খেলাধুলা
ইপসউইচ টাউনে ম্যানসিটি ফরোয়ার্ড ডেলাপ
আসন্ন মৌসুমে প্রিমিয়ার লিগে উঠে আসা ইপসউইচ টাউনে পাড়ি জমিয়েছেন পেপ গার্দিওয়লার ম্যানচেস্টার সিটি ফরোয়ার্ড লিয়াম ডেলাপ।
শনিবার (১৩ জুলাই) ক্লাবটির পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতির মাধ্যমে একথা জানানো হয়েছে।
গত মৌসুমে দ্বিতীয় বিভাগের দল হাল সিটিতে ধারে খেলেন ডেলাপ। সেখানে ৩২ ম্যাচে ৮ গোল করেন ২১ বছর বয়সী এই ফুটবলার। এর আগে স্টোক সিটি ও প্রেস্টন নর্থ এন্ডেও ধারে খেলেছেন তিনি।
দুই ক্লাবের কেউ দলবদলের খরচের বিষয়টি প্রকাশ করেনি। তবে ব্রিটিশ সংবাদমাধ্যমগুলোর দাবি, প্রায় ১৫ মিলিয়ন পাউন্ড বা ১৯ দশমিক ৪৯ মিলিয়ন ইউরো ও অ্যাড-অনের চুক্তিতে ইপসউইচের কাছে তাকে বিক্রি করেছে সিটি।
আরও পড়ুন: মায়ামিতেই শেষ, জানিয়ে দিলেন মেসি
স্টোক সিটির সাবেক মিডফিল্ডার ররি ডেলাপের ছেলে লিয়াম। ইতোমধ্যে যুব পর্যায়ে ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করেছেন তিনি। চলতি মৌসুমে চতুর্থ ফুটবলার হিসেবে ইপসউইচে না লেখালেন এই ফরোয়ার্ড।
লিয়ামকে দলে ভিড়িয়ে কোচ কিরান ম্যাককেনা তার ‘অসাধারণ শারীরিক ও কৌশলগত গুণাবলির’ প্রশংসা করে এক বিবৃতিতে বলেছেন, ‘চলতি মৌসুম থেকেই সে দলকে সহযোগিতা করবে। তাছাড়া ইপসউইচের ভবিষ্যতের জন্যেও সে গুরুত্বপূর্ণ খেলোয়াড়।’
‘অল্প বয়স থেকেই তার মূল দলে খেলার অভিজ্ঞতা রয়েছে। এখানে তার আরও উন্নতির সম্ভাবনা রয়েছে।’
আরও পড়ুন: কোম্পানিকেই কোচ বানাল বায়ার্ন
৫৩৩ দিন আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে বিসিসিআইয়ের বাড়তি বোনাস ফিরিয়ে দিয়ে প্রশংসিত রাহুল দ্রাবিড়
সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ে অবদানের স্বীকৃতিস্বরূপ ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে রাহুল দ্রাবিড়কে বাড়তি বোনাস দিতে চেয়েছিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। কিন্তু বাড়তি বোনাস নিতে অস্বীকৃতি জানিয়েছেন ভারতের এই সাবেক ব্যাটিং কিংবদন্তি।
দ্রাবিড় বলেন, সহকর্মীদের থেকে বেশি বোনাস নেওয়া তার পক্ষে সম্ভব নয়, কারণ তাদের প্রচেষ্টা ও পরিশ্রম তারই সমান।
টি-টোয়েন্টি বিশ্বকাপে অবদানের জন্য বোলিং কোচ পরশ মামব্রে, ফিল্ডিং কোচ টি দিলীপ এবং ব্যাটিং কোচ বিক্রম রাঠোরসহ ভারতের প্রত্যেক কোচিং স্টাফকে আড়াই কোটি রুপি পুরস্কার দেওয়া হয়েছিল। দলের প্রধান কোচ দ্রাবিড়কে এর বাইরেও অতিরিক্ত আড়াই কোটি রুপির প্রস্তাব দেওয়া হয়, যা তিনি নিতে অস্বীকৃতি জানান।
