতে মোটরসাইকেল করে শহরের দিকে যাচ্ছিলেন ইমরান। ছাগল ফার্ম এলাকার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইঞ্জিনচালিত অবৈধ যান লাটাহাম্বার তার মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ওসি খালেদুর রহমান বলেন, ঘাতক লাটাহাম্বারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ইমরানের লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছেন।
তিনি জানান, দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছেন। দুর্ঘটনাকবলিত যানটি শনাক্তের চেষ্টা চলছে।
২৫৯ দিন আগে
চট্টগ্রামের ডিসি হিলে বর্ষবরণের মঞ্চ ভাঙচুর, বাতিল অনুষ্ঠান
চট্টগ্রামের ডিসি হিলে পয়লা বৈশাখের বর্ষবরণ অনুষ্ঠানের মঞ্চ ভাঙচুর করা হয়েছে। ভাঙচুরের পর বর্ষবরণের অনুষ্ঠান বাতিল করেছেন আয়োজকরা।
রবিবার (১৩ এপ্রিল) রাতের দিকে নগরীর কোতোয়ালি থানার ডিসি হিলের নজরুল স্কয়ারে অনুষ্ঠানস্থলে এ হামলার ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, হামলাচেষ্টাকারীরা অনুষ্ঠানের আয়োজকদের ‘ফ্যাসিবাদের দোসর’ বলে দাবি করেছে। হামলাচেষ্টার অভিযোগে ৬ জনকে আটক করেছে পুলিশ।
অনেক বছর ধরে ‘সম্মিলিত পয়লা বৈশাখ উদ্যাপন পরিষদের’ ব্যানারে চট্টগ্রামের ডিসি হিলে বাংলা বর্ষবরণের অনুষ্ঠান হয়ে আসছে। এবার অনুষ্ঠানটি ৪৭ বছরে পা রাখতে চলেছে।
আরও পড়ুন: বর্ষবরণ উপলক্ষে ঢাবি চারুকলার তৈরি ফ্যাসিস্ট মুখাবয়বে আগুন
পরিষদের সদস্য সচিব মোহাম্মদ আলী টিটু বলেন, রাত পৌনে ৮টার দিকে আনুমানিক ৩০ থেকে ৪০ জনের যুবক ‘স্বৈরাচারের দোসরেরা, হুঁশিয়ার সাবধান’ স্লোগান নিয়ে মঞ্চের দিকে আসেন।
একপর্যায়ে তারা ডেকারেশনের কাপড় ও ব্যানার ছিঁড়ে ফেলেন এবং মঞ্চের পেছনের কাপড়ও ছিঁড়ে ফেলেন।
হামলার পর পুলিশ সদস্যরা এসেছেন। তবে সোমবার (১৪ই এপ্রিল) অনুষ্ঠান করার মতো অবস্থা আর ছিল না বলে জানান তিনি।
টিটু বলেন, ‘ডিসি অফিসে মিটিংয়ের সময় উপস্থিতদের মধ্যে কয়েকজন হামলার সময়ও ছিলো বলে শুনেছি আমি। মঞ্চের পিছনের ডিজাইন তারাই ছিঁড়ে ফেলে দিয়েছে। বর্ষবরণের অনুষ্ঠান আমরা বাতিল করছি। কারণ রিস্ক নেওয়া যাবে না।’
নববর্ষের দিনও এমন হামলার ঘটনা ঘটতে পারে— এমন আশঙ্কা থেকেই এবারের বর্ষবরণের অনুষ্ঠান বাতিল করা হয়েছে বলে জানান তিনি।
এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মো. আলমগীর হোসেন বলেন, এ ঘটনায় ৬ জনকে আটক করা হয়েছে। তাদেরকে থানায় নেওয়া হয়েছে।
আরও পড়ুন: শোভাযাত্রার আগেই মোটিফে আগুন দেওয়া দুষ্কৃতকারীরা গ্রেফতার হবে: ডিএমপি কমিশনার
তিনি জানান, নববর্ষের অনুষ্ঠানটি ফ্যাসিস্টের দোসররা আয়োজন করেছে বলে হামলাকারীরা দাবী করেছেন।
হামলাকারীদের জিজ্ঞাসাবাদ চলছে উল্লেখ করে আলমগীর হোসেন বলেন, হামলায় কেউ আহত হয়নি, কেবল ব্যানার ছিঁড়েছে। তবে মূল মঞ্চের কিছু হয়নি।
এ ঘটনায় আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
২৫৯ দিন আগে
কারখানার লিফট ছিঁড়ে নিচে পড়ে দুই শ্রমিক নিহত
চট্টগ্রামের সীতাকুণ্ডে জিপিএইচ ইস্পাতে রড তৈরির কারখানায় কাজ করার সময় কারখানার লিফট ছিঁড়ে নিচে পড়ে মো. রিফাত (২৫) ও মো. মোস্তফা (২৪) নামে দুই শ্রমিক নিহত হয়েছেন।
রবিবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার কুমিরা ইউনিয়নের সুলতানা মন্দির এলাকায় অবস্থিত জিপিএইচ ইস্পাত কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— বাঁশবাড়িয়া সুলতানা মন্দির এলাকার রোকনুজ্জামানের ছেলে মোস্তফা এবং মিরসরাই উপজেলার করুয়া এলাকার শামসুল হকের ছেলে রিফাত।
স্থানীয়রা জানান, কাজ করার সময় লিফটের তার ছিঁড়ে নিচে পড়ে দুই শ্রমিক আহত হন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে দুপুরে তাদের মৃত্যু হয়।
আরও পড়ুন: গভীর মাটির কূপ সংস্কার ও পরিস্কারকালে ২ শ্রমিক নিহত
