নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে মো. আব্দুল্লাহ খাঁন রায়হান নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় চার কিশোরকে গ্রেপ্তার করেছে র্যাব ও পুলিশ।
শুক্রবার (২৩ মে) সন্ধ্যায় দক্ষিণ কদমতলী এলাকার ডিঅ্যান্ডডি লেকপাড়ে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত রায়হান এসি সার্ভিসিংয়ের কাজ শিখছিলেন বলে জানিয়েছেন তার বাবা মো. সামিম খান।
ঘটনার পর রাতে ১৬ জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন রায়হানের বাবা। মামলায় আটজনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাত আরও আটজনকে আসামি করা হয়। গ্রেপ্তার চারজন হলেন—হৃদয়, সাব্বির, আতিক ও আল আমিন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে রায়হান ও তার বন্ধুরা লেকপাড়ে একটি ক্লাবে ফ্রি-ফায়ার গেম খেলার পর আড্ডা দিচ্ছিলেন। এ সময় অভিযুক্ত মেহেদী ও শুভসহ এক কিশোর তাদের সামনে দিয়ে যাওয়ার সময় রায়হানদের সঙ্গে পুরনো বিরোধের জেরে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। পরে তারা আরও কয়েকজনকে ফোনে ডেকে আনে। রায়হান ও তার বন্ধুরা ঘটনাস্থল ছাড়ার চেষ্টা করলে হৃদয়সহ অন্যরা তাদের ক্লাবের সামনে ধরে মারধর শুরু করে। একপর্যায়ে হৃদয় রায়হানের বুকে ছুরিকাঘাত করে।
আরও পড়ুন: বুদ্ধি প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক, অভিযুক্তের দাবি ষড়যন্ত্র
রায়হানকে প্রথমে সুফিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে খাঁনপুর ৩০০ শয্যা হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম জানান, ‘ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান চলছে।’