সারাদেশ
গাজীপুরে ডাম্প ট্রাকে ট্রেনের ধাক্কা, নিহত ২
গাজীপুরে ঢাকাগামী একটি ট্রেনের ধাক্কায় একটি ডাম্প ট্রাক দুমড়ে মুচড়ে গিয়ে সেটির চালক ও হেলপার নিহত হয়েছেন।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নাদিরুজ্জামান জানান, অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ডাম্প ট্রাকটির ধাক্কা লাগে। এতে ট্রাকটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই একজন নিহত হন। আর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর অপরজনের মৃত্যু হয়।
মরদেহ দুটি হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে বলে জানান তিনি।
১১৭ দিন আগে
গাজীপুরে সন্ত্রাসী সুমনের ৫টি টর্চার সেলের সন্ধান, অস্ত্র উদ্ধার
গাজীপুরের শ্রীপুরে শীর্ষ সন্ত্রাসী সুমন বাহিনীর ৫টি টর্চার সেলের সন্ধান পেয়েছে পুলিশ। টর্চার সেলগুলো থেকে উদ্ধার করা হয়েছে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের পাঠানটেক, বড়নল, কোষাদিয়া, বরকুল ও নান্দিয়া সাঙ্গুন গ্রামের ৫টি টর্চার সেল গুঁড়িয়ে দেয় পুলিশ। সেলগুলো থেকে একটি এয়ার গান, দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা উদ্ধার করা হয়। এ সময় সুমন বাহিনীর তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয়রা জানিয়েছেন, এসব টর্চার সেলে বিনা অপরাধে মানুষকে এনে বেঁধে শারীরিক নির্যাতনের পর আদায় করা হতো মোটা অংকের টাকা। রাতভর চলতো মাদকের আড্ডা। ধারালো অস্ত্রের আঘাতে খুঁচিয়ে খুঁচিয়ে করা হতো নির্যাতন।
আরও পড়ুন: নাটোরে পদ্মার চরে সন্ত্রাসীদের অস্ত্র মহড়া, গুলিবর্ষণ
সুমন বাহিনীর মোটরসাইকেলযোগে দলবেঁধে চলাচল ছিল বলেও জানান তারা।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, গ্রেপ্তার সুমন শেখদের কয়েকটি টর্চার সেলের সন্ধান পেয়ে সেগুলোতে অভিযান পরিচালনা করা হচ্ছে। টর্চার সেলগুলো থেকে একটি এয়ার গান ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এয়ার গানটিকে বন্দুক হিসেবে দেখিয়ে মানুষকে দেখানো হতো।
পুলিশের গাড়িতে হামলা চালিয়ে সম্প্রতি ছিনিয়ে নেওয়া শীর্ষ সন্ত্রাসী সুমনকে গত রোববার (৩১ আগস্ট) ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
১১৭ দিন আগে
শরীয়তপুরে পুকুরে ডুবে দুই শিশু নিহত
শরীয়তপুরের সখিপুরে পুকুরের পানিতে ডুবে ইমন হোসেন (৫) ও তাউহিদ (৫) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় জান্নাত নামে ৩ বছরের এক শিশুকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার উত্তর তারাবুনিয়া ইউনিয়নের মাদবর কান্দি গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত ইমন হোসেন বাদল সরকারের ছেলে এবং তাউহিদ ইসলাম শাহ-আলম বেপারীর ছেলে। তারা দু’জনেই মাদবর কান্দি সরকারি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা।
স্থানীয়রা জানান, আজ (মঙ্গলবার) দুপুরে তিন শিশু বাড়ির পাশেই খেলাধুলা করছিল। একপর্যায়ে তারা আশ্রয়ণ প্রকল্পের পাশের একটি পুকুরে গোসল করতে নামে। কিছুক্ষণ পর তারা নিখোঁজ হলে পরিবার ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করে। খোঁজা শুরু করলে কিছু সময় পর পুকুরের পানিতে ভেসে উঠতে দেখা যায় এক শিশুর দেহ। পরে গ্রামবাসী পুকুরে নেমে দুই শিশুর লাশ উদ্ধার করে। এ সময় জান্নাত নামে আরও এক শিশুকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
