খেলাধুলা
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ‘গেম চেঞ্জার’ হতে পারেন যারা
টি-টোয়েন্টি বিশ্বকাপ দোরগোড়ায়। শিরোপার জন্য যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাঠে লড়াই চলবে ২০টি দেশের। ক্রিকেটের এই ফরম্যাটে ধারাবাহিকতা ধরে রাখতে না পারলেও নিজেদের যোগ্যতার ছাপ রাখতে বদ্ধপরিকর টাইগাররা। বাংলাদেশ দলে এমন কয়েকজন তারকা খেলোয়াড় আছেন যারা যে কোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে নিজেদের পক্ষে নিতে পারেন।
এদিকে মূল আসরের ঠিক আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে ২-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। প্রথমবারের মতো বিশ্বকাপে নেতৃত্ব দিতে যাওয়া অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও দলের জন্য বিশ্বকাপের আগে এই হার এক প্রকার সতর্কবার্তাই বলা যায়।
যদিও তরুণ প্রতিভা এবং অভিজ্ঞ সঙ্গীদের নিয়ে গড়া শান্তর এই দল, যে খেলোয়াড়রা এরইমধ্যে আন্তর্জাতিক পর্যায়ে তাদের দক্ষতা প্রমাণ করেছে।
ব্যাটিংয়ে চোখ রাখলে, বাংলাদেশের সবচেয়ে বড় অস্ত্র হতে পারেন তানজিদ হাসান তামিম, যিনি ইনিংসের শক্ত ও গতিময় শুরু দেওয়ার দায়িত্বে রয়েছেন।
আরও পড়ুন: শনিবার শেষ প্রস্তুতি ম্যাচে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ
৭টি টি-টোয়েন্টিতে ১২০-এর বেশি স্ট্রাইক রেটে ৩টি হাফ সেঞ্চুরি তার। এই অল্প সময় হয়তো তার সম্ভাবনাকে পুরোপুরি মূল্যায়ন করার জন্য যথেষ্ট নয়, কিন্তু বিশ্বমঞ্চে মূল্যবান সম্পদ হয়ে ওঠার প্রতিশ্রুতি দেখিয়েছেন তানজিদ। ২০২০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী বাংলাদেশ দলের অন্যতম সদস্য ছিলেন তিনি।
টপ অর্ডারে তানজিদের পর লিটন দাসও হয়ে উঠতে পারেন বিধ্বংসী শক্তি। বিগত কিছু খেলায় ফর্মের অবনতি দেখা গেলেও এই ডানহাতি ব্যাটার আত্মবিশ্বাসী যে একটি ভালো ইনিংস তাকে তার ছন্দে ফিরিয়ে নিয়ে আসবে।
যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের পাশাপাশি জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ হোম সিরিজেও ফর্মে ফিরতে লড়াই করেছেন লিটন। ছন্দে ফিরতে লড়াইয়ের পরও মনে রাখতে হবে, ৮২টি টি-টোয়েন্টিতে ১২৫ ওভার স্ট্রাইক রেটে ১৮০০-র বেশি রান করেছেন লিটন। শুরুটা ভালো করতে পারলে নিজের দিনটিতে যেকোনো বোলিং রক্ষণভাগ গুঁড়িয়ে দিতে পারেন তিনি।
ব্যাটিং অর্ডারে আরেক সম্ভাবনাময় তারকা তৌহিদ হৃদয়। ডানহাতি এই ব্যাটার এরই মধ্যে তার টি-টোয়েন্টি ক্যারিয়ারে কিছু দুর্দান্ত খেলেছেন এবং সুযোগ পেলেই এগিয়ে যাওয়ার প্রত্যয় দেখিয়েছেন।
আরও পড়ুন: বিশ্বকাপে সাকিব-মাহমুদউল্লাহকে ‘উপহার’ দেওয়ার আশা শান্তর
