রাজনীতি
খায়রুলের গ্রেপ্তারে মির্জা ফখরুলের শুকরিয়া, চান দৃষ্টান্তমূলক শাস্তি
সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেপ্তার করায় সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দায়িত্বে থাকাকালীন এই বিচারপতি জাতির অপূরণীয় ক্ষতি করেছেন।
বৃহস্পতিবার (২৪ জুলাই) বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফখরুল বলেন, ভবিষ্যতে যেন কেউ রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করতে উচ্চপদে থেকে ক্ষমতার অপব্যবহার না করে, সে জন্য খায়রুল হকের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।
তিনি বলেন, ‘খায়রুল হক বাংলাদেশের বড় শত্রুদের একজন। তিনি দায়িত্বে থেকে দেশের বড় ক্ষতি করেছেন। আজ তিনি গ্রেপ্তার হওয়ায় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।’
বিএনপি মহাসচিব বলেন, প্রধান বিচারপতির পদে থেকে তিনি বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণের দায়িত্ব পালন করেছেন, কিন্তু তিনি সেখানে প্রতারণার আশ্রয় নিয়েছিলেন।
খায়রুল হক তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে যে রায় দিয়েছেন, সেটির মাধ্যমে তিনি একইসঙ্গে জনগণ ও রাষ্ট্রকে প্রতারিত করেছেন বলে অভিযোগ করেন ফখরুল।
তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে যে সংক্ষিপ্ত রায় দিয়েছিলেন, তার সঙ্গে পূর্ণাঙ্গ রায়ের অনেক পার্থক্য ছিল। আমরা মনে করি, তার দেওয়া সংক্ষিপ্ত রায়টি রাষ্ট্রীয় স্বার্থ বিরোধী। আমরা সরকারের প্রতি কৃতজ্ঞ যে, তারা দেরিতে হলেও খায়রুল হকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে।’
এক প্রশ্নের জবাবে ফখরুল বলেন, ‘‘তত্ত্বাবধায়ক সরকার নিয়ে রায় পরবর্তী রাজনৈতিক সংকটের জন্য খায়রুল শতভাগ দায়ী।’’
পড়ুন: নির্বাচন নিয়ে সরকার সঠিক পথেই এগোচ্ছে: ফখরুল
তাকে কী ধরনের শাস্তি দেয়া উচিত—এই প্রশ্নে ফখরুল বলেন, সেটি নির্ধারণের তিনি কেউ নন।
‘আমরা চাই, এসব বিষয়ে যথাযথ তদন্ত হোক এবং আইনি বিধান অনুযায়ী বিচার হোক। তবে এমন দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার, যাতে ভবিষ্যতে কেউ ওই পদে থেকে রাষ্ট্রের ক্ষতি করার সাহস না পায়,’ বলেন ফখরুল।
তিনি বলেন, বিচারব্যবস্থা জনগণের সবচেয়ে আস্থা জায়গা। কিন্তু খায়রুল হক তার রাজনৈতিক মানসিকতার কারণে সেই আস্থা ধ্বংস করেছেন, যা দেশের জন্য বড় ক্ষতির কারণ হয়েছে।এ দিন সকালে রাজধানীর ধানমণ্ডিতে নিজ বাসভবন থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল খায়রুল হককে গ্রেপ্তার করে।
ডিবির যুগ্ম কমিশনার (উত্তর) মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য দিতে পারেননি এই পুলিশ কর্মকর্তা।
দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে ২০১০ সালে খায়রুল হক শপথ নেন। পরের বছর ৬৭ বছর পূর্ণ হওয়ায় তিনি অবসর গ্রহণ করেন।
২০১৩ সালে তাকে তিন বছরের জন্য আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। এই মেয়াদ শেষে কয়েক দফা একই পদে পুনর্নিয়োগ দেওয়া হয় সাবেক এই প্রধান বিচারপতিকে।
গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটলে ১৩ আগস্ট তিনি আইন কমিশন থেকে পদত্যাগ করেন। এরপর তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি।