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, ‘জিপিএইচ ইস্পাত কারখানায় কাজ করার সময় লিফট ছিঁড়ে নিচে পড়ে শ্রমিক মোস্তফা ও রিফাত গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মোস্তফাকে মৃত ঘোষণা করেন।’
‘রিফাতকে হাসপাতালের নিউরো সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে তিনিও মারা যান।’
এই ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
২৫৯ দিন আগে
গভীর মাটির কূপ সংস্কার ও পরিস্কারকালে ২ শ্রমিক নিহত
শেরপুরের ঝিনাইগাতীতে গভীর মাটির কূপ সংস্কার ও পরিস্কারকালে নারায়ণ কোচ (৩৮) ও নিরাঞ্জন কোচ (৩৫) নামে দুই শ্রমিক নিহত নিহত হয়েছেন।
রবিবার (১৩ এপ্রিল) বিকাল ৫টার দিকে ঝিনাইগাতীর নলকুড়া ইউনিয়নের শালচূড়া এলাকায় ভূঁইয়া বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— ঝিনাইগাতীর রাংটিয়া এলাকার নীপুরায় কোচের ছেলে নারায়ণ কোচ এবং শালচুড়া এলাকার মৃত নীল মহন কোচের ছেলে নিরাঞ্জন কোচ।
আরও পড়ুন: সিলেটে ট্রাক্টর-মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত
স্থানীয়রা জানান, ভূঁইয়া বাড়িতে গভীর কূপ সংস্কার ও পরিস্কার করার জন্য কুয়ায় নামেন নারায়ণ ও নিরাঞ্জন। কুয়ায় অক্সিজেন স্বল্পতার কারণে তারা অজ্ঞান হয়ে যান। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে দুজনের লাশ উদ্ধার করে।
ঝিনাইগাতী ফায়ার সার্ভিসের অফিসার মো. আব্দুল মান্নান বলেন, ‘নিহত দুজনের লাশ ঝিনাইগাতী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। অক্সিজেন স্বল্পতার কারণে দুজনেরই মৃত্যু ঘটেছে।’
২৫৯ দিন আগে
ঝুলে থাকা বৈদ্যুতিক তার গলায় জড়িয়ে কৃষকের মৃত্যু
লালমনিরহাটের হাতীবান্ধায় ঘাস কাটতে গিয়ে ঝুলে থাকা বৈদ্যুতিক লাইনের তারে গলা আটকে গিয়ে আসাদুল ইসলাম (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
রবিবার (১৩ এপ্রিল) উপজেলার গোতামারী ইউনিয়নের খর্পদোলা এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত আসাদুল উপজেলার উত্তর গোতামারী এলাকার মৃত সামাদ আলীর ছেলে।
স্থানীয়রা জানান, আসাদুল বাড়ির অদূরে ভারতীয় সীমান্তঘেষা খর্পদোলায় ঘাস কাটতে যান। সেখানে পানি সেচের জন্য বৈদ্যুতিক মোটরের সংযোগের লাইনের বাঁশের খুটি ভেঙে তার ঝুলে ছিল। একপর্যায়ে ওই ঝুলে থাকা তারে তার গলা জড়িয়ে যায়, আর তিনি সেখানেই পড়ে থাকেন। পরে দুপুরে স্থানীয়রা খবর পেয়ে তাকে উদ্ধার করে মৃত অবস্থায় বাড়িতে নিয়ে আসেন।
আরও পড়ুন: হবিগঞ্জে হত্যা মামলায় ১৬ বছর পর ৪ জনের মৃত্যুদণ্ড
গোতামারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোনাব্বেরুল হক মোনা বলেন, ‘ঘাস কাটতে গিয়ে ঝুলে থাকা বৈদ্যুতিক লাইনের তারে গলা আটকে আসাদুলের মৃত্যু হয়।’
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-উন-নবী বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি নিয়ে কাজ চলছে। পরে বিস্তারিত জানাতে পারব।’
২৫৯ দিন আগে
সিলেটে ট্রাক্টর-মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে মাহিন্দ্রা ট্রাক্টর ও মোটরসাইকেলের সংঘর্ষে এক যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
শনিবার (১২ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার জাফলং-মামারদোকান সড়কের লাখেরপাড় নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাদ্দাম আহমদ উপজেলার বল্লাঘাট এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, শনিবার দিবাগত রাতে জাফলং থেকে ছেড়ে আসা একটি মাহিন্দ্রা ট্রাক্টর লাখেরপাড় সড়কে পৌঁছা মাত্র সামনে থাকা একটি মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়।
এ সময় মোটরসাইকেলে থাকা ওয়াসিম ও সাদ্দাম আহমেদ ছিটকে পড়ে গুরুতর আহত হন।