টপ অর্ডার ব্যর্থ হলে বাংলাদেশের পরবর্তী ভরসা হয়ে উঠতে পারেন তৌহিদ। তিনি ধারাবাহিক পারফরম্যান্স ধরে রাখতে পারলে আগামীতে অনেকবারই সুদিনের দেখা মিলতে পারে বাংলাদেশ দলের। ২২টি টি-টোয়েন্টিতে ১৩০-এর বেশি স্ট্রাইক রেট তৌহিদের, নামের পাশে রয়েছে দুটি হাফসেঞ্চুরি।
লোয়ার অর্ডারে ব্যাট ও বল দুই হাতেই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন রিশাদ হোসেন। জাতীয় পর্যায়ে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা অল্প কয়েকজন লেগ স্পিনারের মধ্যে তিনি একজন এবং তার ভালো খেলার প্রমাণ অনেকবারই দিয়েছেন তিনি। তার সবচেয়ে বড় সম্পদ ক্লিন শট মারার ক্ষমতা।
১৭ ম্যাচে ৭ ইনিংসে ১৩৫-এর বেশি স্ট্রাইক রেটের ব্যাটিংয়ের পাশাপাশি বোলার হিসেবে ১৫ উইকেটও নিয়েছেন রিশাদ। লেট অর্ডারে প্রতিপক্ষ বোলারদের দুঃস্বপ্ন হতে পারেন তিনি। আবার বল হাতে যেকোনো সময় উইকেটে ধস নামাতে পারেন। কিছু খরুচে হলেও অনন্য প্রতিভা বলা যায় তাকে।
এবারের বিশ্বকাপে মুস্তাফিজুর রহমানের ওপরও চোখ থাকবে সবার। কেন না সম্প্রতি চেন্নাই সুপার কিংসের হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ফিজ প্রমাণ করে দিয়েছেন যে এখনো ফুরিয়ে যাননি তিনি, এখনো দেওয়ার আছে অনেক কিছু। আইপিএলে প্রথমবারের মতো নিয়েছেন চার উইকেট।
এরপর যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজে ৬ উইকেট নিয়ে বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে সেরা বোলিং ফিগারের নতুন রেকর্ড গড়েন। এই সফল পারফরম্যান্স বিশ্বকাপে তাকে অনুপ্রাণিত করবে।
বিশ্বকাপের ময়দানে পা রাখতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছাড়ার আগে বাংলাদেশ অধিনায়ক নাজমুল ও কোচ চন্ডিকা হাথুরুসিংহে দুজনই সতর্ক অবস্থানে থেকে নিজেদের নিয়ে আশা জানিয়েছিলেন। তবে এই তারকারা যদি তাদের সামর্থ্য অনুযায়ী পারফর্ম করতে পারেন, তাহলে বাংলাদেশের জন্য এবারের বিশ্বকাপ দারুণ একটি টুর্নামেন্ট হতে পারে।
আরও পড়ুন: সীমিত প্রত্যাশা নিয়ে দেশ ছেড়েছে টাইগাররা
৫৭৫ দিন আগে
শনিবার শেষ প্রস্তুতি ম্যাচে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ
আইসিসি বিশ্বকাপে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে ভারতের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ।
শনিবার (১ জুন) নিউইয়র্কে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় ম্যাচটি শুরু হবে।
নবনির্মিত নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই প্রস্তুতি ম্যাচ হতে যাচ্ছে। এই মাঠে এর আগে কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ গড়ায়নি। সপ্তাহখানেক আগেও নির্মাণাধীন ছিল এই ভেন্যু।
বিশ্বকাপের ম্যাচের জন্য ‘ড্রপ-ইন পিচ’ ব্যবহার করছে নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। এ ধরনের পিচগুলো অন্য জায়গায় তৈরি করে মাঠে এনে স্থাপন করা হয়।