১৫৮ দিন আগে
হবিগঞ্জে শহিদ মিনারে সমাবেশের অনুমতি মেলেনি, ক্ষুব্ধ এনসিপি নেতারা
হবিগঞ্জের কেন্দ্রীয় শহিদ মিনারে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) সমাবেশের অনুমতি দেননি জেলা প্রশাসক ড. মো. ফরিদুর রহমান। এ কারণে তাকে আওয়ামী লীগের দোসর বলে অভিযোগ করেছেন হবিগঞ্জের এনসিপি নেতারা।
বুধবার (২৩ জুলাই) রাতে শহরের শ্মশানঘাটস্থ হবিগঞ্জ সদর উপজেলা এনসিপির কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলন শেষে এ অভিযোগ করেন পদযাত্রা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আবু হেনা মোস্তাফা কামাল।
তিনি বলেন, নিমতলা শহিদ মিনার প্রাঙ্গণে সমাবেশ করার অনুমতি চেয়ে কয়েকদিন আগে জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়। তবে বুধবার বিকালে ডেকে নিয়ে রাজনৈতিক প্রোগ্রাম হওয়ার কারণে শহিদ মিনারে সমাবেশের অনুমতি না দেওয়ার কথা জানান জেলা প্রশাসক।
আরও পড়ুন: এনসিপির নেতৃত্বে সরকার গঠনে দেশে গণজোয়ার সৃষ্টি হয়েছে: নাসীরুদ্দীন পাটোয়ারী
মোস্তাফা কামাল অভিযোগ করে বলেন, ‘জেলা প্রশাসক ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর হলেও বর্তমানে একটি রাজনৈতিক দলের সঙ্গে আঁতাত করে চলছেন। তার আচরণে আমরা বিস্মিত হইনি।’
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, বৃহস্পতিবারের (২৪ জুলাই) পদযাত্রা শহরের নিমতলা (শহিদ মিনার) থেকে শুরু হওয়ার কথা থাকলেও অনুমতি না পাওয়ায় পৌরসভা মাঠ থেকে শুরু হয়ে টাউন হলে এসে শেষ হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন— এনসিপি হবিগঞ্জ জেলা শাখার প্রধান সমন্বয়কারী নাহিদ উদ্দিন তারেক, যুগ্ম সমন্বয়কারী মাহবুবর বারী চৌধুরী মুবিন, বাস্তবায়ন কমিটির সদস্য সচিব এড. ফখরউদ্দিন জাকি, আব্দুল বাছিত তরফদার মিঠু, এ কে এম নাছিম ও মীর দুলাল।
১৫৮ দিন আগে
জরুরি স্বাস্থ্য পরীক্ষার জন্য মধ্যরাতে হাসপাতালে খালেদা জিয়া
জরুরি স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল। স্বাস্থ্য পরীক্ষা শেষে তাকে নিজ বাসভবনে নিয়ে যাওয়া হয়েছে।
বুধবার (২৩ জুলাই) দিবাগত রাত পৌনে ২টার দিকে তাকে হাসপাতালে নেওয়া হয় বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি জানান, চিকিৎসা বোর্ডের পরামর্শ অনুযায়ী গতকাল রাত রাত ১টা ৪৮ মিনিটে গুলশানের বাসা থেকে হাসপাতালের উদ্দেশে রওনা হন খালেদা জিয়া। সেখানে প্রায় ৩৫ মিনিট অবস্থানকালে তার কয়েকটি পরীক্ষা-নিরীক্ষা করানো হয়।
শায়রুল কবির খান বলেন, বিএনপি চেয়ারপারসন হাসপাতালে প্রায় ৩৫ মিনিট অবস্থান করেন এবং সেখানে কয়েকটি পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করেন। পরে রাত ২টা ৫২ মিনিটে তাকে নিজ বাসায় ফিরিয়ে নিয়ে যাওয়া হয়।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন বলেন, তার জন্য অধ্যাপক সাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত চিকিৎসা বোর্ডের দেওয়া পরামর্শে তাকে হাসপাতালে নেওয়া হয়।
আরও পড়ুন: ঐক্য ধরে রেখে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার আহ্বান খালেদা জিয়ার
