সারাদেশ
খাগড়াছড়িতে কালবৈশাখী ও শিলাবৃষ্টিতে আমের ব্যাপক ক্ষতি
খাগড়াছড়ির বিভিন্ন এলাকায় কালবৈশাখী ও শিলাবৃষ্টিতে আমের ব্যাপক ক্ষতি হয়েছে। এ সময় গাছ থেকে ঝরে পড়েছে বিপুল পরিমাণ অপরিপক্ব আম। এ ছাড়া গাছের ডালপালা ভেঙে যাওয়াসহ কোথাও কোথাও গোটা গাছ উপড়ে গেছে। এতে আমচাষি ও ব্যবসায়ীদের মধ্যে বেড়েছে উদ্বেগ।
খাগড়াছড়ির ভূয়াছড়ি এলাকার আম বাগানের উদ্যোক্তা মংশিতু চৌধুরী বলেন, ‘ঝড়ে আমার বাগানের অন্তত ৫-৬ মেট্রিকটন আম পড়ে গেছে। বেশ কিছু গাছের ডালপালা ভেঙে গেছে।’
মাটিরাঙ্গার মুসলিম পাড়া এলাকার বাগান মালিক ও খাগড়াছড়ি বাজারের আম ব্যবসায়ী মো. সাদ্দাম হোসেন বলেন, ‘বাগানে ঝড়ো বাতাসে কয়েকটি আমগাছ ভেঙে গেছে। ঝড়ে অনেক কাঁচা আম পড়ে গেছে। এইসব আম এখনও পরিপক্ক হয়নি, বাজারে বিক্রি করাও সম্ভব নয়।’
আরও পড়ুন: কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে ও ডাল ভেঙে ২ জনের মৃত্যু
স্থানীয়রা জানান, শুধু ভূয়াছড়ি বা মুসলিম পাড়াই নয়—খাগড়াছড়ির বিভিন্ন উপজেলায় এই ঝড়ের প্রভাব পড়েছে। মহালছড়ি, মানিকছড়ি, রামগড়, গুইমারা ও পানছড়িতে আম ও অন্যান্য ফলের বাগানের ক্ষতি হয়েছে। এছাড়া শিলাবৃষ্টিতে আমে দাগ ও পচনও দেখা গেছে।
খাগড়াছড়ি সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাব্বি হাসান বলেন, ‘আমরা মাঠ পর্যায়ে ক্ষয়ক্ষতির তালিকা করছি। চাষিদের সহায়তায়সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
২৩০ দিন আগে
উপাচার্যের অপসারণের দাবিতে এবার আমরণ অনশনে ববির শিক্ষার্থীরা
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের অপসারণে এবার আমরণ অনশনে বসেছেন শিক্ষার্থীরা। এ ছাড়া, মঙ্গলবার (১৩) দুপুর ২ টার মধ্যে উপাচার্য পদত্যাগ না করলে পুরো দক্ষিণবঙ্গ অচল করে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।
এর আগে, সোমবার (১২ মে) রাত সাড়ে ৯টার দিকে চলমান একাডেমিক শাটডাউন কর্মসূচির মধ্যে অনশন কর্মসূচি শুরু করেন তারা।
রাত সাড়ে নয়টার দিকে ডাকা এক জরুরি সংবাদ সম্মেলনে শিক্ষার্থী সুজয় শুভ বলেন, ‘উপাচার্যকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। তিনি ক্যাম্পাসে প্রবেশ করতে পারছেন না। ২৮ দিন ধরে চলমান এই আন্দোলনের কোনো পর্যায়ে তিনি শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করেননি। অথচ শেষ মুহূর্তে এসে ফেসবুক লাইভে আসছেন। আমাদের স্পষ্ট কথা, তার মত ফ্যাসিস্ট উপাচার্য আমরা চাই না।’
আরও পড়ুন: ভিসি অপসারণের দাবিতে ববিতে ‘একাডেমিক শাটডাউন’ ঘোষণা
তিনি আরও বলেন, ‘আমাদের যৌক্তিক আন্দোলনকে মেনে নিয়ে উপাচার্যকে সরিয়ে দেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছিল। কিন্তু তারা আমাদের কথার কোনো কর্ণপাত করেননি। তাই মঙ্গলবার দুপুর ২টার মধ্যে উপাচার্য যদি পদত্যাগ না করেন, তাহলে আমরা দক্ষিণবঙ্গ অচল করে দেব।’
আরেক শিক্ষার্থী মোশাররফ হোসেন বলেন, ‘দাবি মেনে না নেওয়ায় বাধ্য হয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী-কর্মচারীরা একসঙ্গে সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছি। দ্রুত আমাদের দাবি মেনে না নিলে আন্দোলন আরও কঠোর হবে।’
এদিকে, সোমবার শিক্ষার্থীদের ডাকা একাডেমিক ও প্রশাসনিক শাটডাউনে ববিতে অচলাবস্থা দেখা দিয়েছে। দিনভর ২৫টি বিভাগে পরীক্ষা চললেও শিক্ষার্থীদের ক্লাস করতে দেখা যায়নি।