আরও পড়ুন: টাইগাররা প্রস্তুত: টি২০ বিশ্বকাপের পিচ পৌঁছেছে নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে
বাংলাদেশের মাঠগুলোতে ড্রপ-ইন পিচের ব্যবহার নেই বললেই চলে, তবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে প্রায়ই ড্রপ-ইন পিচে খেলা হয়। এই পিচগুলো রক্ষণাবেক্ষণের সুবিধা বেশি, সহজে সরিয়ে নেওয়া যায় এবং অন্য কোনো মাঠে ব্যবহার করা যায়।
পুরোপুরি নতুন এক মাঠ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও ভারতের অধিনায়ক রোহিত শর্মা।
নিউইয়র্কের স্টেডিয়াম নিয়ে আইসিসির এক ভিডিওতে উচ্ছ্বাস প্রকাশ করে বাংলাদেশের অধিনায়ক শান্ত বলেন, ‘এটা অবিশ্বাস্য। আমি মনে করি এটা আকর্ষণীয়।’
তিনি আরও বলেন, ‘আমি বলতে চাচ্ছি, আমরা সবাই ইন্টারনেটে দেখেছি যে কিছুই ছিল না (তিন মাস আগে)। এখন এটি একটি উপযুক্ত স্টেডিয়ামের মতো দেখাচ্ছে এবং দুর্দান্ত লাগছে। এটা খুব ভালো লাগছে এবং আমার কাছে আকর্ষণীয় লাগছে।’
সামাজিক যোগাযোগমাধ্যমে ভেন্যুটির নির্মাণকাজ দেখে শান্ত বেশ মুগ্ধ হয়েছিলেন।
একই ভেন্যু সম্পর্কে ভারতের অধিনায়ক রোহিত শর্মা বলেন, ‘খুব সুন্দর লাগছে। বেশ খোলামেলা মাঠ। আমরা এখানে এসে প্রথম ম্যাচ খেলব। স্টেডিয়ামটির পরিবেশ উপভোগ করার জন্য অপেক্ষা করতে পারছি না।’
আরও পড়ুন: সীমিত প্রত্যাশা নিয়ে দেশ ছেড়েছে টাইগাররা
মূল পর্বে নামার আগে এই ম্যাচে নিজেদের পারফরম্যান্স আরও ভালো করার দিকে নজর দেবে বাংলাদেশ। দলের মূল লক্ষ্য থাকবে ধুঁকতে থাকা টপ অর্ডারকে গুছিয়ে নেওয়া।
খারাপ আবহাওয়ার কারণে যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের প্রথম প্রস্তুতি ম্যাচটি পরিত্যক্ত হয়। এর আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে হারে বাংলাদেশ।
আগামী ৭ জুন ডালাসে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে এশিয়ার প্রতিদ্বন্দ্বী শ্রীলঙ্কার মুখোমুখি হবে টাইগাররা। আর আগামী ১০ জুন নিউইয়র্কে নিজেদের দ্বিতীয় ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
আরও পড়ুন: ঝড়ে ক্ষতবিক্ষত টি-২০ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের স্টেডিয়াম
৫৭৫ দিন আগে
রোনালদোর অর্জনের মুকুটে আরও একটি পালক
ফুটবলে ক্রিশ্চিয়ানো রোনালদোর জন্মই যেন হয়েছে রেকর্ড ভাঙতে আর গড়তে। ইউরোপীয় ফুটবল ছেড়ে সৌদি প্রো লিগে খেলছেন তিনি। সেখানেও গড়ে চলেছেন একের পর এক রেকর্ড। মৌসুমের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড ভেঙে প্রো লিগের গোল্ডেন বুট জিতেছেন তিনি।
এ অর্জনের ফলে ৭টি ভিন্ন লিগ ও টুর্নামেন্টে গোল্ডেন বুট জয়ের বিরল রেকর্ড গড়লেন তিনি। অর্থাৎ, এ পর্যন্ত খেলা সবকটি লিগেই সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেয়েছেন রোনালদো।