তিনি বলেন, ‘চিকিৎসা বোর্ডের জরুরি ভিত্তিতে শারীরিক অবস্থা মূল্যায়নের প্রয়োজন হওয়ায় তাকে কিছু পরীক্ষা করাতে নেওয়া হয়েছিল।’
৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে নানা জটিল শারীরিক সমস্যায় ভুগছেন।
লন্ডনে চার মাসের উন্নত চিকিৎসা শেষে গত ৬ মে দেশে ফেরার পর থেকে তিনি নিজ বাসায় চিকিৎসা নিচ্ছেন। তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডে এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞদের পাশাপাশি তার ব্যক্তিগত চিকিৎসকরাও রয়েছেন।
লন্ডনে অবস্থানকালে তিনি লিভার বিশেষজ্ঞ অধ্যাপক প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধায়নে বিশেষায়িত চিকিৎসা নেন।
১৫৮ দিন আগে
এনসিপির নেতৃত্বে সরকার গঠনে দেশে গণজোয়ার সৃষ্টি হয়েছে: নাসীরুদ্দীন পাটোয়ারী
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃত্বে সরকার গঠনে দেশে গণজোয়ার সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী। তিনি বলেছেন, দেশের আলেমসমাজ থেকে শুরু করে নারীসমাজ—সবাই এনসিপির নেতৃত্বে আস্থা রাখছে এবং ঐক্যবদ্ব হয়েছে।
দেশব্যাপী জুলাই পদযাত্রার অংশ হিসেবে বুধবার (২৩ জুলাই) বিকালে শাহরাস্তির দোয়া ভাঙায় অনুষ্ঠিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, ‘দেশে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এখানে আলেমসমাজ থেকে শুরু করে নারীসমাজ—সবাই এনসিপির নেতৃত্বে ঐক্যবদ্ধ হচ্ছে। ইনশাআল্লাহ এনসিপির নেতৃত্বে যখন সরকার গঠন হবে, তখন সব হত্যাকাণ্ডের বিচার করা হবে। আমরা সেনাবাহিনী ও পুলিশ বাহিনীকে ঢেলে সাজাব। যেকোনো দল, ব্যক্তি ও গোষ্ঠী আমাদের বাধা দিয়ে আটকাতে পারবে না।’
আরও পড়ুন: পতিত ফ্যাসিস্টের মতোই দেশ চালাচ্ছে সরকার: এনসিপি
এনসিপির এই নেতা বলেন, ‘মাইলস্টোনের বিমান দুর্ঘটনা এটি রাষ্ট্রীয় হত্যাকাণ্ড। রাষ্ট্র যদি আমরা সংস্কার করতে না পারি, এর থেকে বড় হত্যাযজ্ঞ মোকাবিলা করতে হবে। তাই এখনই সবাইকে সতর্ক থাকতে হবে। আমরা রাষ্ট্রীয় সংস্কারের মধ্য দিয়ে যাচ্ছি।’
উপজেলা এনসিপির সমন্বয়ক আমানউল্লাহ পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেখ রহমত উল্লাহ, এমরান হোসেন, হাসান মজুমদার প্রমুখ। পথসভা শেষে এনসিপির কেন্দ্রীয় নেতারা কুমিল্লার উদ্দেশে রওনা দেন। তার আগে হাজীগঞ্জ বিশ্বরোডে শহিদ আজাদ চত্বরের উদ্বোধন করেন এনসিপি নেতারা।
১৫৮ দিন আগে
নির্বাচন দেরিতে হোক আমরা সেটা চাই না: ডা. শফিকুর রহমান
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগামী নির্বাচন দেরিতে হোক আমরা সেটা চাইনা। তবে সেই নির্বাচন হতে হবে স্বচ্ছ, নিরপেক্ষ। বিগত দিনের মতো যেনতেন কোন নির্বাচন জামায়াতে ইসলামী মানবে না।
তিনি বলেন, ‘বিগত দিনের মতো যেনতেন কোনো নির্বাচন জামায়াতে ইসলামী মানবে না। আমরা আর কাউকে আখের গোছাতে দেবো না। জনগণের সম্পদে কাউকে হাত দিতে দেওয়া হবে না।’
বুধবার (২৩ জুলাই) বিকালে সিলেটের বিয়ানী বাজার উপজেলা ও পৌর জামায়াত আয়োজিত জনশক্তি ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জামায়াত আমির বলেন, আমরা বিভেদের বাংলাদেশ চাই না। মানবিক ও সাম্যের বাংলাদেশ চাই। সেই বাংলাদেশ গড়তে দেশবাসীর ভালবাসা চাই, সহযোগিতা চাই। তাদের পাশে চাই।