এ ছাড়া শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে বিবৃতি ও সংবাদ সম্মেলন করেছেন শিক্ষকরা। কর্মকর্তা-কর্মচারীদেরও একাংশ শিক্ষার্থীদের আন্দোলনে যোগ দিয়েছেন।
এ ছাড়াও চলমান আন্দোলনের অংশ হিসেবে শিক্ষার্থীরা ক্যাম্পাসে অবস্থান, ঢাকা-কুয়াকাটা মহাসড়কে মশাল মিছিল ও অবরোধ, উপাচার্যের বাসভবনে তালা লাগানো, সংবাদ সম্মেলনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন।
২৩০ দিন আগে
প্রতিপক্ষকে ফাঁসাতে মেয়েকে হত্যার অভিযোগ, বাবা-মাসহ গ্রেপ্তার ৩
কুড়িগ্রাম সদর উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের মেয়েকে খুন করার অভিযোগ উঠেছে এক বাবা-মায়ের বিরুদ্ধে। এ অভিযোগে নিহতের বাবা জাহিদুর ইসলামসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১২ মার্চ) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ।
গ্রেপ্তার জাহিদুল সদর উপজেলার হলোখানা ইউনিয়নের কাগজিপাড়া এলাকার বাসিন্দা। হত্যার শিকার স্কুল ছাত্রী জান্নাতি (১৫) জাহিদুল ইসলামের মেয়ে।
পুলিশ সূত্রে জানা যায়, জাহিদুলের সঙ্গে তার প্রতিবেশি মজিবর রহমানের ৩২ বিঘা জমি নিয়ে বিরোধ চলছিল। প্রতিপক্ষদের ফাঁসানোর উদ্দেশ্যে শনিবার (১০ মে) গভীর রাতে স্ত্রী ও ভাইয়ের স্ত্রীর সহযোগিতায় মেয়ে নবম শ্রেণির শিক্ষার্থী জান্নাতিকে রড ও দা দিয়ে কুপিয়ে হত্যা করে ভুট্টা খেতে মরদেহ ফেলে রাখেন এবং খড়ের পালায় আগুন লাগিয়ে দেন।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে সেতু থেকে ঝাঁপ দেওয়া নিখোঁজ যুবকের লাশ উদ্ধার
পরে হত্যার ঘটনায় নিহতের চাচা খলিল হক (৫৫) বাদী হয়ে কুড়িগ্রাম থানায় একটি এজাহার দাখিল করেন। এজাহার দায়েরের পর কুড়িগ্রাম থানা পুলিশ ঘটনাটি তদন্ত শুরু করে। তদন্তের এক পর্যায়ে পুলিশ জানতে পারে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের মেয়েকে হত্যা করেন বাবা-মা।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার তদন্তকারী অফিসার কুড়িগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ ও ডিবি পুলিশের একটি টিম তাৎক্ষণিকভাবে অনুসন্ধান শুরু করে মাত্র ৪ ঘন্টার মধ্যে ওই ঘটনার মূল রহস্য বের করে। এ ঘটনায় নিহতের বাবা জাহিদুলসহ মা মোর্শেদা বেগম (৩৮) ও চাচী শাহিনুর বেগম (৪৫) কে গ্রেপ্তার করা হয়েছে।
আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানান বজলার রহমান।
২৩০ দিন আগে
কালবৈশাখীতে গাছের ডাল পড়ে র্যাব সদস্য নিহত
গাইবান্ধা সদর উপজেলায় কালবৈশাখী ঝড়ে গাছের ডাল ভেঙে পড়ে আবু বক্কর সিদ্দিক নামে র্যাবের একজন কনস্টেবল নিহত হয়েছেন।
রবিবার (১২ মে) রাত সাড়ে ১০টার দিকে গাইবান্ধা-সাদুল্লাপুর সড়কের সাহার বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আবু বক্কর সিদ্দিক গাইবান্ধা র্যাব- ১৩ ক্যাম্পে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তিনি কুষ্টিয়া জেলার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, ডিউটি শেষে রবিবার রাতে এক সহকর্মীর সাথে মোটরসাইকেলযোগে ক্যাম্পে ফিরছিলেন আবু বক্কর সিদ্দিক। এ সময় সাহার বাজার এলাকায় পৌঁছালে হঠাৎ শুরু হওয়া কালবৈশাখী ঝড়ে সড়কের পাশের একটি গাছের ডাল ভেঙে পড়ে তাদের ওপর। এতে আবু বক্কর সিদ্দিক গুরুতর আহত হন।
