সারাদেশ
তিন ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক
তিন ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ইটাখোলা স্টেশনের কাছে সিলেট থেকে ঢাকাগামী আন্তঃনগর কালনী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে করে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
এ বিষয়ে নোয়াপাড়া স্টেশনের মাস্টার মো. মনির হোসেন জানান, সকাল সোয়া ১০টার দিকে সিলেট থেকে ঢাকাগামী ট্রেনটি নোয়াপড়া স্টেশন থেকে ছেড়ে যায়। পরবর্তীতে ইটাখোলা স্টেশনের অদূরে ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে অন্য কোনো ট্রেন চলাচল বিঘ্নিত হয়নি।
আখাউড়া থেকে রিলিফ ইঞ্জিন এনে বেলা দেড়টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয় বলে জানান তিনি।
৩২ দিন আগে
ব্রাহ্মণবাড়িয়ায় মীর মুগ্ধর স্মৃতিস্তম্ভে কালি লেপন
ব্রাহ্মণবাড়িয়ায় মীর মাহফুজুর রহমান মুগ্ধর স্মৃতিস্তম্ভ কালি দিয়ে ঢেকে দিয়েছে দুর্বৃত্তরা। তবে কে বা কারা এটি ঘটিয়েছে, তা জানা যায়নি। এ নিয়ে এলাকায় প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) দিবাগত রাত থেকে ভোরের মধ্যে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চিনাইর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ২০২৪ সালের ১৮ জুলাই ঢাকার উত্তরায় গুলিবিদ্ধ হয়ে মারা যান মীর মাহফুজুর রহমান মুগ্ধ। এরপর ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর মাধ্যমে আওয়ামী লীগ সরকার পতনের পর দেশের বিভিন্ন স্থানে মুগ্ধর স্মরণে প্রতিকৃতি ও স্মৃতিস্তম্ভ করা হয়। চিনাইর ডিগ্রি কলেজের সামনেও তার স্মৃতিস্তম্ভ রয়েছে। মূলত, ৫ আগস্ট-পরবর্তী সময়ে ওই কলেজের সামনে থাকা শেখ মুজিবুর রহমানের ছবি ক্ষতিগ্রস্ত হলে ওই স্তম্ভে মুগ্ধর ছবি বসানো হয়।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক ব্যক্তি জানান, গত রবিবার চিনাইর ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানকে ঘিরে চিনাইরে দুটি পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এরই জের ধরে এ ঘটনা ঘটিয়ে কাউকে ফাঁসানোর চেষ্টা করা হতে পারে।
চিনাইর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আলী আজম সাংবাদিকদের জানান, নবীনবরণ অনুষ্ঠান নিয়ে এলাকায় বিএনপির দুটি পক্ষের মধ্যে দ্বন্দ্ব ও বিরোধ দেখা দেয়। গত সোমবার থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এই বিরোধকে কাজে লাগিয়ে একটি চক্র এই কাজটি করে থাকতে পারে। ওই চক্র শান্ত চিনাইরকে অশান্ত করার চেষ্টা করছে বলে জানান তিনি।
এ ব্যাপারে জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জ্বল আহমেদ বলেন, মীর মাহফুজুর রহমান মুগ্ধর স্মৃতিস্তম্ভের উদ্যোক্তা আমি। কে বা কারা তার স্মৃতিস্তম্ভে কালি দিয়েছে, আমি জানি না। বিষয়টি নিয়ে আমি মর্মাহত। আমি এই ঘটনার বিচার চাই।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজহারুল ইসলাম বলেন, বিষয়টি জানার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
৩৩ দিন আগে
সিলেট নগরীর অতি ঝুঁকিপূর্ণ ২৩ ভবন ভেঙে ফেলার সিদ্ধান্ত
সিলেট নগরীর চিহ্নিত ২৩টি অতি ঝুঁকিপূর্ণ ভবন ভেঙ্গে ফেলার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। দীর্ঘদিন ধরে ঝুঁকিতে থাকা ভবনগুলো আগামী সপ্তাহ থেকেই ভাঙার কাজ শুরু হবে বলে জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।
