সারাদেশ
রাজশাহীতে আমবাগানে ঝুলছিল যুবকের লাশ
রাজশাহীতে পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মনিরুল ইসলাম (৩০) নামের এক যুবক। মঙ্গলবার (১৪ মে) বিকালে আমবাগানে ঝুলন্ত লাশ দেখেন স্থানীয়রা।
মনিরুল উপজেলার তালন্দ ইউনিয়নের লালপুর গ্রামের বাসিন্দা ও আব্দুস সাত্তারের ছেলে।
স্থানীয়রা জানান, প্রতিবেশী সাত্তারের স্ত্রী বেবী পাশের সিরাজুল ইসলামের আমবাগানে ছাগল আনতে গিয়ে একটি আমগাছে মনিরুলের লাশ ঝুলতে দেখতে পান।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে বৃদ্ধাকে গলা কেটে হত্যার অভিযোগ
পরে তিনি বিষয়টি গ্রামবাসী ও নিহতের পরিবারকে জানান। এ ঘটনায় রাত ৯টার দিকে তানোর থানার উপপরিদর্শক (এসআই) হাসমত আলী ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে থানায় নিয়ে যান।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ইউডি (অপমৃত্যু) মামলা দায়ের করা হয়েছে।’
২২৯ দিন আগে
কারাগার থেকে হাসপাতালে সাবেক মন্ত্রী ইমরান
সাবেক প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদকে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (১৩ মে) সকাল ১০টার দিকে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ওসমানী হাসপাতাল পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহকারী উপপরিদর্শক আলাউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মঙ্গলবার সকালে সাবেক মন্ত্রী ইমরান আহমদকে হাসাতালে নিয়ে আসা হয়। তাকে পুলিশি নিরাপত্তায় চিকিৎসা দেওয়া হচ্ছে।’
আরও পড়ুন: শ্বশুরকে হত্যার দায়ে জামাই ও তার ভাইয়ের মৃত্যুদণ্ড
গত বছরের ২১ অক্টোবর রাতে ঢাকার বনানী থেকে সাবেক মন্ত্রী ইমরান আহমদকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে সিলেটের একাধিক মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
গত ৫ ফেব্রুয়ারি অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। ওইদিন তিনটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়। এরপর থেকে তিনি সিলেট কারাগারে ছিলেন।
২২৯ দিন আগে
চট্টগ্রাম রেঞ্জ ও সিএমপিতে চালু হচ্ছে অনলাইন জিডি সেবা
চট্টগ্রাম রেঞ্জের সব জেলার সব থানা ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সব থানায় আগামীকাল বৃহস্পতিবার (১৫ মে) থেকে চালু হচ্ছে অনলাইন জিডি সেবা।
বুধবার (১৪ মে) সকালে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।
তিনি জানান, প্রধান উপদেষ্টার নির্দেশনার আলোকে পুলিশি সেবা সহজীকরণের অংশ হিসেবে থানায় না এসে ঘরে বসেই সব ধরনের জিডি অনলাইনে করার সুবিধা চালু করেছে বাংলাদেশ পুলিশ। প্রাথমিক পর্যায়ে গত ১৫ এপ্রিল সিলেট মেট্রোপলিটন পুলিশের সব থানা এবং চাঁদপুর জেলা পুলিশের সব থানায় অনলাইন জিডি সেবা চালু হয়েছে। এর আগে অনলাইনে শুধু হারানো এবং প্রাপ্তি সংক্রান্ত জিডি করা যেত।
বৃহস্পতিবার থেকে চট্টগ্রাম রেঞ্জের সব জেলা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার সব ধরনের জিডি অনলাইনে করা যাবে। পর্যায়ক্রমে অন্যান্য রেঞ্জ ও মেট্রোতেও অনলাইন এ সেবা চালু হবে।
আরও পড়ুন: সিএমপির সাবেক কমিশনার সাইফুল ঢাকায় গ্রেপ্তার
আগামীকাল থেকে চট্টগ্রাম রেঞ্জের সকল জেলা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার সব ধরনের জিডি অনলাইনে করা যাবে। পর্যায়ক্রমে অন্যান্য রেঞ্জ ও মেট্রোতেও অনলাইন জিডি সেবা চালু হবে।