পড়ুন: দেশ যেভাবে চলছে জনগণ সন্তুষ্ট নয়, ক্ষুব্ধ: ডা. শফিকুর রহমান
তিনি বলেন, আমরা কথা দিচ্ছি বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে যুবকদের দেশ গড়ার কারিগর বানাবো। দক্ষ মানবশক্তি তৈরি করব।
তিনি বলেন, ‘জনগণকে ঠকিয়ে কোন রাষ্ট্রনায়ক সফল হতে পারেনি। অন্যায়, জুলুম ও দুর্নীতি করলে চৌদ্দগুষ্টিসহ পালাতে হয়।’
জামায়াতপ্রধান বলেন, অনেক নির্যাতন-নিপীড়নের পরও আমরা ৫ আগস্টের পরবর্তী সময়ে ঐক্যের ডাক দিয়েছিলাম। কারণ আমরা দেশে স্থিতিশীলতা চাই। ‘আমরা ভিন্ন ধর্মের লোকদের নিরাপত্তা দিয়েছি, এখনো দিচ্ছি। অথচ বিগত সরকারের সময়ে ভিন্নধর্মের লোকজন সবচেয়ে বেশী নির্যাতিত হয়েছে,’ বলেন তিনি।
তিনি বলেন, গত ৫২ বছরেও জনগণের দিকে কেউ ভালো করে ফিরে থাকায়নি। নিজেদের আখের গোছানো, আর দলের শক্তি বৃদ্ধিতে মনোযোগী ছিলেন তারা। আগামীতে সেইদিন যাতে না আসে—সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
উপজেলা জামায়াতের আমির মাওলানা ফয়জুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি আবুল কাশেম ও পৌর আমীর কাজী জমির হোসাইনের পরিচালনায় সুধী সমাবেশে বিশেষ অথিতির বক্তব্য দেন সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, সিলেট জেলা আমির মাওলানা হাবীবুর রহমান, মহানগর আমির ফখরুল ইসলাম প্রমুখ।
পড়ুন: বিমান দুর্ঘটনাকে ঘিরে ‘আ. লীগের ষড়যন্ত্রকারীদের’ প্রতিরোধের হুঁশিয়ারি জামায়াতের
১৫৯ দিন আগে
আওয়ামী লীগের পুনর্বাসন চেষ্টা মেনে নেওয়া হবে না: হাসনাত আবদুল্লাহ
আপনি জামায়াত করতে পারেন, বিএনপি করতে পারেন, কিন্তু আওয়ামী লীগ পুনর্বাসনের কোনো চেষ্টা মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
বুধবার (২৩ জুলাই) কুমিল্লা কান্দিরপাড় টাউন হল মাঠে এনসিপির পথসভায় এসব কথা বলেন তিনি।
হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমাদের লড়াই এখনও শেষ হয়নি।’
এ দিন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ও আহতের স্বরণে জেলার টমছম ব্রিজ থেকে শুরু করে একটি শোক মিছিল টাউন হল মাঠে আসে। এনসিপির কেন্দ্রীয় নেতারা শোক মিছিলের নেতৃত্ব দেন।
পথসভায় জেলার বিভিন্ন উপজেলা থেকে হাজারো নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণির পেশার মানুষ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।
পদযাত্রায় উপস্থিত ছিলেন, এনসিপি উত্তরের মুখ্য সংগঠক সারজিস আলম, নাসির উদ্দিন পটোয়ারী, সাদিয়া ফারজানা দিনা, সামান্তা শারমিন, জয়নাল আবেদীন শিশির, আবদুল হান্নান মাসউদ এবং জেলার নেতারা।
১৫৯ দিন আগে
পতিত ফ্যাসিস্টের মতোই দেশ চালাচ্ছে সরকার: এনসিপি
অন্তর্বর্তী সরকারের নানা কর্মকাণ্ডের সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির নেতারা অভিযোগ করে বলেছেন, পতিত ফ্যাসিস্ট সরকারের মতোই এই সরকারও দেশ চালাচ্ছে।
বুধবার (২৩ জুলাই) চাঁদপুরে জুলাই পদযাত্রায় এনসিপির নেতারা এমন অভিযোগ করেন।
গতকাল জাতীয় শোকদিবস পালনের পর আজ চাঁদপুর থেকে পদযাত্রা শুরু করেছে এনসিপি নেতারা। এর আগে সকালে সার্কিট হাউসে গত ২৪’র জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে এনসিপি নেতা সারজিস আলম, হাসনাতআব্দুল্লাহ, নাসির উদ্দীন পাটোয়ারীসহ অন্যান্য নেতারা সাক্ষাত করেন।