সোমবার (২৪ নভেম্বর) বিকেলে নগর ভবনে অনুষ্ঠিত `ভূমিকম্পের পূর্বপ্রস্তুতি ও পরবর্তী করণীয়’ বিষয়ক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় সভাপতিত্ব করেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন-নবী। সভায় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও বিশেষজ্ঞরা।
জেলা প্রশাসক সারওয়ার আলম বলেন, ‘ঝুঁকিপূর্ণ এসব ভবনে এখনো অনেক মানুষ বসবাস ও ব্যবসা করছেন, যা বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা তৈরি করছে। নাগরিকদের সুরক্ষার স্বার্থেই দ্রুত ভবনগুলো ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
তিনি আরও জানান, নগরের সংকীর্ণ রাস্তাগুলো দুর্যোগের সময় উদ্ধার কাজ ব্যাহত করতে পারে। এ বিষয়ে বিশেষ সতর্কতার প্রয়োজন রয়েছে।
অন্যদিকে, ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিতকরণ কাজে নেতৃত্ব দেওয়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. জহির বিন আলম বলেন, আমাদের দল নগরের ৬ হাজার ভবন জরিপ করে ২৩টি ভবনকে অতি ঝুঁকিপূর্ণ হিসেবে পেয়েছি।
তবে প্রকৃত ঝুঁকিপূর্ণ ভবনের সংখ্যা আরও অনেক বেশি।
এই অধ্যাপকের মতে, ‘নগরে এখন প্রায় ৪৪ হাজার ভবন আছে। প্রতিটি ভবন সার্ভে না করলে সঠিক ঝুঁকি নিরূপণ করা সম্ভব নয়।’
জানা যায়, ২০১৯ সালের ভূমিকম্পের পর এসব ভবন ভেঙে ফেলার নির্দেশনা থাকলেও রহস্যজনক কারণে সিসিক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়নি। এমনকি সুরমা মার্কেট, সিটি সুপার মার্কেটসহ সাতটি শপিং সেন্টার ১০ দিন বন্ধ রেখে কেবল রঙের কাজ শেষে পুনরায় চালু করা হয়। ছয় বছর পেরিয়ে গেলেও তালিকাভূক্ত বহু ভবন এখনও অতি ঝুঁকির তালিকায় রয়ে গেছে।
সিসিকের তালিকাভুক্ত অতি ঝুঁকিপূর্ণ ভবনগুলো হচ্ছে:
১. কালেক্টরেট ভবন-৩, ২. সমবায় ব্যাংক ভবন মার্কেট, ৩. মহিলা বিষয়ক কর্মকর্তার সাবেক কার্যালয়, ৪. সুরমা মার্কেট, ৫. সিটি সুপার মার্কেট, ৬. মিতালী ম্যানশন, ৭. আজমীর হোটেল, ৮. মধুবন মার্কেট, ৯. মান্নান ভিউ, ১০. শুভেচ্ছা-২২৬, ১১. চৌকিদেখী ৫১/৩ সরকারি ভবন, ১২. নবপুষ্প-২৬/এ, ১৩. রাজা ম্যানশন, ১৪. কিবরিয়া লজ, ১৫. মিতালী-৭৪,১৬. মেঘনা-এ-৩৯/২, ১৭. পাঠানটুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১৮. ওয়ারিছ মঞ্জিল, ১৯. হোসেইন মঞ্জিল, ২০. শাহনাজ রিয়াজ ভিলা, ২১. নূরানি-১৪, ২২. পৌর বিপণি ও শপিং সেন্টার, ২৩. লেচুবাগান এলাকার প্রভাতী ও শ্রীধরা হাউস।
সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার জানান, ঝুঁকিপূর্ণ ভবনগুলোর বিষয়ে গঠিত কমিটি কাজ করছে। যেসব ভবনে পূর্বে সংস্কারের নির্দেশ দেওয়া হয়েছিল সেগুলোর কাগজপত্র পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
৩৩ দিন আগে
চুয়াডাঙ্গায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুই তরুণ নিহত
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কাদিপুর গ্রামে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে দুই তরুণ নিহত হয়েছেন।
সোমবার (২৪ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে কাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে কড়াই গাছের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— লোকনাথপুর পশ্চিমপাড়ার এনামুল হকের ছেলে সেলিম (১৮) এবং তারিফের ছেলে তানজিল (১৬)।
স্থানীয়রা জানান, ওয়ালটনের একটি ১১০ সিসি মোটরসাইকেল চালিয়ে তানজিল তার বন্ধু সেলিমকে নিয়ে এলাকায় ঘুরছিল। একপর্যায়ে অতিরিক্ত গতির কারণে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যালয়ের সামনে রাস্তার পাশে থাকা গাছে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই সেলিম মারা যান।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল গুরুতর আহত তানজিলকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সেও মারা যায়।