আরও পড়ুন: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক সাদ্দামকে মৃত ঘোষণা করেন।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার মো. তোফায়েল আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
২৫৯ দিন আগে
ভাটেরায় ১১ বগি ফেলে বরমচাল গেল কালনী এক্সপ্রেস
সিলেট থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনের হুক ভেঙে ১১টি বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। মৌলভীবাজারের কুলাউড়া রেলওয়ে সেকশনের ভাটেরায় বগি বিচ্ছিন্ন হলেও বিষয়টি ধরা পড়ে বরমচাল স্টেশনে পৌঁছালে।
রবিবার (১৩ এপ্রিল) সকাল ৭টার দিকে ভাটেরা রেলস্টেশনের কাছে এ ঘটনা ঘটে। ঘটনার প্রায় ৩ ঘণ্টা পর বগি সংযুক্ত করে ঢাকার উদ্দেশে রওনা দেয় ট্রেনটি।
এ ঘটনায় কোনা হতাহতের খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন: নাটোরে ৭ ঘণ্টার ব্যবধানে দুটি ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত
বরমচাল রেলস্টেশন মাস্টার রজত কুমার রায় বলেন, ‘সকালে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেন ভাটেরা রেলস্টেশনের কাছে পৌঁছালে চলন্ত অবস্থায় পিছনের হুক ভেঙে ১১টি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। এ অবস্থায় ট্রেনের ইঞ্জিন ২টি বগি নিয়ে সাড়ে ৭টার দিকে বরমচাল স্টেশনে প্রবেশ করলে বিষয়টি ধরা পড়ে। পরে ট্রেনের ইঞ্জিন বরমচাল থেকে ভাটেরা রেলস্টেশনের কাছে গিয়ে বগিগুলোকে পুনরায় সংযুক্ত করে প্রায় ৩ ঘণ্টা পর সকাল ৯টার দিকে ট্রেনটি ঢাকার উদ্দেশে আবারও যাত্রা শুরু করে। এ ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।’
২৬০ দিন আগে
মাগুরায় ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
দশম শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাগুরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক অলোক কুমার মৌলিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১২ এপ্রিল) তাকে গ্রেপ্তার করা হয়। আজ তাকে আদালতে তোলা হলে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছেন।
মাগুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আইয়ুব আলী জানান, পুলিশ লাইন্স এলাকার একটি বাসায় ঐ ছাত্রী প্রাইভেট পড়তে গেলে সহপাঠীদের ছুটি দিয়ে অভিযুক্ত শিক্ষক ওই শিক্ষার্থীর উপর নিপীড়ন চালান। এ বিষয়ে ছাত্রীর পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে প্রতারকচক্রের মূল হোতা গ্রেপ্তার
তিনি আরও বলেন, নিপীড়নের শিকার শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে বিদ্যালয় প্রধানের কাছে অভিযোগ জানানো হলেও অভিযুক্তের বিচারের জন্য কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। যে ঘটনার প্রেক্ষিতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনের হুমকি দিলে সদর থানায় এ বিষয়ে একটি মামলা নেওয়া হয়। ওই মামলার প্রেক্ষিতে অভিযুক্ত শিক্ষককে গতকাল মাগুরা শহর থেকে গ্রেপ্তার করা হয়।
নিপীড়নের শিকার মেয়েটির মা অভিযোগ করেন, বিচার চেয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে অভিযোগ জানানো হলেও তিনি কোনো ব্যবস্থা নেননি। উপরন্তু বিভিন্ন মহলকে দিয়ে আর্থিক লেনদেনের মাধ্যমে বিষয়টি মীমাংসা করে নেওয়ার প্রস্তাব দিয়ে অপমান করা হয়েছে। ঘটনাক্রমে মেয়ের সহপাঠীরা বিষয়টি জানতে পেরে তাদের ক্ষুব্ধতা প্রকাশ করেছে। এই ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিদ্যালয়ের শিক্ষকরা আইনের আশ্রয় নিতে পরামর্শ দেন।
শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রধান ইমাম হোসেন বলেন, শিক্ষার্থীর পরিবারের কাছ থেকে অভিযোগ পাওয়া গেলেও এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া যায়নি। অভিযুক্ত শিক্ষককে পুলিশ গ্রেপ্তার করেছে।
মাগুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এ বিষয়ে মাগুরা থানায় মামলা হয়েছে। পুলিশের তদন্ত চলছে।