এই সমতার স্বীকৃতির জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ও ক্রিকেট দুনিয়ায় ব্যাপক প্রশংসিত হচ্ছেন দ্রাবিড়।
প্রাক্তন ক্রিকেটার ও রাজনীতিবিদ নভজ্যোত সিং সিধু দ্রাবিড়ের প্রশংসা করে বলেছিলেন, ‘সুগন্ধি তার চরিত্র থেকে আসে, পারফিউম থেকে নয়।’
ক্রিকেট ধারাভাষ্যকার হার্শা ভোগলেও সোশ্যাল মিডিয়ায় দ্রাবিড়ের প্রশংসা করে লিখেছেন, “যে বিশ্ব এখন ‘আমাকে দেখ' স্রোতে ভাসছে এবং অর্থের বিনিময়ে গুণগান গাইছে সেখানে রাহুল দ্রাবিড় শেখালেন নম্রতাই জীবনের আসল সৌন্দর্য। আমাদের এটাই শিখতে হবে, মহত্ত্ব অর্জন করতে হবে এবং এটা পুরোটাই আমাদের ওপর নির্ভর করে যে আমরা কোনটা শিখব।”
বিসিসিআই জানিয়েছে, দ্রাবিড়সহ ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের সব সদস্যের জন্য ১২৫ কোটি রুপি প্রাইজমানি থেকে ৫ কোটি রুপি বরাদ্দ। বোলিং-ব্যাটিং-ফিল্ডিং কোচসহ সাপোর্ট স্টাফরা প্রত্যেকে আড়াই কোটি রুপি করে এবং নির্বাচক ও সফরকারী সদস্যদের প্রত্যেকে ১ কোটি রুপি করে পাওয়ার কথা।
৫৩৫ দিন আগে
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ: ২০ আগস্ট শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ
ছয় জাতির আঞ্চলিক যুব ফুটবল আসর সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ।
আগামী ২০ আগস্ট নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্থানীয় সময় বিকাল ৪টায় মাঠে গড়াবে ম্যাচটি।
এর আগে ১৮ আগস্ট উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক নেপাল ও শ্রীলঙ্কা।
'এ' গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও স্বাগতিক নেপাল।
২২ আগস্ট স্থানীয় সময় বিকাল ৪টায় গ্রুপের অন্য ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ।
'বি' গ্রুপে ভুটান ও মালদ্বীপের সঙ্গে থাকা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত ১৯ আগস্ট একই সময় ও ভেন্যুতে নিজেদের প্রথম ম্যাচ খেলবে।
গ্রুপের ম্যাচগুলো শেষে প্রতি গ্রুপের শীর্ষ দুই দল দশরথ স্টেডিয়ামেই সেমিফাইনালে খেলবে।
২৫ আগস্ট স্থানীয় সময় বিকাল সাড়ে ৫টায় প্রথম সেমিফাইনালে 'বি' গ্রুপ রানার্সআপ এবং ২৬ আগস্ট দ্বিতীয় সেমিফাইনালে 'বি' গ্রুপের চ্যাম্পিয়নরা 'এ' গ্রুপের রানার্সআপের মুখোমুখি হবে।
২৮ আগস্ট একই সময় ও ভেন্যুতে শিরোপা বিজয়ের লড়াইয়ে নামবে দুই ফাইনালিস্ট দল।