প্রত্যক্ষদর্শীদের দাবি, মোটরসাইকেলের গতি বেশি থাকায় চালক নিয়ন্ত্রণ হারান এবং দুর্ঘটনাটি ঘটে।
দুই তরুণের মৃত্যুতে এলাকায় গভীর শোক নেমে এসেছে। তারা দুজনেই কৃষিকাজে যুক্ত ছিলেন বলে জানিয়েছে তাদের পরিবার।
এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, ‘সংবাদ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।’
৩৪ দিন আগে
পাবনায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা-মেয়ে নিহত
পাবনার সুজানগর উপজেলায় ট্রাকের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে মোটরসাইকেল আরোহী বাবা ও মেয়ে নিহত হয়েছেন।
সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার আমিনপুর থানাধীন ঢাকা-পাবনা মহাসড়কের উত্তর দুর্গাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—আমিনপুর এলাকার জবিদুল (৩৫) ও তার মেয়ে জুবাইদা (৮)।
মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সন্ধ্যায় বাবা ও মেয়ে মোটরসাইকেলে চড়ে উপজেলার কাশিনাথপুর থেকে কাজিরহাটে যাচ্ছিলেন। পথে ওই এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ওই তাদের মৃত্যু হয়।
নিহতদের মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
৩৪ দিন আগে
ভুমিকম্প: হুড়োহুড়িতে গাজীপুরে শতাধিক পোশাককর্মী আহত
ভূমিকম্পের সময়ে গাজীপুরের টঙ্গী, গাজীপুর সদর ও শ্রীপুরে কয়েকটি পোশাক কারখানা থেকে হুড়োহুড়ি করে নামতে গিয়ে শতাধিক পোশাককর্মী আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কারখানাটি ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষরা।
শুক্রবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার পর ভূমিকম্প শুরু হলে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ভুমিকম্পের সময় উঁচু ভবনগুলো দুলতে শুরু করলে ঘরবাড়ি, অফিস, শিল্পকারখানা, দোকানপাট থেকে মানুষ দ্রুত খোলা জায়গায় ছুটে আসে। এ অবস্থায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, কয়েক সেকেন্ড স্থায়ী ভূমিকম্পে গাজীপুর মেট্রোপলিটন এলাকার টঙ্গী, জয়দেবপুর ও জেলার কালিয়াকৈর, শ্রীপুর, কালীগঞ্জ ও কাপাসিয়াজুড়ে হঠাৎ মোবাইল নেটওয়ার্কে চাপ বৃদ্ধি পায়। কলড্রপ ও নেটওয়ার্ক অস্থিরতার পাশাপাশি কোনাবাড়ী, বোর্ডবাজার, চান্দনা চৌরাস্তা, কড্ডা ও সালনাসহ বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান ও শিল্পকারখানায়ও আতঙ্ক দেখা দেয়। তবে দ্রুত নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়নি। অনেক প্রতিষ্ঠান নিরাপত্তার স্বার্থে কিছু সময়ের জন্য কার্যক্রম স্থগিত রাখে।
অনেক কারখানায় ভুমিকম্প অনুভূত হতেই শ্রমিকরা আতঙ্কে নিচে নেমে আসেন। এ সময় সাইরেন বাজিয়ে শ্রমিকদের নিরাপদ জায়গায় দাঁড় করানো হয়।
ভূমিকম্পের পর টঙ্গী সরকারি হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে অন্তত শ’খানেক পোশাককর্মী আহত হয়ে ভর্তি হন ও চিকিৎসা নেন।
এদিকে, টঙ্গী স্টেশন রোড এলাকায় একটি ছয় তলা ভবন এলাকাবাসী হেলে পড়ার দাবি করলেও ফায়ার সার্ভিস কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করতে পারেননি।
৩৮ দিন আগে
ভূমিকম্প: নরসিংদীতে দেয়ালচাপায় ছেলে নিহত, আইসিইউতে বাবা