আরও পড়ুন: কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে ও ডাল ভেঙে ২ জনের মৃত্যু
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার সঙ্গে থাকা অপর সহকর্মীরও আহত হয়েছেন বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দরকার।
২৩১ দিন আগে
ব্রহ্মপুত্র নদে ভেসে উঠল নিখোঁজ দুই ভাইয়ের লাশ
কুড়িগ্রামের উলিপুরে ব্রহ্মপুত্র নদে গোসলে নেমে ডুবে যাওয়া নিখোঁজ দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার (১২ মে) সকাল ৭টার দিকে উপজেলার হাতিয়া ইউনিয়নের পালের ঘাট এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করেন স্থানীয়রা। বিষয়টি নিশ্চিত করেছেন উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান।
নিহত শিশুরা হলো—ইব্রাহিম আলী (১২) ও ইমরান হোসেন (৮)। তারা আপন দুই ভাই।
আরও পড়ুন: কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে ও ডাল ভেঙে ২ জনের মৃত্যু
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১০ মে) দুপুর ৩টার দিকে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের চর জলাঙ্গারকুঠি গ্রামে ব্রহ্মপুত্র নদে গোসলে নেমে নিখোঁজ হয় দুই ভাই। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয়রা দীর্ঘ সময় ধরে তাদের খোঁজ করে ব্যর্থ হন।
পরে সোমবার সকালে ঘটনাস্থল থেকে প্রায় তিন কিলোমিটার ভাটিতে পালের ঘাট এলাকায় দুই শিশুর লাশ ভেসে ওঠে। পরে সেখান থেকে স্থানীয়রা লাশগুলো উদ্ধার করেন।
ওসি জিল্লুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
২৩১ দিন আগে
কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে ও ডাল ভেঙে ২ জনের মৃত্যু
ময়মনসিংহে কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে ও ডাল ভেঙে দুজনের মৃত্যু হয়েছে। রবিবার (১১ মে) সন্ধ্যার দিকে ঘাগড়া ইউনিয়নের বাড়েরা এলাকায় ও মরাকুড়ি এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন— বাড়েরা এলাকায় আব্দুল মজিদের ছেলে সজিব (২০) ও মরাকুড়ি এলাকার মৃত আফসার আলীর ছেলে সুরুজ মিয়া (৫৫)।
স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে ঝড় শুরু হলে ঘাগড়া ইউনিয়নের বাড়েরা এলাকায় একটি গাছের নিচে আশ্রয় নেন সজিব। এ সময় হঠাৎ করে তার ওপর গাছ ভেঙে পড়লে ঘটনাস্থলেই নিহত হন। অপরদিকে মরাকুড়ি এলাকায় সুরুজ মিয়া বাড়ির পাশেই দাঁড়িয়ে ছিলেন। এ সময় ঝড় শুরু হলে গাছের একটি ডাল তার মাথার ওপরে এসে পড়ে। এতে তিনি গুরুতর আহত হন।
আরও পড়ুন: চলতি মাসে আরও তাপপ্রবাহ ও ঘূর্ণিঝড়ের পূর্বাভাস
পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম খান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
২৩১ দিন আগে
সিলেটের দুপক্ষের সংঘর্ষে যুবলীগ নেতার মৃত্যু
সিলেটের বালাগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত যুবলীগ নেতা লয়লুছ মিয়া চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
রবিবার (১১ মে) রাত সাড়ে ১০টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মৃত্যুর পর উত্তপ্ত পরিস্থিতির মধ্যে স্থানীয় বিএনপি নেতা ইউনুস মিয়ার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন ভূইয়া।