আবুল হোসেন নামে স্থানীয় একজন বলেন, ‘শিশু দুটি নিখোঁজ হওয়ার পর হঠাৎ গ্রামবাসীরা পানিতে কিছু একটা ভাসতে দেখে। এরপর পানিতে নেমে এক শিশুকে উদ্ধার করা হয়। পরে আরেকজনকেও পানিতেই পাওয়া যায়। কিন্তু ততক্ষণে তারা আর বেঁচে ছিল না। তবে জান্নাতকে পুকুরের পাড়ে পেয়েছি জীবিত অবস্থায়। পরে তাকে হাসপাতালে পাঠিয়েছি।’
এ বিষয়ে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুল হক বলেন, ‘পরিবারের অসচেতনতায় এ দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
১১৭ দিন আগে
লালমনিরহাটে তিস্তায় গোসল করতে নেমে কলেজছাত্র নিখোঁজ
লালমনিরহাটের কালীগঞ্জে তিস্তা নদীতে গোসল করতে নেমে মেহেদি হাসান মুহিদ নামে এক কলেজছাত্র নিখোঁজ হয়েছেন।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার তুষভান্ডার ইউনিয়নের আউলিয়ার হাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ কলেজছাত্র মুহিদ উপজেলা সদরের মেডিকেল মোড় এলাকার এনামুল হক এনাম মাষ্টারের ছেলে। তিনি সম্প্রতি চীনের একটি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স সম্পন্ন করে দেশে ফিরেছেন।
স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে চার বন্ধুসহ তিস্তা নদীতে গোসল করতে নামেন মুহিদ। এক পর্যায়ে স্রোতের তোড়ে মুহিদ নদীর গভীরে তলিয়ে যান। সঙ্গে থাকা তিন বন্ধু নদী থেকে উঠতে পারলেও মুহিদ নিখোঁজ হন। এরপর খবর পেয়ে স্থানীয় লোকজন ও কালীগঞ্জ ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। বিকাল ৩টায় শেষ খবর পাওয়া পর্যন্ত তার সন্ধান মেলেনি।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত লিডার শরিফুল ইসলাম জানান, রংপুর থেকে ডুবুরি দল নেওয়া হয়েছে। তারা ফায়ার সার্ভিস সদস্যদের সঙ্গে নিয়ে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। তবে তার সন্ধান মেলেনি।
১১৭ দিন আগে
রাজধানীতে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত, অভিযুক্ত আটক
রাজধানীর দক্ষিণখান এলাকায় দ্বিতীয় স্বামীর ছুরিকাঘাতে আকলিমা আক্তার (৩৩) নামের এক নারী নিহত হয়েছেন।
সোমবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে দেওয়ানবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত স্বামী মাসুদকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিহত আকলিমা আক্তার নোয়াখালীর চাটখিল উপজেলার মৃত রফিকুল্লাহর মেয়ে। তিনি দক্ষিণখানের দেওয়ানবাড়ী এলাকায় পরিবারসহ ভাড়া থাকতেন এবং একটি কাপড়ের শোরুম পরিচালনা করতেন।
নিহতের মেয়ে সাইরী জানান, গতকাল (সোমবার) রাতে মায়ের দ্বিতীয় স্বামী মাসুদ বাসায় এসে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। এরপর গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে রাত ১২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: যশোরে ছুরিকাঘাতে আ.লীগ নেতা নিহত
এর আগে, এলাকাবাসীর সহযোগিতায় অভিযুক্ত মাসুদকে আটক করা হয় বলে জানান নিহতের মেয়ে।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ি ইনচার্জ পরিদর্শক মো.ফারুক বলেন, ‘নিহতের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি দক্ষিণখান থানাকে জানানো হয়েছে।’