পরে বিমান দুর্ঘটনায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ও শিক্ষকদের শহীদদের স্মরণে একটি শোকমিছিল বের করা হয়। এতে কালো ব্যাজ পড়ে নেতৃত্ব দেন সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ প্রমুখ। এর পর চাঁদপুর বাসস্ট্যান্ডে জেলার প্রধান সমন্বয়ক মো. মাহবুব আলমের সভাপতিত্বে দুপুর ১২টায় পথসভা করেন তারা।
২৪’র জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক সারজিস আলম, নেতা হাসনাত আব্দুল্লাহ, নাসিরউদ্দীন পাটওয়ারী, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ মিরাজ মিয়া, এনসিপির যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ইশরাত জাহান, শামান্তা শারমিনসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন।
বক্তারা বলেন, চাঁদপুরে কোনো প্রকার চাঁদাবাজি ও বালু উত্তোলন চলবে না। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা কাজ করছি।
আরও পড়ুন: এবার চকরিয়ায় এনসিপির পথসভা পণ্ড করে দিল বিএনপি নেতাকর্মীরা
দুপুরের কাঠফাটা রোদ উপেক্ষা করে কয়েক হাজার স্কুল কলেজ মাদসার ছাত্র ছাত্রী নারী শিক্ষক-জনতা এতে যোগ দেন। আশপাশে প্রচুর পুলিশ ও র্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।
উপস্থিত ছিলেন জেলা এনসিপির সংগঠক মেহেদী হাসান তানিম, সদর উপজেলা এনসিপি আহবায়ক তামিম খান, এনসিপি জেলা কমিটির সদস্য মুফতি মাহমুদুল হাসান ও সাইফুল ইসলাম প্রমুখ।
সভা শেষে বিমান দুর্ঘটনায় যেসব শিক্ষকও শিশুরা প্রাণ হারিয়েছেন ও ২৪’র জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন বাংলাদেশকে নতুন করে স্বাধীন করে গেছেন—তাদের জন্য বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়। পথসভায় সারজিস আলম বলেন, বিমান দুঘর্টনায় যারা মারা গেছেন এই সরকারকে নিরপেক্ষভাবে বিমান দুর্ঘটনার তদন্ত করে দোষীদের বিচার করতে হবে। তিনি বলেন, আমাদের জুলাই আন্দোলনে চাঁদপুরের মোট ৩১ জন শহীদ হয়েছেন, আহত হয়েছেন ২৩০ জন। তাদের পরিবারের পাশে এ সরকারকে থাকতে হবে। এ দায়িত্ব এড়িয়ে যেতে পারবে না। তবে দলের ভিতরে কোনো শত্রু ও ফ্যাসিস্ট সরকারের কেউ থাকতে পারবে না। নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে আমাদের সংগ্রাম শুরু।
নাসির উদ্দীন পাটোয়ারি বলেন, চাঁদপুরে বেআইনীভাবে নদী থেকে বালু উত্তোলনের ফলে নদী সিকস্তির বহু মানুষ তাদের ঘর বাড়ি হারিয়েছেন। অবিলম্বে বালু উত্তোলন বন্ধ করে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।
হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা চেয়েছিলাম ফ্যাসিস্ট সরকারের পতনের পর জুলাই আন্দোলনের পর একটি সুন্দর বাংলাদেশ গড়তে। কিন্তু আমরা হতাশ।
অন্তবর্তী সরকারের সমালোচনা করে বলেন, ফ্যাসিষ্ট সরকারের মতোই এ সরকার দেশ চালাচ্ছে। তিনি বলেন, বিমান দুর্ঘটনায় নিহত মেহেরিন মেডামকে যথাযথ শহীদের মর্যাদা দিতে পারিনি। তিনি স্বাস্থ্য উপদেষ্টার ব্যর্থতার চিত্র তুলে ধরে অবিলম্বে স্বাস্থ্য উপদেষ্টাকে পদত্যাগ করার আহবান জানান। বলেন, এই স্বাস্থ্য উপদেষ্টা স্বাস্থ্য ব্যবস্থার কিছুই বুঝে না। নিজেই চিকিৎসা নিতে বিদেশে যান।