অনলাইন জিডি সেবা পেতে গুগল প্লে স্টোর থেকে ‘অনলাইন জিডি’ অ্যাপ ডাউনলোডের পর রেজিস্ট্রেশন করে এ সেবা পাওয়া যাবে। এক্ষেত্রে একাধিকবার রেজিস্ট্রেশন করার প্রয়োজন নেই।
রেজিস্ট্রেশন অথবা অনলাইন জিডি করতে কোনো ধরনের অসুবিধা হলে ০১৩২০০০১৪২৮ হটলাইন নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। হটলাইন নম্বরটি ২৪ ঘণ্টা চালু আছে।
২২৯ দিন আগে
চাঁপাইয়ে বজ্রপাতে ছেলের মৃত্যু, আহত মা
চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে মিজানুর রহমান মিজান নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যার দিকে শহরের শিবতলা-গুলবাগ মহল্লায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় তার মা সুফিয়া খাতুন আহত হয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতালের চিকিৎসক উম্মে হাবিবা বলেন, ‘সুফিয়া খাতুনের অবস্থাও গুরুতর।’
আরও পড়ুন: বজ্রপাত নিয়ে সতর্কবার্তা দিল আবহাওয়া অধিদপ্তর
নিহত মিজানুর রহমান শিবতলা-গুলবাগের মনোয়ার হোসেনের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ঝড়-বৃষ্টির সময় মিজান ও তার মা বাড়ির সামনের একটি আমগাছের নিচে দাড়ান। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই মিজান মারা যান ও তার মা আহত হন।’
২২৯ দিন আগে
লক্ষ্মীপুরে বৃদ্ধাকে গলা কেটে হত্যার অভিযোগ
লক্ষ্মীপুরের রামগঞ্জে ঘরে ঢুকে তাজিয়া বেগম নামে এক বৃদ্ধাকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।
মঙ্গলবার (১৩ মে) রাত ১১টার দিকে রামগঞ্জ উপজেলার চন্ডীপুর ইউনিয়নের কালুপুর গ্রামের ক্বারী সাহেবের বাড়িতে এই হত্যারকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত তাজিয়া ক্বারী সাহেবের বাড়ির আব্দুল মান্নানের স্ত্রী।
স্থানীয়রা জানান, নিহতের স্বামী মান্নান এশার নামাজের আজান দিলে মসজিদে নামাজ পড়তে যান। সেখান থেকে তিনি এসে দেখেন রান্না ঘরে তার স্ত্রী তাজিয়া রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। মান্নানের চিৎকারে আশপাশের লোকজন জড়ো হতে থাকে। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ময়নাতদন্তের জন্য পুলিশ লাশ উদ্ধার সদর হাসপাতালে নিয়ে আসে।
আরও পড়ুন: ঢাবি ছাত্র সাম্য হত্যার ঘটনায় আটক ৩
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, ‘নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। কে বা কারা কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনও জানা যায়নি।’ তবে তদন্ত চলছে বলে জানান ওসি আবুল বাশার।
২২৯ দিন আগে
খুবিতে শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থী আটক
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ইতিহাস ও সভ্যতা বিভাগের প্রভাষক হাসান মাহমুদ সাকিকে লাঞ্ছিতের ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থী মোহাম্মদ মোবারক হোসেন নোমানকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত নোমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ১৮ ব্যাচের শিক্ষার্থী।
মঙ্গলবার (১৩ মে) রাত ১০ টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে নোমানকে আটক করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সোনাডাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।
এর আগে, শনিবার (৩ মে) বিকালে অনুষ্ঠিত ২৩১তম জরুরি সিন্ডিকেট সভায় অভিযুক্ত নোমানের বিরুদ্ধে পাওয়া তথ্য, উপাত্ত ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়। একইসঙ্গে তাকে খুলনা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রবেশের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়। এ ছাড়া, পূর্ণাঙ্গ সিদ্ধান্ত না আসা পর্যন্ত নোমানের স্নাতক ডিগ্রির সনদপত্র সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।