১১৮ দিন আগে
বরগুনায় বিএনপি কার্যালয় ভাঙচুর মামলায় আওয়ামীপন্থী ১২ আইনজীবী কারাগারে
বরগুনা জেলা বিএনপি কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় বরগুনা আইনজীবী সমিতির আওয়াপন্থী ১২ আইউনজীবীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে বরগুনা বিজ্ঞ জেলা ও দায়রা জজ মো. সাইফুর রহমানের আদালতে তারা আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
বরগুনা জেলা বিএনপি কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে বরগুনা সদর থানায় তাদের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছিল।
আসামিরা হলেন- মাহবুবুল বারী আসলাম, মজিবুর রহমান, এম মজিবুল হক কিসলু, হুমায়ুন কবির, হুমায়ুন কবির পল্টু, সাইমুল ইসলাম রাব্বি, জুনায়েদ জুয়েল, আমিনুল ইসলাম মিলন, নুরুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন মোল্লা, ইমরান হোসেন, আব্দুর রহমান জুয়েল।
মামলা সূত্র জানায়, দুই বছর আগে ২০২৩ সালের ১৭ মার্চ মামলায় অভিযুক্ত আসামিরা জেলা আওয়ামী লীগের অফিস কার্যালয়ে কেক কেটে শেখ মজিবুর রহমানের জন্মদিন পালন করেন। পরে সেখান থেকে সবাই একত্রিত হয়ে লোহার রড, জিআই পাইপ, বগি দাসহ বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে বরগুনার বিএনপিকে উৎখাত করতে মিছিল সহকারে জেলা বিএনপির কার্যালয়ে প্রবেশ করেন। পরে অফিসে হামলা চালিয়ে ভাঙচুর শুরু করেন তারা।
মামলার পর ১২ আসামি চলতি বছরের ২ জুলাই হাইকোর্ট থেকে আট সপ্তাহের জন্য আগাম জামিন নেন এবং ২১ জুলাই বরগুনা জেলা ও দায়রা জজ আদালতে জামিননামা দাখিল করেন। পরে জামিনের মেয়াদ শেষ হওয়ার আগে ২৪ জুলাই তারা আবারও জামিনের আবেদন করেন। আদালত সেদিন নথি তলব করে শুনানির জন্য দিন নির্ধারণ করেন। মঙ্গলবার শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন এবং তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী মো. আবদুল মোতালেব মিয়া ও মো. হাবিবুর রহমান আকন বলেন, ‘আমরা আবারও জামিনের জন্য আবেদন করব। আসামিরা প্রত্যেকেই কোর্টে নিয়মিত কর্মরত, পালানোর কোনো সম্ভাবনা নেই। তাছাড়া, মামলাটি দুই বছর আগের ঘটনা নিয়ে করা হয়েছে এবং অনেক আসামি আওয়ামী লীগের সদস্যও নন।
অন্যদিকে, রাষ্ট্রপক্ষের পিপি মো. নুরুল আমীন বলেন, ২০২৩ সালে ১৭ মার্চ বরগুনা জেলা বিএনপির অফিস ভাঙচুর ও শহীদ জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার ছবি ভাঙচুর করেন তারা। এ ঘটনার মামলায় ১২ জন আইনজীবী আসামি ছিল। আসামিরা সবাই আওয়ামী লীগের পদধারী।
১১৮ দিন আগে
সালথায় স্ত্রীকে পিটিয়ে হত্যা, ঘাতক স্বামী আটক
ফরিদপুরের সালথায় পারিবারিক বিরোধের জেরে মর্জিনা বেগম (৩৮) নামে এক গৃহবধুকে বটির আছাড়ি দিয়ে পিটিয়ে নির্মমভাবে হত্যা করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। হামলার সময় ঠেকাতে গেলে ঘাতক সন্তান তার মা মেহেরুন বেগমকে (৬৫) পিটিয়ে আহত করে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে উপজেলার সোনাপুর ইউনিয়নের রঙরায়েরকান্দী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক স্বামী মো. বক্কার শেখকে (৪৩) আটক করেছে পুলিশ। নিহত মর্জিনা বেগম ফরিদপুর সদর উপজেলার ফুরসা গ্রামের মৃত মোচন মোল্যার মেয়ে। তার তিন মেয়ে ও এক ছেলে রয়েছে।