ভূমিকম্পের নরসিংদীর গাবতলী এলাকায় একটি ভবনের দেয়াল চাপা পড়ে ওমর (১০) নামের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় ওই শিশুর বাবা উজ্জ্বল গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (২১ নভেম্বর) সকালে সাড়ে দশটার পর ভূমিকম্প অনুভূত হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে দুপুরে ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক ওমরকে মৃত ঘোষণা করেন, আর তার বাবাকে গুরুতর আহত অবস্থায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) পাঠানো হয়েছে।
নিহত শিশুর চাচা জাকির জানান, ভূমিকম্পের সময় তারা বাবা-ছেলে বাসায় ছিলেন। ওই সময় বাসার দেয়াল চাপা পড়ে বাবা এবং ছেলে গুরুতর আহত হয়। পরে গুরুতর আহত অবস্থায় প্রথমে তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢামেকে গেলে চিকিৎক শিশু ওমরকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় তার বাবাকে ঢামেকের আইসিইউকে ভর্তি করা হয়েছে।
তিনি আরও জানান, নিহত শিশু ওমর একটি মাদ্রাসায় হেফজখানায় লেখাপড়া করত এবং তার বাবা জাতীয় গৃহায়নে অফিস সহকারী হিসেবে চাকরি করেন। তাদের বাড়ি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানা এলাকায়। বর্তমানে নরসিংদী সদরের গাবতলী এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় বসবাস করেন তিনি।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক বলেন, ভূমিকম্পে নিহত শিশুর মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
৩৮ দিন আগে
খুলনার কাঁচাবাজারে শীতের সবজি এলেও দাম নাগালের বাইরে
খুলনার কাঁচাবাজারগুলোতে শীতের মৌসুম চলে এলেও দর রয়েছে আগের মতোই ঊর্ধ্বমুখী। বাড়তি রয়েছে আলু ও মাছের বাজার। তবে অপরিবর্তিত রয়েছে কাঁচামরিচ, পেঁয়াজ ও মাংসের বাজার।
ডিমের দাম কিছুটা কমলেও বিগত সপ্তাহের তুলনায় কিছু সবজির দর বেড়েছে। তবে অধিকাংশ সবজি গত সপ্তাহের দামে বিক্রি হচ্ছে।
বিক্রেতারা বলেছেন, যে পরিমাণে আমদানি হওয়ার কথা, সেভাবে হচ্ছে না। তাই দাম বেশি। অন্যদিকে ক্রেতাদের দাবি, গত সপ্তাহে দাম সামান্য কম থাকলেও এ সপ্তাহে কম তো দূরের কথা, বরং কিছু সবজির দাম বেড়েছে।
সোমবার নগরের ময়লাপোতা ও নিউমার্কেট কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে ১২০ টাকায়। এ ছাড়া বরবটি ৮০ টাকা, বাঁধাকপি ৬০ টাকা, মুলা ৫০ টাকা, ফুলকপি ১০০ টাকা, শিম ১২০ টাকা, উচ্ছে ১০০ টাকা, ওলকপি ৭০ টাকা, পেঁপে ৪০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা কেজি; লাউ আকারভেদে ৪০-৫০ টাকা পিস; ঢেড়শ ৮০ টাকা কেজি, ওল ১০০ টাকা, পালংশাক ৬০ টাকা, লাল শাক ৫০ টাকা, টমেটো ১৬০ টাকা, মিষ্টি কুমড়া ৬০ টাকা ও ঝিঙে ৬০ টাকা এবং প্রতি হালি কাঁচকলা বিক্রি হচ্ছে ৪০ টাকা দরে।
গত সপ্তাহের ২৫ টাকা কেজি দরের আলুর এ সপ্তাহে ৫ টাকা বেড়ে ৩০ টাকা, পেঁয়াজ ১২০ টাকা, আর রসুন ১০০ টাকায় বিক্রি হচ্ছে।
মাছের বাজারও রয়েছে ঊর্ধমুখী। প্রতি কেজি চিংড়ি ৮৫০ টাকা, পার্শে সাড়ে ৫০০ টাকা থেকে ১ হাজার ২০০ টাকা, গলদা চিংড়ি ১ হাজার ৬০০ টাকা, বড় সাইজের কাতলা ৪০০ টাকা, গ্রাস কার্প ৪০০ টাকা, ভেটকি ৭৫০ টাকা, আকারভেদে ইলিশ ১ হাজার ৪০০ থেকে ৩ হাজার টাকা, টেংরা মাছ ৫০০ থেকে ১ হাজার টাকা, পাঙাস ২৪০ টাকা, তেলাপিয়া ২২০ টাকা ও মাঝারি সাইজের বেলে ৭০০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা যায়।
এদিকে, প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম ১৭০ টাকা এবং সোনালী ও কক মুরগি বিক্রি হচ্ছিল ২৭০ টাকা দরে। তবে ডিমের দাম কিছুটা কমেছে। গত সপ্তাহ থেকে ২ টাকা কমে প্রতি হালি ডিম ৩৮-৪২ টাকায় বিক্রি হচ্ছে।