২৬০ দিন আগে
বাগেরহাটে বাসচাপায় বাইসাইকেল আরোহী নিহত
বাগেরহাটের ফকিরহাটে যাত্রীবাহী বাসের চাপায় এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছে। রবিবার(১৩ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে খুলনা-ঢাকা মহাসড়কের বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার মূলঘরের সোনাখালী এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
নিহত মো. আতিয়ার রহমান (৪৫) বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর এলাকার ইমান উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় ফকিরহাটের বিসমিল্লাহ ফিড মিলের কর্মচারী ছিল বলে জানা গেছে।
আরও পড়ুন: মার্চে সড়কে নিহত ৬০৪, আহত সহস্রাধিক
মোল্লাহাট হাইওয়ে থানার ওসি শেখ নুরুজ্জামান চানু জানান, দ্রুতগামী পরিবহন ওই বাইসাইকেল আরোহীকে চাপা দিয়ে পালিয়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনস্থল থেকে আতিয়ার রহমানের লাশ উদ্ধার করে। পরে লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।
২৬০ দিন আগে
চুয়াডাঙ্গায় যুবককে কুপিয়ে জখম
তরমুজ বিক্রিকে ঘিরে পুরনো বিরোধের জেরে চুয়াডাঙ্গা শহরে এক যুবকের ওপর ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে।
শনিবার (১২ এপ্রিল) রাত পৌনে ১০টার দিকে শহরের টাউন ফুটবল মাঠের সামনে নিপুন সাহা (২৪) নামের ওই যুবককে কুপিয়ে গুরুতর জখম করে একদল দুর্বৃত্তরা। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
আহত নিপুন সাহা চুয়াডাঙ্গা শহরের বড় বাজারপাড়ার স্থায়ী বাসিন্দা কৃষ্ণ সাহার ছেলে। তিনি তার পরিবারসহ টাউন ফুটবল মাঠের কাছে একটি ভাড়া বাসায় বসবাস করেন।
এদিকে, একটি তরমুজ বিক্রিকে কেন্দ্র করে ধারাবাহিক হামলায় এযাবৎ তিনজন আহত হওয়ায় চুয়াডাঙ্গা জেলা শহরে উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। তরমুজ বিক্রি কেন্দ্রিক ঘটনা এখন রাজনৈতিক মোড় নিচ্ছে।
আরও পড়ুন: ঝিনাইদহে বিএনপি কর্মীকে কুপিয়ে জখম করল প্রতিপক্ষ
নিপুনের মা কাজল রানী সাহা জানান, রাতে বাসার পাশে রাস্তার বের হলে ২০ থেকে ২৫ জন বিভিন্ন বয়সী যুবককে বড় বড় দা হাতে দাঁড়িয়ে থাকতে দেখেন। তিনি চিৎকার করলে নিপুন ঘর থেকে বের হলে তারা তাকে ধাওয়া করে পৌরসভা মোড়ে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ফেলে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।
খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ স্থানীয়দের সহায়তায় নিপুনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোর্শেদ আলম জানান, তার মাথা, পিঠ ও হাতে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। অবস্থা গুরুতর হওয়ায় দ্রুত তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় নিপুন অভিযোগ করেন, শহরের ছাগল ফার্মপাড়ার আবু হোসেনের ছেলে মামুন হোসেন (২৬), জেবু ও রানা নামের ব্যক্তিসহ অন্তত ২০ থেকে ২৫ জন তার ওপর হামলা চালিয়েছে। নিপুন সাহা আগে সিলেটে থাকতেন। এখন চুয়াডাঙ্গায় থাকেন।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, ‘তরমুজ বিক্রিকে কেন্দ্র করে শুক্রবার রাতে যে বিরোধের ঘটনা ঘটে, তার জের ধরেই এই হামলা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
উল্লেখ্য, শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যায় বড় বাজারে একটি তরমুজ সাদা হওয়ায় তা ফেরত দিতে গিয়ে বিক্রেতা ও ক্রেতা পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। সেই ঘটনায় বিক্রেতা পক্ষের রুবেল ইসলাম রুবু ও আমিরুল ইসলাম আহত হন। নিপুন সাহা ওই ঘটনায় বিক্রেতা পক্ষের পক্ষে থাকায় শনিবার রাতে তাকে একা পেয়ে কুপিয়ে জখম করা হয়েছে বলে দাবি করেছে তার পরিবার।
২৬০ দিন আগে