এর আগে শনিবার (১০ মে) দুপুরে বালাগঞ্জ সদরে নৌকায় ওঠা নিয়ে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগ নেতা লয়লুছ মিয়া এবং উপজেলা বিএনপি নেতা ইউনুস আলীর অনুসারীদের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে লয়লুছ মিয়াসহ কয়েকজন আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।
আরও পড়ুন: চোর সন্দেহে পিটুনিতে শ্রমিকদল নেতার মৃত্যু, লক্ষ্মীপুরে গ্রেপ্তার ৪
তার মৃত্যুর সংবাদ এলাকায় পৌঁছালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
এরপর রবিবার মধ্যরাতেই যুবলীগ নেতার স্বজনরা বিএনপি নেতা ইউনুস মিয়ার বাড়িতে অগ্নিসংযোগ করেছেন। এতে বাড়ির একটি অংশ পুড়ে যায় বলে স্থানীয়রা জানান। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
বালাগঞ্জ থানার ওসি মো. ফরিদ উদ্দিন ভূইয়া বলেন, নৌকায় উঠাকে কেন্দ্র করে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত যুবলীগ নেতা লয়লুছ মিয়া চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। যুবলীগ নেতার মৃত্যুর সংবাদ পেয়ে স্থানীয় ও তার স্বজনরা বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ করছেন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
২৩১ দিন আগে
ভিসি অপসারণের দাবিতে ববিতে ‘একাডেমিক শাটডাউন’ ঘোষণা
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য (ভিসি) ড. শুচিতা শরমিনের অপসারণের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে অনির্দিষ্টকালের জন্য ‘একাডেমিক শাটডাউন’ ঘোষণা করেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।
রবিবার (১১ মে) রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পসে মশাল মিছিল করেন তারা। মিছিল শেষে আজ (সোমবার) থেকে এই কর্মসূচী শুরু করার ঘোষণা দেওয়া হয়।
শিক্ষার্থীরা জানান, শাটডাউন চলাকালে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে পূর্বনির্ধারিত সেমিস্টার পরীক্ষা ও জরুরি সেবা চালু থাকবে।
এ বিষয়ে প্রতিটি বিভাগে শিক্ষক বরাবর আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে বলেও জানান তারা।
বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক উন্মেষ রায় বলেন, ‘শিক্ষার্থীদের কাছ থেকে চিঠি পেয়েছি। আমরা আগেই আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছি।’
যে ভিসিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা গ্রহণ করেন না, তাকে এই পদে রাখা উচিত নয় বলেও মন্তব্য করেন এই শিক্ষক।
আরও পড়ুন: বরিশাল নার্সিং কলেজে শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন
শিক্ষার্থীরা অভিযোগ করেন, উপাচার্যের অবহেলার কারণেই বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী বিনা চিকিৎসায় মারা গিয়েছেন। এ ছাড়া ছাত্রলীগকে পুনর্বাসনের অভিযোগ, ফ্যাসিবাদী আচরণ এবং শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা দায়েরসহ একাধিক ইস্যুতে তারা ভিসির প্রতি ক্ষুব্ধ বলে জানান।
তাদের ভাষ্যে, ‘নিজ শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা করতে পারলেও, উন্নয়নমূলক কোনো কার্যক্রমে ভিসি শরমিনের ভূমিকা ছিল না।’
রবিবার রাতে আয়োজিত মশাল মিছিলে বিশ্ববিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নেন। মিছিল শেষে আন্দোলনকারীরা উপাচার্য ড. শুচিতা শরমিনকে ক্যাম্পাসে ঢুকতে বাধা দেওয়ার ঘোষণা দেন এবং তার পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন।