৫৩৫ দিন আগে
উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে কোপার ফাইনালে কলম্বিয়া
দ্বিতীয়ার্ধের পুরোটা সময় একজন খেলোয়াড় বাদ রেখেই ১-০ গোলের ব্যবধানে উরুগুয়েকে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে উঠেছে কলম্বিয়া। ৩৯ মিনিটে জেফারসন লেরমার গোলের বদৌলতে লিওনেল মেসির আর্জেন্টিনার সঙ্গে লড়বে দলটি।
প্রথমার্ধের অতিরিক্ত সময়ে দ্বিতীয় হলুদে মাঠ ছাড়তে হয় দানিয়েল মুনোজকে। তবুও, ২০০১ সালে স্বাগতিক হিসেবে একমাত্র কোপা শিরোপা জয়ের পর প্রথমবারের মতো ফাইনালে উঠল কলম্বিয়া। ফলে, টানা ২৮ ম্যাচ অপরাজিত থাকা দলটি ২৩ বছর পর ফাইনাল খেলবে।
৭ হলুদ কার্ড ও ১ লাল কার্ড নিয়ে বিতর্কিত ম্যাচে শেষ বাঁশি বাজতেই মাঠে ধাক্কাধাক্কি করেন ২ দলের খেলোয়াড়রা। একটি ভিডিওতে দেখা যায়, ডারউইন নুনেজ কলম্বিয়ার দলের রঙে এক ভক্তকে আঘাত করছেন।
রবিবার রাতে (স্থানীয় সময়) ফ্লোরিডার মিয়ামি গার্ডেনে মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও কলম্বিয়া। রেকর্ড ১৬তম কোপা শিরোপার খোঁজে লড়বেন আলবিসেলেস্তেরা।
এদিকে, শনিবার রাতের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে কানাডার মুখোমুখি হবে উরুগুয়ে।
হামেস রদ্রিগেজের কর্নার কিক শর্ট রেঞ্জ থেকে হেড করেন লারমা, যিনি হোসে মারিয়া জিমেনেজকে ছাড়িয়ে তার তৃতীয় আন্তর্জাতিক ও টুর্নামেন্টের দ্বিতীয় গোল করেন। টুর্নামেন্টে রদ্রিগেজের ৬টি অ্যাসিস্ট রয়েছে, যা অন্য যে কোনো খেলোয়াড়ের মোট অ্যাসিস্টের ৩ গুণ।
আরও পড়ুন: বিতর্কিত পেনাল্টির যে ব্যাখ্যা দিলেন ভিএআর বিশেষজ্ঞ
৩১ মিনিটে ম্যাক্সিমিলিয়ানো আরাউজোকে বেপরোয়া স্লাইডের জন্য মেক্সিকান রেফারি সিজার রামোসের কাছ থেকে প্রথম হলুদ কার্ড এবং ম্যানুয়েল উগার্তেকে পেটে কনুই মারার জন্য দ্বিতীয় হলুদ কার্ড পান মুনোজ।
৫৫ মিনিটে রামোসের সঙ্গে তর্ক করায় রদ্রিগেজকে হলুদ কার্ড দেখানো হয়।
রিওসকে স্ট্রেচারে সরিয়ে নেওয়া হয়েছিল, আবার ম্যাচে প্রবেশ করেন তিনি। এরপর ৬২তম মিনিটে তিনি প্রতিস্থাপিত হন।
৬৮তম মিনিটে নিকোলাস দে লা ক্রুজকে থামানো পর্যন্ত কলম্বিয়ার গোলরক্ষক ক্যামিলো ভার্গাসকে তার প্রথম সেভ করতে হয়নি।
৬৮ গোল নিয়ে উরুগুয়ের ক্যারিয়ার লিডার লুইস সুয়ারেজ ৬৬ মিনিটে ঢুকে ৭১ মিনিটে শট পোস্টের বাইরের দিকে ঠেলে দেন। তখন তিনি বিরক্তিতে তার দুহাতে মাথাটা চেপে ধরেন।
গোলের জন্য মরিয়া হয়ে শেষ মুহূর্তে রোচেতকে মাঠে নামিয়ে আনে উরুগুয়ে।