নিউমার্কেট কাঁচাবাজারের বিক্রেতা বাদল বলেন, ‘বাজারে আমদানি কম। সবজি প্রয়োজনের চেয়ে অনেক কম। কিছু দিন আগেও আমদানি ভালো ছিল। সে কারণে দাম একটু বাড়তি।’
এ বাজারের ক্রেতা মিজানুর রহমান। পেশায় ব্যবসায়ী। তিনি বলেন, ‘বাজার দর কম-বেশি হচ্ছে। কখনো কম, আবার কখনো বেশি। কষ্টে বাজার করার পর মাছ, মাংসের কথা মনে হলেই মাথায় চক্কর দেয়।’
ময়লাপোতা বাজারে ব্যবসায়ীরা জানান, মাছ ও সবজি যে পরিমাণ চাহিদা রয়েছে, সে পরিমাণ বাজারে আসছে না। আমদানি কমলে দাম বাড়ে, আমদানি বাড়লে দাম কমে।
এ বাজারের ক্রেতা তুহিন বাউলিয়া বলেন, ‘শীতের মৌসুম চলে। এ সময় বাজার দর ক্রমান্বয়ে কমে আসার কথা। কিন্তু এখনও স্বল্প আয়ে বাজার করে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে।’
৪১ দিন আগে
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়িতে ভাঙচুর
কিশোরগঞ্জের হাওর বেষ্টিত মিঠামইনে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের পৈতৃক বাড়িতে হামলা ও ভাঙচুর করেছেন বিএনপি নেতাকর্মীরা।
সোমবার (১৭ নভেম্বর) রাত ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে এই ঘটনা ঘটে। মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির এসব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডাদেশে সন্তুষ্টি জানিয়ে মিঠামইন উপজেলা বিএনপি আনন্দ মিছিল বের করে। মিছিলে প্রায় ৬০-৭০ জন নেতা-কর্মী অংশ নেন।
মিছিলটি মিঠামইন বাজার থেকে কামালপুর গ্রামের দিকে অগ্রসর হলে জেলা বিএনপির সাবেক সদস্য আলমগীর শিকদারের নেতৃত্বে ২০-২৫ জন কর্মী হঠাৎ সাবেক রাষ্ট্রপতির পৈতৃক বাড়িতে হঠাৎ হামলা চালায়। দুর্বৃত্তরা বাড়ির গেট ভেঙে ভেতরে প্রবেশ করে ঘরের দরজা, জানালা, আসবাবসহ বিভিন্ন মালপত্র ভাঙচুর করে।
এই ঘটনার সময় বাড়িতে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। একই সময়ে উপজেলা যুবলীগ নেতা কায়সার আহমেদ পাভেলের বাড়িতে ঢিল ছোড়া হয়, তবে সেখানে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
ওসি আলমগীর কবির বলেন, বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী সতর্ক অবস্থান নিয়েছে।
৪১ দিন আগে
সীতাকুণ্ডে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৫
চট্টগ্রামে সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে নিয়ন্ত্রণ হারানো একটি যাত্রীবাসের ধাক্কায় শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন।
রবিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে জেলার সীতাকুণ্ড উপজেলার বটতলা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক হতাহতদের পরিচয় জানা যায়নি।
কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন জানান, ঢাকা থেকে চট্টগ্রামমুখী সিডিএম পরিবহনের একটি বাস সীতাকুণ্ড বটতলা এলকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে দাঁড়িয়ে থাকা একটি কার্ভাড ভ্যানকে ধাক্কা দিয়ে উল্টে গেলে ঘটনাস্থলে ৪ জন নিহত হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যায় আরো একজন।
ওসি আরও জানান, এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। তাদের সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্স ও চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়েছে।
খবর পেয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসে উদ্ধারকার চালায়। হতাহতের পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
৪২ দিন আগে