চট্টগ্রামের রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড গরিব উল্লাহপাড়া গ্রামে ঘরে ঢুকে এক যুবদলকর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (১৯ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে ভান্ডারী কলোনির একটি বাসায় এ ঘটনা ঘটে।
নিহত মুহাম্মদ মানিক আবদুল্লাহ (৩৬) উল্লাহপাড়া গ্রামের স্থানীয় আবদুল মোতালেবের ছেলে। দীর্ঘদিন সংযুক্ত আরব আমিরাতে ছিলেন তিনি।
গত বছরের অক্টোবরে তিনি দেশে আসেন। স্ত্রী ও ছেলে-মেয়েকে নিয়ে নগরের একটি ভাড়া বাসায় থাকতেন তিনি।
আরও পড়ুন: হাতিরঝিলে যুবদল নেতা গুলিবিদ্ধ
স্থানীয়রা জানান, দিবাগত রাতে ঘরে ঢুকে কয়েকজন দুর্বৃত্ত গুলি করে তাকে হত্যার পর অটোরিকশা ও মোটরসাইকেল করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
রাউজান থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী সৈকত বলেন, ‘নিহত যুবদলকর্মীর মাথা, উরু ও পায়ে গুলি করা হয়েছে। তিনটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’