আরও পড়ুন: ইংল্যান্ডের ফাইনালে ওঠার লড়াইয়ে ম্যাচজুড়ে যা হলো
৫৩৬ দিন আগে
বিতর্কিত পেনাল্টির যে ব্যাখ্যা দিলেন ভিএআর বিশেষজ্ঞ
ম্যাচজুড়ে দুর্দান্ত পারফর্ম করে ইংল্যান্ডের টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে ওঠার কৃতিত্ব ছাপিয়ে হ্যারি কেইনের পেনাল্টি পাওয়া নিয়ে ফুটবলবোদ্ধা থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে সমালোচনার ঝড়।
ঘটনাটি ঘটে সপ্তদশ মিনিটে। এসময় বক্সের মধ্যে বল পেয়ে জোরালো শটে গোল আদায় করতে চান ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন। কিন্তু তিনি বলে শট নিতে গেলে তা বুট দিয়ে প্রতিহত করতে যান ডাচ ডিফেন্ডার ডেনসেল ডুমফ্রিস। তবে তার পা বলে ছোঁয়ার আগেই কেইনের শটটি নেওয়া হয়ে যায়, আর ডুমফ্রিসের শটে পায়ে দারুণ ব্যথা পেয়ে পড়ে গিয়ে কাতরাতে থাকেন কেইন।
আরও পড়ুন: ইংল্যান্ডের ফাইনালে ওঠার লড়াইয়ে ম্যাচজুড়ে যা হলো
এ ঘটনায় শুরুতে রেফারি ফাউলই দেননি। তবে কিছুক্ষণ ম্যাচ চলার পর খেলার মধ্যে বাঁ হাত ঢোকায় ভিএআর। রেফারিকে সাইডলাইনের টিভি রিপ্লে দেখতে বলা হয়। টিভি রিপ্লে দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
যদিও রিপ্লেতে সেটিকে ফাউল বলে মনে হচ্ছিল না, টিভি ধারাভাষ্যকারদেরও মতও ছিল তা-ই। আবার ওই মুহুর্তের আগমুহুর্তে বুকায়ো সাকার হাত ছুঁয়ে বল কেইনের কাছে যায়। ফলে পেনাল্টির আগেই সেটি হ্যান্ডবল ছিল।
তবে রেফারির সিদ্ধান্তই যেখানে চূড়ান্ত, সেখানে বিতর্ক হলেও রায় যায় ইংল্যান্ডের পক্ষে। আর স্পট কিক থেকে দলকে সমতায় ফেরান কেইন।
এরপর ম্যাচে আর গোল না হলেও নির্ধারিত সময়ের একেবারে শেষ মুহূর্তে গোল করে ইংল্যান্ডকে ফাইনালে তোলেন অলি ওয়াটকিন্স।
৫৩৬ দিন আগে
ইংল্যান্ডের ফাইনালে ওঠার লড়াইয়ে ম্যাচজুড়ে যা হলো
পুরো আসরজুড়ে নিজেদের খুঁজতে থাকা ইংল্যান্ড অবশেষে জ্বলে উঠল। সমর্থকদের নিজেদের স্বভাবসুলভ ফুটবল উপহার দিয়ে জয়ও ছিনিয়ে নিল শেষ মুহূর্তে।
বুধবার রাতে ডর্টমুন্ডের জিগনাল ইডুনা পার্কে নেদারল্যান্ডসকে ২-১ গোলে হারিয়েছে ইংল্যান্ড।
ম্যাচে প্রথমার্ধের ৭, ১৮ ও ৯০তম মিনিটের শেষ সেকেন্ডে তিনটি গোল দেখে দুই দলের সমর্থকরা, যার প্রথমটি ছিল নেদারল্যান্ডসের, পরের দুটি ইংল্যান্ডের।
এই ম্যাচে শুধুই জয় নয়, ফাইনালে দুর্দান্ত স্পেনের মোকাবিলা করার আগে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়ে সমর্থকদের মনে আশার সঞ্চার করেছে ইংল্যান্ড।