আরও পড়ুন: খুবিতে শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল
গত ২মে রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সামনে প্রভাষক সাকির ওপর হামলা করেন নোমান। এতে গুরুতর আহত হন সাকি।
ঘটনার পরপরই বিষয়টি ক্যাম্পাসজুড়ে ছড়িয়ে পড়ে এবং শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। হামলার প্রতিবাদে গভীর রাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন বিশ্ববিদ্যালয়টির সাধারণ শিক্ষার্থীরা।
২২৯ দিন আগে
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ববি ভিসির অপসারণ
শিক্ষার্থীদের টানা ২৯ দিনের আন্দোলনের মুখে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনকে অব্যাহতি দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৩ মে) রাতে এ তথ্য নিশ্চিত করেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব এএসএম কাসেম।
তিনি জানান, ‘ববি উপাচার্যকে অপসারণ করা হয়েছে। অল্প সময়ের মধ্যে সংশ্লিষ্ট ওয়েবসাইটে প্রজ্ঞাপন আপলোড হবে।’
টানা ২৯ দিনের আন্দোলনের মুখে ড. শুচিতা শরমিনকে অব্যাহতি দিয়ে তার পূর্ববর্তী পদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক পদে পুনর্বহাল করা হয়েছে।
পৃথক আরেকটি প্রজ্ঞাপনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. তৌফিক আলমকে ববির ভারপ্রাপ্ত উপাচার্য পদের দায়িত্ব দেয়া হয়েছে।
আরও পড়ুন: উপাচার্যের অপসারণের দাবিতে এবার আমরণ অনশনে ববির শিক্ষার্থীরা
এদিকে, গতকাল (মঙ্গলবার) রাত ৯টার দিকে উপাচার্যের অপসারণের খবর ছড়িয়ে পড়ে শিক্ষার্থীদের মধ্যে। এরপরই তারা ক্যাম্পাসে আনন্দ মিছিল করেন।
এর আগে, উপাচার্যের অপসারণের দাবিতে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বিকাল সাড়ে ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত ববি ক্যাম্পাস সংলগ্ন বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে মহাসড়কের দুইপাশে অসংখ্য যানবাহন আটকে চরমে দুর্ভোগে পড়ের যাত্রীরা।
তার আগে, সোমবার (১২ মে) রাত থেকে উপাচার্যের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের ডাকা একাডেমিক ও প্রশাসনিক শাটডাউনে স্থবির ববির গ্রাউন্ড ফ্লোরে আমরণ অনশনে বসেন ১৩ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ৫ জন মঙ্গলবার দুপুরে অসুস্থ হয়ে পড়েন।
আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরাও সংহতি জানিয়েছিলেন। এ ছাড়া, প্রশাসনিক দায়িত্ব থেকেও পদত্যাগ করেন ১১ শিক্ষক।
২২৯ দিন আগে
নিখোঁজের ২ দিন পর ভুট্টাখেতে মিলল যুবকের অর্ধগলিত লাশ
চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর গ্রামের আদমকুড়ি মাঠের একটি ভুট্টাখেত থেকে আলমগীর হোসেন (৪৫) নামের এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিখোঁজ হওয়ার দুদিন পর মঙ্গলবার (১৩ মে) দুপুর ১টার দিকে স্থানীয়রা লাশটি দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ তা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
আলমগীর হোসেন সদর উপজেলার কুতুবপুর গ্রামের পশ্চিমপাড়ার মৃত শামসুল মণ্ডলের ছেলে।
আরও পড়ুন: ব্রহ্মপুত্র নদে ভেসে উঠল নিখোঁজ দুই ভাইয়ের লাশ