আরও পড়ুন: ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরে সমাবেশ স্থগিত করল এনসিপি
তিনি বলেন, বিমান বাহিনীর প্রধান হাসিনার আমলের। তিনি তিন হাজার কোটি টাকা বানিয়েছেন হাসিনার আমলে। ফ্যাসিস্ট আ লীগ ছাত্র লীগ ও যুবলীগ যদি মাথাচারা দিয়ে উঠতে চায় তাদের এদেশ থেকে নির্মুল করা হবে। বাংলাদেশের মানুষ তাদেরকে আর চায় না। তাদের রাজনীতি, মুজিববাদের রাজনীতি এদেশে আর চলবে না। তিনি বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত হাসপাতালে চিকিৎসাধীন অগ্নিদগ্ধদের সুস্থতা কামনা করেন।
১৫৯ দিন আগে
নির্বাচন নিয়ে সরকার সঠিক পথেই এগোচ্ছে: ফখরুল
নির্বাচন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার সঠিক পথেই এগোচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (২৩ জুলাই) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
গতকাল (মঙ্গলবার) রাতে বিএনপিসহ চারটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ওই বৈঠকে প্রধান উপদেষ্টার সঙ্গে কী আলাপ হয়েছে—সাংবাদিকদের পক্ষ থেকে তা জানতে চাওয়া হয়েছিল।
উত্তরে বিএনপি মহাসচিব বলেন, ‘প্রধান উপদেষ্টা হঠাৎ করেই আমাদের ডেকেছিলেন। ডাকেন মাঝে মাঝে যখন সরকারের ক্রাইসিস তৈরি হয়। আমরা যাই কারণ আমরা প্রতিশ্রুতিবদ্ধ—এই সরকারকে সহযোগিতা করব; গণতন্ত্রে উত্তরণের জন্য যা কিছু করা দরকার করব। তবে আমরা মনে করি, এই মতবিনিময়টা আরও ঘনঘন হলে ভালো হতো।’
মাইলস্টোনে বিমান দুর্ঘটনার প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘কালকে (সোমবার) যেটা হয়েছে, একটি বিমান দুর্ঘটনাকে কেন্দ্র করে অনেক কচি প্রাণ গেছে। আমি নিজেও দেখতে গিয়েছিলাম। আমরা দুঃখপ্রকাশ করেছি, শোক জানিয়েছি। উদ্ভূত পরিস্থিতিতে গতকাল মাইলস্টোন স্কুলে দুই উপদেষ্টাকে অবরুদ্ধ করা হয়েছিল।’
‘আবার পরীক্ষা-সংক্রান্ত জটিলতায় সচিবালয়ে ছাত্ররা ঢুকে পড়ে, যেটা সবার কাছে মনে হয়েছে এটা প্রশাসনিক জটিলতা সৃষ্টি হয়েছে। কয়েকদিন আগে গোপালগঞ্জে ফ্যাসিস্ট শক্তির লোকজন যে পরিস্থিতি সৃষ্টি করেছিল, তাদের উত্থানের নমুনা মনে হয়েছিল।’
আরও পড়ুন: রাজনীতিতে সমস্যা থাকবে, তবে হতাশ হওয়ার কিছু নেই: ফখরুল
তিনি বলেন, ‘এটার জন্য উনি (প্রধান উপদেষ্টা) বলেছেন, রাজনৈতিক দলগুলো ফ্যাসিস্টদের বিরুদ্ধে আন্দোলন করেছিল; তাদের সবার সঙ্গে আলোচনার জন্য তিনি ডেকেছেন। আমরা সেখানে আলোচনা করেছি। নির্বাচন প্রক্রিয়াকে দ্রুত ত্বরান্বিত করা, উনার যে প্রতিশ্রুতি—ফেব্রুয়ারি-মার্চ মাঝামাঝি সময়ে যে নির্বাচন হবে, আমরা মনে করি সে ব্যবস্থা নেওয়া উচিত। তিনি বলেছেন সে ব্যবস্থা নেবেন।’
সরকার কি নির্বাচন নিয়ে সঠিক পথে এগোচ্ছে?— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি তো দেখছি এগোচ্ছে।’
অন্তর্বর্তীকালীন সরকারের সীমাবদ্ধতা প্রসঙ্গে ফখরুল বলেন, এই সরকারের ত্রুটি থাকবে স্বাভাবিক। তবে এই দুর্বলতাকে বড় করে না দেখে তাদের সদিচ্ছাকে বড় করে দেখা উচিত। নির্বাচন নিয়ে সরকারের আন্তরিকতার ঘাটতি দেখছি না।