এর মধ্যে রিয়াল মাদ্রিদের হয়ে লা লিগায় তিনটি, ইউভেন্তুসের হয়ে সেরি-আয় একটি, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে একটি, চ্যাম্পিয়ন্স লিগে ৭টি, ইউরোতে একটি এবং সর্বশেষ সৌদি প্রো লিগের গোল্ডেন বুট অর্জন করলেন ৩৮ বছর বয়সী এই পর্তুগিজ মহাতারকা।
আরও পড়ুন: শেষ লগ্নেও মায়া ছড়িয়ে চলেছেন মেসি রোনালদো
প্রো লিগে এর আগে এক মৌসুমে সর্বোচ্চ গোল ছিল আল-নাসরেরই ফুটবলার আবদেররাজাক হামাদাল্লাহর (৩৪টি)। তার রেকর্ডটি ভাঙতে হলে চলতি মৌসুমের শেষ ম্যাচে দুই গোল করতে হতো রোনালদো। আপাতঃদৃষ্টিতে সেটি যথেষ্ট কষ্টসাধ্য মনে হলেও নামটি যখন রোনালদো, তখন উল্লাসে মাতার আশায় বুক বাঁধে ভক্তরা। আল ইত্তিহাদের বিপক্ষে সেদিন ৪-২ ব্যবধানে জয়ের ম্যাচে জোড়া গোল করে ভক্তদের তার ওপর রাখা আস্থার প্রতিদান দেন ক্রিশ্চিয়ানো।
রেকর্ড ভাঙার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানান তিনি। লেখেন, ‘আমি রেকর্ডের পেছনে ছুটি না, রেকর্ডই আমার পেছনে ছোটে।’
৫৭৮ দিন আগে
ইতালির স্কোয়াডে জায়গা হারিয়ে বুটজোড়া তুলে রাখলেন বনুচ্চি
‘স্পেশাল ওয়ান’ হোসে মরিনিয়ো বলেছিলেন, ‘মি. কিয়েল্লিনি ও মি. বনুচ্চি কীভাবে ডিফেন্ড করতে হয়, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে তার ওপর ক্লাস নিতে পারেন।’ ২০২৩ সালের ডিসেম্বরে ২৩ বছরের ফুটবল ক্যারিয়ারের ইতি টানেন জর্জিও কিয়েল্লিনি। এবার নিজের বুটজোড়া তুলে রাখছেন লিওনার্দো বনুচ্চিও।
২০২৩-২৪ মৌসুমের দ্বিতীয়ার্ধে উনিয়ন বার্লিন ছেড়ে তুরস্কের ক্লাব ফেনেরবাচেয় যোগ দেন বনুচ্চি। আসন্ন ইউরোয় ইতালির স্কোয়াডে নিজেকে রাখতে মাঠের পারফরম্যান্সে মনোযোগ দেন তিনি। তবে লুসিয়ানো স্পালেত্তির বাছাই করা স্কোয়াডে জায়গা হয়নি তার। ফলে পেশাদার ফুটবল আর চালিয়ে যেতে চান না ৩৭ বছর বয়সী এই কিংবদন্তি।
এক্সে একটি ভিডিও পোস্ট করে নিজের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। ওই ভিডিওতে বনুচ্চি বলেন, ‘ছোটবেলায় আমি এমন একটি গল্প বলার স্বপ্ন দেখেছিলাম। নিজের ওপর আস্থা রেখে সমস্ত বাধা-বিপত্তি সহসিকতার সঙ্গে মোকাবিলা করে বড় বড় অর্জন আলিঙ্গন করতে নিজেকে প্রতিশ্রুতি দিয়েছিলাম।’
আরও পড়ুন: পর্তুগালের ইউরো স্কোয়াডে ৪১ বছর বয়সী পেপে
ইন্টার মিলানে খেলোয়াড়ি জীবন শুরু করলেও ইউভেন্তুসেই ক্যারিয়ারের শীর্ষে চড়েন বনুচ্চি। মাঝে এক মৌসুম এসি মিলানে খেলা এই ডিফেন্ডার ওল্ড লেডিদের সাদাকালো জার্সিতে খেলেছেন ১৩টি মৌসুম। ২০১২ থেকে ২০২০ সাল পর্যন্ত ইতালিয়ান ফুটবলে রীতিমতো শাসন করেন তিনি। এর মধ্যে পাঁচটি বছর রক্ষণভাগে বারজায়লি ও কিয়েল্লিনির সঙ্গে ঐতিহাসিক ‘বিবিসি’ ত্রয়ী সৃষ্টি করেন। ওই সময়ে খেলা ১৯০ ম্যাচে মাত্র ১১১ বার তাদের পরাস্ত করতে সক্ষম হয় প্রতিপক্ষ।
ইউভেন্তুসের হয়ে ৫ শতাধিক ম্যাচ খেলা বনুচ্চি জেতেন ৯টি সেরি-আ, ৪টি কোপা ইতালিয়া ও ৫টি ইতালিয়ান সুপারকাপ।