এলাকাবাসী জানান, বক্কার শেখ ও তার স্ত্রী মর্জিনা বেগম সন্তানদের নিয়ে রঙরায়েরকান্দী গ্রামে একটি বাড়িতে বসবাস করতেন। ওই বাড়িতে বক্কারের মা মেহেরুন বেগমও থাকতেন। বক্কার ও তার স্ত্রী মর্জিনা মাঝে মাঝেই ঝগড়া করতেন। মঙ্গলবার সকালেও বক্কার ও মর্জিনার কথাকাটাকাটি হয়।
একপর্যায় বক্কারকে ঘর থেকে বের করে দিয়ে দরজা আটকিয়ে দেন স্ত্রী। পরে বক্কার টিনের বেড়া ভেঙ্গে ঘরে ঢুকে বটির আছাড় দিয়ে মর্জিনার মাথায় আঘাত করেন। এতে মাথা ফেটে ঘটনাস্থলেই মারা যান মর্জিনা। হামলার সময় ঠেকাতে এলে বক্কার তার বৃদ্ধা মা মেহেরুনকে পিটিয়ে আহত করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। এদিকে ঘটনার পর বাড়িতেই অবস্থান করছিলেন ঘাতক স্বামী বক্কার। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে থানা নিয়ে যায়।
আরও পড়ুন: আত্মহত্যা-চেষ্টার এক মাস পর চলে গেলেন সেই নারী ফুটবলার
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, পারিবারিক বিরোধের জেরে মর্জিনাকে বটির আছাড় দিয়ে পিটিয়ে হত্যা করে তার স্বামী। খবর পেয়ে ঘটনাস্থল থেকে বক্কারকে আটক করা হয়েছে। কি কারণে স্ত্রীকে এভাবে পিটিয়ে হত্যা করলো, সে বিষয় বক্কারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
১১৮ দিন আগে
বেনাপোল দিয়ে ৬০ টন পেঁয়াজ আমদানি, বাজারে কমছে দাম
আড়াই বছর পর বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে পুনরায় পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। তিনটি পৃথক চালানে মোট ৬০ টন পেঁয়াজ বন্দরে প্রবেশ করেছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সোমবার (১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে তৃতীয় চালানে একটি ট্রাকে ১৫ টন পেঁয়াজ বন্দরের ৩১ নম্বর ইয়ার্ডে প্রবেশ করে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে বেনাপোল বন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপসহকারী শ্যামল কুমার নাথ জানান, গত ২৫ আগস্ট ভারত থেকে প্রথম চালানে একটি ট্রাকে ১৫ টন পেঁয়াজ, ২৮ আগস্ট রাত ৮টার দিকে দ্বিতীয় চালানে দুটি ট্রাকে ৩০ টন পেঁয়াজ বেনাপোল বন্দরে প্রবেশ করে। এ নিয়ে তিন চালানে মোট ৬০ টন পেঁয়াজ ভারত থেকে আমদানি হয়েছে। আমদানিকারক প্রতিষ্ঠান এস এম ওয়েল ট্রেডার্স। মান পরীক্ষা শেষে পেঁয়াজ খালাসের অনুমতি দেওয়া হয়েছে।
আরও পড়ুন: আড়াই বছর পর বেনাপোল বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু
পেঁয়াজ ব্যবসায়ীরা জানান, আড়াই বছর পর বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। পেঁয়াজ আমদানির খবরে স্থানীয় বাজারে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে।
প্রতি টন পেঁয়াজ ৩০৫ মার্কিন ডলারে আমদানি মূল্য দেখানো হয়েছে, যা বাংলাদেশি টাকায় ৩৭ হাজার ৪২৯ টাকা। সে ক্ষেত্রে প্রতি কেজি পেঁয়াজের আমদানি মূল্য পড়েছে প্রায় ৩৮ টাকা। আমদানি করা পেঁয়াজ মানভেদে ৫৭-৬০ টাকার মধ্যে বিক্রি করা সম্ভব।
বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন বলেন, ‘আমদানি করা পেঁয়াজ দ্রুত ছাড় করতে বন্দর কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।’