দলীয় প্রধান একইসঙ্গে সরকারপ্রধান বা প্রধানমন্ত্রী হতে পারবেন না—এমন একটি প্রস্তাব জাতীয় ঐকমত্য কমিশন দিয়েছে। এ প্রস্তাবের ব্যাপারে আপনাদের অবস্থান কী?— এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘এটা তো তাদের প্রস্তাব। এ প্রস্তাবের পক্ষে, বিপক্ষে রাজনৈতিক দলগুলো মত দিচ্ছে। সবার মতামতই শুনতে হবে। এটাই তো গণতন্ত্রের মূল কথা। সব ফুল ফুটতে দাও— এটাই তো গণতন্ত্র।’
মাইলস্টোনের দুর্ঘটনায় কোনো ষড়যন্ত্র আছে কিনা?— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি এখানে কোনো ষড়যন্ত্র দেখছি না। এটা স্রেফ দুর্ঘটনা। আমি এ বিষয়ে এক্সপার্ট নই, তবে এটা নিছক দুর্ঘটনা ছাড়া আর কিছু মনে হচ্ছে না। নিকট অতীতেও এ ধরনের দুর্ঘটনা বাংলাদেশে ঘটেছে।’
দুর্ঘটনার পর সরকারের কোনো গাফিলতি ছিল কিনা— এমন প্রশ্নের জবাবে এই বিএনপি নেতা বলেন, ‘সরকারের কোনো গাফিলতি ছিল না। তবে, অভিজ্ঞতার অভাব ছিল। তারা তো কখনো রাষ্ট্র পরিচালনা করেনি; সবাই অনভিজ্ঞ। এই আমরা যেমন রাষ্ট্র পরিচালনা করেছি, আমাদের অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতা তাদের নাই।’
আরও পড়ুন: নির্বাচন সামনে রেখে গুজব মোকাবিলা কঠিন হয়ে পড়বে: সালাহউদ্দিন আহমদ
‘আরেকটা সমস্য হলো ইগো। তারা কোনো বিষয় আমাদের সঙ্গে আলোচনা করেন না। আমাদের কাছ থেকে কোনো পরামর্শ নেন না। এটা ইগোর কারণে হয়ে থাকতে পারে।’
সাম্প্রতিক সময়ের বিশৃঙ্খলা নির্বাচন বানচালের চেষ্টা কিনা— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কিছু কিছু বিশৃঙ্খলা ঘটছে। এখানে নিশ্চয়ই ফ্যাসিস্টরা সমস্যা তৈরির চেষ্টা করছে।’
১৫৯ দিন আগে
দেশ যেভাবে চলছে জনগণ সন্তুষ্ট নয়, ক্ষুব্ধ: ডা. শফিকুর রহমান
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশ যেভাবে চলছে জনগণ তাতে সন্তুষ্ট নয়, ক্ষুব্ধ। মঙ্গলবার (২২ জুলাই) বিকালে রংপুরের মমিনপুরে ঢাকায় জামায়াতের জাতীয় সমাবেশে মৃত্যুবরণ করা শাহ আলমের কবর জিয়ারত করতে এসে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর বলেন, ‘একটি দুর্নীতিমুক্ত ও চাঁদাবাজমুক্ত দেশ গঠন করতে হবে। জামায়াতে ইসলামী দুর্নীতি ও চাঁদাবাজি করবে না, করতেও দেবে না। আমরা ঘুষ খাবো না কাউকে ঘুষ খেতেও দেব না।’
তিনি বলেন, আমাদের লড়াই শ্রমিকের জন্য, কৃষকের জন্য, খেটে খাওয়া মানুষের জন্য।
রংপুরের সদর উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে স্থানীয় মমিনপুর স্কুল অ্যান্ড কলেজের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমি তো সেদিন চলেই গিয়েছিলাম। কিছু সময়ের জন্য, জানি না কোথায় ছিলাম। আপনাদের চোখের পানি, আল্লাহ তায়ালার রহমত, তিনি ফেরত দিয়েছেন। দিনের পথে লড়তে চাই জীবনের শেষ শ্বাস পর্যন্ত। আর বিদায় নিতে চাই শহীদ হয়ে। রক্তাক্ত চাদর গায়ে দিয়ে আল্লাহর দরবারে দাঁড়াতে চাই। আল্লাহ যখন জিজ্ঞেস করবেন তোর গায়ে রক্তের চাদর কেন? সেদিন যেন বলতে পারি আল্লাহ তোমার চাইতে আমার জন্য কি আর বড় সাক্ষী কেউ আছে? তুমি তো আমার সবচেয়ে বড় সাক্ষী। বলতে চাই, ইয়া মাবুদ বাংলাদেশকে তুমি কোরআনের শাসন দাও।
ডা. শফিকুর রহমান আরও বলেন, আমরা অনেক শাসন দেখেছি। এগুলো শাসন ছিল না, ছিল শোষণ। আমরা সৎ শাসক চাই, কোরআনের শাসন চাই।