আন্তর্জাতিক অঙ্গনেও রেখেছেন সফলতার সাক্ষর। ইতালির জার্সি গায়ে ১২১ ম্যাচে মাঠে নেমেছেন তিনি। এরে মধ্যে ২০২০ সালের ইউরো ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে জয়সূচক একমাত্র গোলটি করে ইতালিয়ান ফুটবলে স্মরণীয় হয়ে থাকবেন তিনি।
আরও পড়ুন: শেষ লগ্নেও মায়া ছড়িয়ে চলেছেন মেসি রোনালদো
বনুচ্চির বিদায়ী বার্তার পর ওল্ড লেডি এক বার্তায় বলেছে, ‘ইউভেন্তুসের আধুনিক ইতিহাস গড়ার অন্যতম কারিগর ফুটবল বিশ্বকে বিদায় জানিয়েছেন। তার এই সিদ্ধান্ত আমাদের হৃদয়ের গভীরে স্পর্শ করেছে। কারণ সেখানে লিওর নাম খোদাই করা রয়েছে।
‘সম্পর্কের যে সুঁতোয় তার সঙ্গে আমরা বাঁধা পড়েছি, তা ছেড়ার নয়। লিও তার জীবনের একটি নতুন অধ্যায় শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন। আমরা সেই সিদ্ধান্তের প্রতি সম্মান রেখে তাকে শুভকামনা জানাই।’
৫৭৮ দিন আগে
মেসি গোল পেলেও হারল মায়ামি
টানা ১০ ম্যাচ জেতার পর অবেশেষে হারল লিওনেল মেসির ইন্টার মায়ামি। হারল তাও এমন প্রতিপক্ষের কাছে যারা সবশেষ ৯ ম্যাচ জিততে পারেনি। সমীকরণ এমন হলেও মাঠের খেলায় তার প্রভাব দেখা গেল না একটুও। সমানে লড়াই চালিয়ে জয় তুলে নিল আটালান্টা ইউনাইটেড।
বৃহস্পতিবার ভোরে মায়ামির মাঠেই তাদের ৩-১ গোলে হারিয়েছে আটালান্টা। ম্যাচের দুই অর্ধে দুই গোল করেন সাবা লবসানিদসে। মাঝে একটি গোল করে ম্যাচে ফেরার আভাস দেন মেসি। তবে ৭৩ মিনিটে জামাল থিয়ারের গোলের পর আর তা করে উঠতে পারেননি মায়ামির খেলোয়াড়রা।
বিশ্রাম শেষে এদিন সের্হিও বুসকেতস ও লুইস সুয়ারেজও ফেরেন মায়ামির একাদশে। তবে কাজের কাজটি করতে পারেননি তারা।
আরও পড়ুন: জয়ের ধারায় ছেদ পড়ল ‘মেসিবিহীন’ ইন্টার মায়ামির
ম্যাচের চতুর্থ মিনিটেই গোল পেয়ে যেতে পারতেন মেসি, কিন্তু তার হেড ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। এরপর কয়েকটি সুযোগ হাতছাড়া করে আটালান্টাও। প্রধমার্ধের শেষের দিকে গোল করে দলকে এগিয়ে রেখে বিরতিতে যান লবসানিদসে। ফিরে ম্যাচের ৫৯তম মিনিটে আবারও পান জালের দেখা। এর ৩ মিনিট পর চিরচেনা বাঁ পায়ের কোনাকুনি শটে ব্যবধান কমান মেসি। তবে মিনিট দশেক পর থিয়ারে গোল পাওয়ার পর জয় একপ্রকার নিশ্চিত হয়ে যায় আটালান্টার।
এদিন পুরো ম্যাচজুড়ে আলো ছড়িয়েছেন মেসির আর্জেন্টাইন সতীর্থ থিয়াগো আলমাদা। অসাধারণ ড্রিবলিং আর ক্ষিপ্রতায় মায়ামির ডিফেন্ডারদের তটস্থ করে রাখেন আটালান্টার এই অ্যাটাকিং মিডফিল্ডার।
দল জিততে না পারলেও ব্যক্তিগত হিসাব সমৃদ্ধ হয়েছে মেসির। এ নিয়ে লিগের সর্বোচ্চ ১১টি গোল করলেন তিনি। সুয়ারেজও অবশ্যই একই সংখ্যক গোল করেছেন। তবে মেসির নামের পাশে রয়েছে আরও ১২টি অ্যাসিস্ট।
আরও পড়ুন: মেসি-বার্সা চুক্তির সেই বিখ্যাত টিস্যু বিক্রি হলো ১১ কোটি টাকায়