আরও পড়ুন: ‘সুপার সাব’-এ শেষ মুহুর্তে ডাচদের হুদয় ভেঙে ফাইনালে ইংল্যান্ড
এদিন শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলা শুরু করে নেদারল্যান্ডস। এর ফল পেতেও বেশিক্ষণ অপেক্ষা করা লাগেনি তাদের। ম্যাচের সপ্তম মিনিটেই গোল করে দলকে এগিয়ে নেন পিএসজির ডাচ মিডফিল্ডার জাভি সিমোন্স।
সতীর্থের থ্রু বল পেয়েই বক্সের সামনে থেকে ডেকলান রাইসকে পরাস্ত করে জোরালো শট নেন ২১ বছর বয়সী সিমোন্স। বল গোলরক্ষক জর্ডান পিকফোর্ডকে ফাঁকি দিয়ে গন্তব্যে চলে যায়।
৫৩৬ দিন আগে
‘সুপার সাব’-এ শেষ মুহূর্তে ডাচদের হৃদয় ভেঙে ফাইনালে ইংল্যান্ড
১-১ গোলের সমতা নিয়ে অতিরিক্ত সময়ে খেলার প্রস্তুতি নিচ্ছিল দুই দলই। এরইমধ্যে ম্যাচের শেষ মিনিটের শেষ সময়ে ইংল্যান্ডের একটি অলস আক্রমণ চকিতে গতি পায়, আর তা থেকে দুর্দান্ত শটে গোল করেন কিছুক্ষণ আগেই বদলি হিসেবে মাঠে নামা অলি ওয়াটকিন্স।
ফলে একেবারে শেষ মুহূর্তে নেদারল্যান্ডসের হৃদয় ভেঙে ফাইনালের টিকিট কেটেছে গতবারের রানার্স-আপ ইংল্যান্ড।
বুধবার রাতে ডর্টমুন্ডের জিগনাল ইডুনা পার্কে নেদারল্যান্ডসকে ২-১ গোলে হারিয়েছে ইংল্যান্ড।
আরও পড়ুন: দলীয় ঐক্য ও তারুণ্যের চমকে ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন
ম্যাচের সপ্তম মিনিটেই গোল করে দলকে এগিয়ে নেন পিএসজির ডাচ মিডফিল্ডার জাভি সিমোন্স।
সতীর্থের থ্রু বল পেয়েই বক্সের সামনে থেকে ডেকলান রাইসকে পরাস্ত করে জোরালো শট নেন ২১ বছর বয়সী সিমোন্স। বল গোলরক্ষক জর্ডান পিকফোর্ডকে ফাঁকি দিয়ে গন্তব্যে চলে যায়।
৫৩৬ দিন আগে
বিশ্বকাপের আম্পায়ার হওয়ার ইচ্ছা সাথিরা জাকিরের
আসন্ন এশিয়া কাপে প্রথম বাংলাদেশি নারী আম্পায়ার হিসেবে যাত্রা শুরু করতে যাচ্ছেন সাথিরা জাকির। এই অর্জনের পর দেশের প্রথম নারী আম্পায়ার সাথিরার ইচ্ছা বিশ্বকাপে আম্পায়ারিং করার।
আইসিসির ৪টি পূর্ণাঙ্গ সদস্য ও ৪টি সহযোগী সদস্য নিয়ে ৮টি দল নিয়ে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে এসিসি নারী এশিয়া কাপ।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বাংলাদেশের সাবেক ক্রিকেটার সাথিরা বলেন, ‘এশিয়া কাপে আম্পায়ারিং করব এটা আমি এখনও বিশ্বাস করতে পারছি না। আমার স্বপ্ন খুব তাড়াতাড়ি সত্যি হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘এশিয়া কাপে ভালো পারফর্ম করতে পারলে বিশ্বকাপে আমার জায়গা পাকা হয়ে যেতে পারে।’