জামায়াতপ্রধান বলেন, মাওলানা আবু সাঈদ ইসলামী আন্দোলনে অংশ নিয়ে শহীদ হয়েছেন। চব্বিশের আন্দোলনে আমাদের সন্তান আরেক আবু সাঈদ শহীদ হয়েছে। তোমার দ্বীন কায়েমের জন্য আর যতো আবু সাঈদকে প্রয়োজন তুমি কবুল করে নাও।
পড়ুন: বিমান দুর্ঘটনাকে ঘিরে ‘আ. লীগের ষড়যন্ত্রকারীদের’ প্রতিরোধের হুঁশিয়ারি জামায়াতের
তিনি বলেন, জালিম শাসকের আমলে আমাদের দুইজন আমিরসহ সারাদেশে যারা শহীদ হয়েছেন সবাইকে তুমি কবুল করো।
উত্তরায় বিমান বিধ্বস্তের বিষয়ে বলেন, গতকাল সামরিক প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে অনেক শিক্ষার্থী, শিক্ষক ইন্তেকাল করেছেন। চিকিৎসকরা বলছেন আরও ৩০ জনের অবস্থা আশঙ্কাজনক। যারা হাসপাতালে আছেন আল্লাহ তাদের সুস্থ করে তুলুন। তাদেরকে আপনজনের বুকে ফিরিয়ে দিন।
পথসভায় দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মমতাজ উদ্দিন ও মাহবুবুর রহমান বেলাল, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও রংপুর মহনগরী আমির মাওলানা এটিএম আযম খাঁন প্রমুখ।
১৬০ দিন আগে
বিমান দুর্ঘটনাকে ঘিরে ‘আ. লীগের ষড়যন্ত্রকারীদের’ প্রতিরোধের হুঁশিয়ারি জামায়াতের
দেশকে অস্থিতিশীল করতে আওয়ামী লীগের ভিতরের কিছু ষড়যন্ত্রকারী সোমবারের যুদ্ধবিমান দুর্ঘটনাকে কাজে লাগাচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের।
মঙ্গলবার (২২ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশন (এনসিসি) ও রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কার আলোচনার পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ডা. তাহের সতর্ক করে বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের চেতনা দিয়ে এ ধরণের যেকোনো প্রচেষ্টার প্রতিহত করা হবে।
জামায়াতের এই নেতা বলেন, ‘বিগত ১৫ বছরে আওয়ামী লীগ যা করেছে, সেসব অপকর্মের কথা উল্লেখ না করে আমরা স্পষ্টভাবে বলতে চাই, পরাজিত ও বিতাড়িত অশুভ শক্তির বাংলাদেশে রাজনীতিতে ফিরে আসার কোনো সুযোগ নেই।’
পড়ুন: শাসনের নামে অনেক শোষণ দেখেছি, আমরা সৎ শাসক চাই: জামায়াত আমির
তিনি বলেন, সোমবার একটি যুদ্ধবিমানের মর্মান্তিক দুর্ঘটনার কারণে জাতি শোকাহত, তবে কিছু দুষ্ট মহল এই শোকের সুযোগ নেওয়ার চেষ্টা করছে।
ডা. তাহের বলেন, মঙ্গলবার সকালে মাইলস্টোন স্কুল প্রাঙ্গণে এবং আবার সচিবালয়ে অস্থিরতা দেখা গেছে। তিনি বলেন, ‘পুরো জাতি তাদের (শোকসন্তপ্ত পরিবারগুলোর) পাশে দাঁড়িয়েছে। তবে শোনা যাচ্ছে যে, আওয়ামী লীগের কিছু স্বার্থান্বেষী মহল পরিস্থিতি আরও খারাপ করার চেষ্টা করছে, যদিও আমরা এখনো পুরোপুরি নিশ্চিত নই।’
তিনি সতর্ক করে বলেন, ‘যদি তারা (আওয়ামী লীগ) অরাজকতা সৃষ্টি করতে শুরু করে—তাহলে আমরা, অন্য সকলকে সঙ্গে নিয়ে অতীতের মতো জুলাই-আগস্টের (গণঅভ্যুত্থান) চেতনায় তাদের প্রতিহত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেব।’
জামায়াত নেতা বলেন, তারা জেট দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
তিনি বলেন, জামায়াত আহতদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছে এবং তাদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।
ডা. তাহের বলেন, জামায়াতের আমিরসহ শীর্ষস্থানীয় নেতারা ইতোমধ্যে আহতদের দেখতে গেছেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন।
১৬০ দিন আগে