২৩১ দিন আগে
শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল বরিশাল নার্সিং কলেজ
বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় ৭২ ঘন্টা পার হলেও অভিযুক্ত শিক্ষকদের অপসারণ না করার প্রতিবাদে অভিযুক্ত শিক্ষকদের কুশ পুতুল দাহ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে আমরণ অনশনের হুঁশিয়ারিও দেন তারা।
এর আগে রবিবার (১১ মে) কলেজের হলরুমে একটি সংবাদ সম্মেলনে আয়োজন করেন শিক্ষার্থীরা। সেখানে তাদের বিভিন্ন দাবি তুলে ধরেন এবং সোমবারের (১২ মে) মধ্যে দাবি পূরণ না হলে আমরণ অনশনের হুঁশিয়ারি দেন।
শিক্ষার্থীরা বলেন, গত ৩০ এপ্রিল থেকে ৩২টি সরকারি ও ১৫৪টি বেসরকারি নার্সিং কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নীতিমালা অনুযায়ী শিক্ষক নিয়োগসহ চার দফা দাবিতে আন্দোলন শুরু করেন।
আরও পড়ুন: বরিশাল নার্সিং কলেজে শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন
কিন্তু ৬ মে কর্মসূচি পালনের সময় তারা শিক্ষকদের বাধা ও মারধরের শিকার হন বলে অভিযোগ করেন। শিক্ষার্থীরা জানান, তাদের দাবি না মানা পর্যন্ত এবং হামলার ঘটনার বিচার না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। এছাড়া হামলায় জড়িত শিক্ষকদের বিচারের আওতায় আনা না হলে আমরন অনশনের হুঁশিয়ারিও দেন তারা।
সংবাদ সম্মেলনের পর বেসিক বিএসসির সব শিক্ষার্থীর উপস্থিতিতে একাডেমিক ভবনের সামনে হামলায় জড়িত শিক্ষকদের প্রতিকৃতি সম্বলিত কুশ পুতুল দাহ করে প্রতিবাদ জানানো হয়।
এছাড়া, রাতে কলেজ ক্যাম্পাসে মশাল মিছিলের আয়োজন করা হবে বলে জানান শিক্ষার্থীরা। পাশাপাশি, আগামীকাল (১২ মে) আন্তর্জাতিক নার্সেস ডে পালন থেকে বিরত থাকার ঘোষণাও দেন তারা।
২৩২ দিন আগে
হিলি স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ
বুদ্ধ পূর্নিমা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে স্বাভাবিক রয়েছে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার।
রবিবার (১১ মে) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই বন্দর দিয়ে সব ধরণের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রাখা হয়েছে।
হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ফেরদৌস রহমান জানান, আজ (রবিবার) দেশে বুদ্ধ পূর্নিমা উদযাপিত হচ্ছে, এদিন সরকারি ছুটি রয়েছে। একারণে দুই দেশের আমদানি-রপ্তানিকারক ব্যবসায়ী, পরিবহন শ্রমিক ও বন্দর শ্রমিকেরা হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। ফলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই বন্দর দিয়ে সব ধরণের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।
আরও পড়ুন: হিলি বন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ
তিনি আরও জানান, সোমবার (১২ মে) সকাল থেকে বন্দর দিয়ে আবার আমদানি-রপ্তানি শুরু হবে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুল ইসলাম জানান, বুদ্ধ পূর্নিমা উপলক্ষে বন্দরে পণ্য আনা-নেওয়াসহ অন্যান্য কার্যক্রম বন্ধ রাখা হলেও হিলি চেকপোস্ট দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে বৈধ পাসপোর্ট-ভিসায় যাত্রীদের চলাচল অব্যাহত রয়েছে। সপ্তাহের সাতদিনই সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত পাসপোর্ট যাত্রীরা
২৩২ দিন আগে