গত বছরের টুর্নামেন্টে সহযোগী দেশগুলোর মহিলা আম্পায়ারদের ম্যাচ পরিচালনা করতে দেখে এশিয়া কাপের দিকে নজর ছিল সাথিরার।
তিনি বলেন, ‘আমার লক্ষ্য ছিল এই এশিয়া কাপ। এই সুযোগ পেতে কঠোর পরিশ্রম করেছি। কিন্তু স্বপ্ন যে এত তাড়াতাড়ি সত্যি হবে, তা ভাবিনি। আমি খুব খুশি।’
আগামী ১৯ জুলাই শ্রীলঙ্কার ডাম্বুলায় শুরু হবে এশিয়া কাপ।
এবারের এশিয়া কাপে অংশগ্রহণকারী দলগুলো হলো- শ্রীলঙ্কা, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, নেপাল, থাইল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাত।
৫৩৭ দিন আগে
কানাডার স্বপ্নযাত্রা থামিয়ে ফাইনালে আর্জেন্টিনা
তুমূল প্রতিদ্বন্দ্বিতা করেও হেরে গেল কানাডা। পার্থক্য হয়ে থাকলেন সেই লিওনেল মেসি। ফলে প্রথমবার কোপা আমেরিকা খেলতে এসেই সেমিফাইনালে ওঠার পর থামল কানাডার স্বপ্নযাত্রা।
যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেট লাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় বুধবার সকালে কানাডাকে ২-০ ব্যবধানে হারিয়ে আরও একবার ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এ নিয়ে সর্বশেষ আট আসরের ৬টিতেই ফাইনালে ওঠার গৌরব অর্জন করল বিশ্বচ্যাম্পিয়নরা।
এদিন দলের হয়ে গোলের খাতা খোলেন হুলিয়ান আলভারেস। ম্যাচের ২৩তম মিনিটে মাঝমাঠ থেকে বাড়ানো রদ্রিগো দে পলের থ্রু বল ধরে এগিয়ে যান আলভারেস। এরপর প্রতিপক্ষের ডিফেন্ডারের চ্যালেঞ্জ মোকাবিলা করে ঠান্ডা মাথায় বল জালে জড়ান তিনি। ফলে ম্যাচে এগিয়ে যায় আর্জেন্টিনা।
এটি চলতি কোপার আসরে দ্বিতীয় এবং সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি আসরে তার নবম গোল।
আরও পড়ুন: হেরে ব্রাজিল কোচ বললেন, আরও সময় প্রয়োজন
এরপর দ্বিতীয়ার্ধে আরও একটি গোল করে দলের ব্যবধান দ্বিগুণ করেন লিওনেল মেসি। ৫১তম মিনিটে নিজেদের বক্সের ভেতর থেকে বল ক্লিয়ার করতে গিয়ে সামনে থাকা এসনো ফের্নান্দেসকে তা দিয়ে ফেলেন কানাডার একজন ডিফেন্ডার। তিনি জোরালো শট নিলে গোলমুখে থাকা মেসির আলতো ছোঁয়ায় বল জালে জড়িয়ে যায়।
এই গোলের মাধ্যমে কোপার চলতি আসরে গোলখরা ঘোচালেন মেসি। এটি আর্জেন্টিনার হয়ে মেসির ১০৯তম গোল। শুধু তাই নয়, এই গোলের মাধ্যমে কোপা আমেরিকার ছয় আসরে গোল করলেন তিনি।
তবে এদিন গোল খেলেও কোনোভাবে দমিয়ে যায়নি কানাডা। গোল পরিশোধের জন্য মরিয়া হয়ে চেষ্টা করে জেসি মার্শের শিষ্যরা। কিন্তু কোনোভাবে আর্জেন্টিনার ডেডলক ভাঙতে না পারায় শেষ পর্যন্ত ২-০ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।