১১৮ দিন আগে
‘জ্বিনের বাদশা’ সেজে প্রবাসীর ৫৩ লাখ টাকা আত্মসাৎ, প্রতারক গ্রেপ্তার
অনলাইনে ‘জ্বিনের বাদশা’ সেজে প্রতারণার মাধ্যমে চট্টগ্রামের এক প্রবাসীর কাছ থেকে ৫৩ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে কামাল উদ্দিন মীর (৪৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার (১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ভোলার বোরহানউদ্দিন উপজেলার দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকার একটি চায়ের দোকান থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-৮।
গ্রেপ্তার কামাল উদ্দিন ভোলার কাচিয়া ইউনিয়নের পদ্মা মনসা গ্রামের বাসিন্দা।
র্যাব-৮ ভোলা ক্যাম্পের একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করা হয়।
আরও পড়ুন: পর্তুগালের ভিসার নামে অর্থ আত্মসাৎ, সিলেটে প্রতারক গ্রেপ্তার
বিজ্ঞপ্তিতে বলা হয়, পারিবারিক সমস্যা সমাধানের নাম করে কামাল উদ্দিন মীর নিজেকে ‘জ্বিনের বাদশা’পরিচয়ে অনলাইনে বিভিন্ন বিজ্ঞাপন দিতেন। দীর্ঘদিন ধরে এভাবেই অনেকের সঙ্গে প্রতারণা করে আসছিলেন তিনি। অনলাইনে তার দেওয়া এমন একটি বিজ্ঞাপন দেখে চট্টগ্রামের ফটিকছড়ির প্রবাসী দিদারুল আলম পারিবারিক সমস্যা সমাধানের জন্য বিজ্ঞাপনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন। পরে কামাল ভুক্তভোগীর সব ধরনের সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে গত ৭ ফেব্রুয়ারি থেকে ৫ এপ্রিল পর্যন্ত বিভিন্ন সময়ে একাধিক বিকাশ নম্বরের মাধ্যমে মোট ৫৩ লাখ পাঁচ হাজার টাকা হাতিয়ে নেন।
পরবর্তীতে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ভুক্তভোগী দিদারুল আলম চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। আদালতের নির্দেশে ফটিকছড়ি থানায় একটি নিয়মিত মামলা দাখিল হয়।
এরপর মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে র্যাব-৮-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বোরহানউদ্দিনে অভিযান চালিয়ে অভিযুক্ত কামাল উদ্দিনকে গ্রেপ্তার করে।
এই চক্রের অন্যান্য পলাতক সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে র্যাব-৮।
১১৮ দিন আগে
উত্তরায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলচালক নিহত
রাজধানীর উত্তরায় সড়ক দুর্ঘটনায় মো. ফুয়াদ হাসান হৃদয় (২৫) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৫টার দিকে উত্তরা পশ্চিম থানার জসিম উদ্দিন রোড ফ্লাইওভারের ঢালে এ দুর্ঘটনা ঘটে।
পরে সকাল সোয়া ৮টার দিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ফুয়াদকে মৃত ঘোষণা করেন।
২৫ বছর বয়সী এই যুবক হোসেন গ্রুপে কর্মরত ছিলেন। তিনি নওগাঁ সদরের ফাইজুর রহমানের ছেলে।
আরও পড়ুন: অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় ফেনীর শিক্ষার্থী নিহত
রাজীব নামে এক পথচারী জানিয়েছেন, ফ্লাইওভারের ঢালে সিএনজি, পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের চালক ফুয়াদ ছিটকে রাস্তার একপাশে পড়ে যান। তিনিসহ কয়েকজন পথচারী মিলে ফুয়াদকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ফুয়াদের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
১১৮ দিন আগে