স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে স্থানীয় কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে ভুট্টাখেতে একটি লাশ পড়ে থাকতে দেখেন। পরে খবর দিলে আলমগীরের স্বজনরা ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করেন।
২৩০ দিন আগে
পাবনায় চরমপন্থি নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা
পাবনা সদরের ভাঁড়ারা ইউনিয়নের কোলাদী বিজয়রামপুর গ্রামে বাবুল শেখ ওরফে লগা (৪০) নামের এক চরমপন্থি নেতাকে গুলি করে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।
মঙ্গলবার (১৩ মে) ভোরের দিকে ইউনিয়নের কোলাদী বিজয়রামপুরের একটি বাগান থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। এর আগে সোমবার (১২ মে) দিবাগত রাত ১২টায় এই ঘটনা ঘটে।
নিহত লগা কোলাদী বিজয়রামপুরের হোসেন শেখের ছেলে। তিনি সর্বহারা দলের নেতা ছিলেন।
বাবুল শেখ ওরফে লগা হত্যা, ডাকাতি মামলার আসামি ছিলেন বলে জানা গেছে। তিনি পাবনার বৈষম্যবিরোধী ছাত্র হত্যার মামলার প্রধান আসামি আওয়ামী লীগ নেতা আবু সাঈদ খানের বিশেষ ক্যাডার ছিলেন।
আরও পড়ুন: প্রতিপক্ষকে ফাঁসাতে মেয়েকে হত্যার অভিযোগ, বাবা-মাসহ গ্রেপ্তার ৩
স্থানীয়রা জানান, ভাঁড়ারা ইউনিয়নের কোলাদী বিজয়রামপুর এলাকার সেউলি বাজার থেকে বাড়ি যাওয়ার পথে দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি করে হত্যা করে পালিয়ে যায়। এরপর এলাকাবাসী থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
এলাকাবাসী অভিযোগ করে বলেন, এই লগা সর্বনিম্ন অর্ধশত মানুষকে গলা কেটে হত্যা করেছে। তার কাজই ছিল মানুষ হত্যা। এজন্য সে এক সময় ক্রসফায়ারের আসামি ছিল। দুবলিয়া বাজারে বাবা-ছেলেকে সে নিজেই হত্যা করেছিল। মানুষকে হত্যা করাই তার নেশা ও পেশ ছিল।
বর্তমানে এলাকায় গরু চুরি, ডাকাতি, ধর্ষণসহ নানা অপকর্ম করে বেড়াতেন। পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, ‘লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।’
২৩০ দিন আগে
পোষার জন্য খাঁচায় আটকে রাখা হয় মেছো বিড়াল, পরে উদ্ধার
কুমিল্লার লালমাই উপজেলার জগতপুর উত্তরপাড়ায় একটি মেছো বিড়াল আটক করেছে গ্রামবাসী। সোমবার (১২ মে) বিকালে ফসলি জমি থেকে ধাওয়া করে এটিকে আটক করা হয়েছে।
এদিকে উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের জগৎপুর উত্তর পাড়া থেকে এই মেছো বিড়ালটিকে উদ্ধার করে লালমাই উদ্ভিদ উদ্যানে নেওয়া হয়েছে। সেখানে এটিকে অবমুক্ত করা হবে।
সোমবার জগতপুর গ্রামের নুরুন্নবী বলেন, ‘বিকালে বাড়ির পাশের ফসলি জমির আইলে ঘাস কাটছিলাম। এ সময় মেছো বিড়ালটিকে কয়েকজন ধাওয়া করে আটক করে। পরে কবুতরের খাঁচায় বিড়ালটিকে বন্দি করে রাখা হয়। বর্তমানে এটি আমার ভাই অলি উল্যার ঘরে রয়েছে।’
অলি উল্যাহ বলেন, ‘শখের বসে কবুতরসহ বিভিন্ন পাখি পালন করি। গ্রামবাসীরা মেছো বিড়ালটি ধরে আমার কাছে দিয়েছে। এটিকে নিয়মিত খাবার দিচ্ছি।’
আরও পড়ুন: মেছো বিড়ালসহ বিপন্ন বন্যপ্রাণী রক্ষায় সচেতনতা বাড়াতে বিশেষ ভ্যান
সরকারি কোনো সংস্থা না নিলে অথবা আইনি বাধা না থাকলে মেছো বিড়ালটিকে স্থায়ীভাবে আমার কাছে রাখতে চাই বরে জানান তিনি।
লালমাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিমাদ্রী খীসা বলেন, ‘একটি মেছো বিড়াল জগতপুর গ্রামে খাঁচায় বন্দি আছে জানতে পেরে বন বিভাগের কর্মকর্তাদের জানিয়েছি।’
তারা দ্রুত সময়ের মধ্যে মেছো বিড়ালটিকে উদ্ধার করে বনে ছেড়ে দেওয়া হবে বলে জানান তিনি।
২৩০ দিন আগে