আগামী সোমবার বাংলাদেশ সময় সকাল ৬টায় উরুগুয়ে-কলম্বিয়া ম্যাচজয়ীদের বিপক্ষে ফাইনাল খেলতে নামবে লিওনেল স্কালোনির শিষ্যরা।
আরও পড়ুন: লাউতারোর গোলে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা
৫৩৭ দিন আগে
স্পেন-জার্মানি সেমিফাইনাল: ম্যাচজুড়ে যা হলো
শুরুতে এগিয়ে গিয়েও চার মিনিটের ঝড়ে এলোমেলো হয়ে যাওয়া ফ্রান্স ম্যাচের বাকিটা সময়জুড়ে নিজেদের খুঁজে ফিরল। তবে দলীয় ঐক্য ও সঠিক সময়ে কোচের সঠিক সিদ্ধান্তে বারবার ম্যাচের রাশ টেনে ধরে জয় নিয়েই মাঠ ছাড়ে স্পেন।
মঙ্গলবার রাতে মিউনিখের আলিয়ান্স আরেনা স্টেডিয়ামে ইউরোর প্রথম সেমিফাইনালে ফ্রান্সকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে লুইস দে লা ফুয়েন্তের স্পেন।
এদিন ফ্রান্সের নেওয়া ১৫টি শটের তিনটি ছিল লক্ষ্যে, অপরদিকে স্পেনের ১০টি শটের লক্ষ্যে থাকা দুটি শট থেকেই আসে গোল।
ম্যাচের দ্বিতীয়ার্ধজুড়ে ফ্রান্স একচেটিয়া আধিপত্য বিস্তার করলেও ম্যাচে বল দখলে সার্বিকভাবে এগিয়ে ছিল স্পেনই (৫৮ শতাংশ)।
আরও পড়ুন: দলীয় ঐক্য ও তারুণ্যের চমকে ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন
দলের তিন নিয়মিত সদস্যের অনুপস্থিতিতে দানি কার্ভাহালের পরিবর্তে ইউরোর সেমিফাইনালের ইতিহাসে সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে হেসুস নাভাসকে (৩৮) রাইট উইং ব্যাক হিসেবে মাঠে নামান লুইস দে লা ফুয়েন্তে। এছাড়া রবিন লে নরমান্দের পরিবর্তে রিয়াল মাদ্রিদ অধিনায়ক নাচো এবং পেদ্রির বদলি হিসেবে শুরুর একাদশে খেলতে নামেন দানি অলমো।
ম্যাচের পঞ্চম মিনিটেই দারুণ একটি সুযোগ তৈরি করে স্পেন। বক্সের মধ্যে ডান পাশে সতীর্থের বাড়ানো ক্রস ধরে দূরের পোস্টের দিকে অসাধারণ এক ক্রস বাড়ান লামিন ইয়ামাল। তবে ঠিকঠাক জায়গায় থেকেও উড়ন্ত হেডারে নিশ্চিত গোল থেকে দলকে বঞ্চিত করেন ফাবিয়ান রুইস।
তবে এরপরই ম্যাচে এগিয়ে যায় ফ্রান্স। অষ্টম মিনিটে স্পেনর আক্রমণের কার্বন কপি থেকে গোল আদায় করেন রাঁদাল কোলো মুয়ানি।
ডান পাশে প্রতিপক্ষের বক্সের সামান্য বাইরে থেকে দূরের পোস্টে ক্রস দেন কিলিয়ান এমবাপ্পে। তা থেকে হেডারে বল জালে জড়ান পিএসজি ফরোয়ার্ড কোলো মুয়ানি।
এটিই চলতি ইউরো আসরে ওপেন প্লে থেকে ফ্রান্সের প্রথম গোল। টুর্নামেন্টজুড়ে ৮৭টি প্রচেষ্টার পর অবশেষে গোল পায় ফ্রান্স।
৫৩৭ দিন আগে