গোল পেয়েও মেসির এই হার ২০২২ বিশ্বকাপের গ্রুপ পর্বে সৌদি আরবের বিপক্ষে পরাজয়ের পর এই প্রথম। তবে ক্লাব ফুটবলে সেটি আরও দীর্ঘ। বার্সেলোনায় থাকাকালে ২০২১ সালের মে মাসে সেল্তা ভিগোর বিপক্ষে গোল পেয়েও হেরে গিয়েছিল তার দল। তারপর প্যারিস ঘুরে মেজর সকার লিগের (এমএলএস) দ্বিতীয় মৌসুমে এমন হার দেখলেন তিনি।
হেরে গেলেও এমএলএসের ইস্টার্ন কনফারেন্স পয়েন্ট তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে মায়ামি। ১৭ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৩৪। এক ম্যাচ কম খেলা সিনসিনাটির পয়েন্ট ১৬ ম্যাচে ৩৩।
৫৭৮ দিন আগে
বার্সার দায়িত্ব নিয়ে শিরোপা জিততে বদ্ধপরিকর ফ্লিক
খবরটা জানা গিয়েছেল আগেই। শাভিকে বরখাস্ত করার দিনই ট্রান্সফার গুরু ফাব্রিৎসিও রোমানো জানিয়েছিলেন, ফ্লিকই হচ্ছেন বার্সেলোনার পরবর্তী কোচ। এমনকি চুক্তির বিষয়গুলোও বলে দিয়েছিলেন সেসময়। সবকিছু তার কথামতো ঘটে বুধবার কাতালুনিয়ার ক্লাবটির দায়িত্ব নিয়েছেন হান্সি ফ্লিক।
আর্থিক বিপর্যয়ে থাকা ক্লাবটির জন্য শুরুতেই সাফল্য পেতে তাকে বেগ পেতে হবে- বিদায়বেলায় সেকথা বলে গিয়েছেন বার্সার কিংবদন্তি ফুটবলার শাভি এর্নান্দেস। তবে দলকে জয়ের ধারায় ফিরিয়ে শিরোপা সফলতাও এনে দেওয়ার প্রত্যয় ঝরল ফ্লিকের কণ্ঠে।
দায়িত্ব নেওয়ার পর বার্সা টিভিকে ৫৯ বছর বয়সী এই জার্মান বলেন, ‘এই ক্লাবটির কোচ হওয়া আমার কাছে স্বপ্নের মতো, সম্মানেরও। অসাধারণ এই ক্লাবটিতে কাজ করার জন্য আমার তর সইছে না।
‘এখানে আসার পর থেকে দেখছি, ক্লাবটিকে সবাই খুব ভালোবাসে। ক্লাবের সাফল্যের জন্য সবাই নিজের সেরাটা দেয়।’
আরও পড়ুন: শাভি বরখাস্ত, বার্সার নতুন কোচ হচ্ছেন ফ্লিক
নিজের খেলোয়াড়ি দর্শন বার্সেলোনার সঙ্গে মিলে যায় জানিয়ে তিনি বলেন, ‘বল দখলে রেখে খেলা, আক্রমণাত্মক ফুটবল- এর সবই আমার দর্শনের সঙ্গে যায়। এগুলো নিয়েই আমি কাজ করব।’
লা মাসিয়ার অসাধারণ বৈশিষ্ট্যের কথা বলতেও ভুললেন না তিনি। বললেন, ‘লা মাসিয়া বিশ্বের সেরা মেধা বের করা অ্যাকাডেমিগুলোর একটি। অর্থাৎ, এখানে অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে দারুণ একটি স্কোয়াড রয়েছে। এই স্কোয়াডের উন্নতি কীভাবে করা যায়, সেটিই দেখব আমি।
‘বায়ার্ন মিউনিখের দায়িত্বে থাকাকালে আমি বেশ কয়েকটি শিরোপা জিতি। শিরোপা জেতার সেই ক্ষুধা আরও বেড়েছে। আশা করছি, সবাইকে সঙ্গে নিয়ে এখানেও অনেক শিরোপা জিতব।’
সমর্থকদের উদ্দেশে ফ্লিক বলেন, ‘কুলের্স, আমার এই যাত্রায় আপনারাই সবচেয়ে বড় প্রেরণা। ক্লাবে আমার যত সফলতা আসবে, তা আপনাদের প্রচেষ্টার কারণেই আসবে। তাই আপনাদের সঙ্গে নিয়েই আমি সফলতার পথে অনেক দূর হাঁটতে চাই।
‘ভিসকা এল বার্সা!’
আরও পড়ুন: মেসি-বার্সা চুক্তির সেই বিখ্যাত টিস্যু বিক্রি হলো ১১ কোটি টাকায়
উল্লেখ্য, ফ্লিকের তত্ত্বাবধায়নে ২০১৯-২০ মৌসুমে ট্রেবল জেতে বায়ার্ন মিউনিখ। সেবার জার্মানির বর্ষসেরা কোচও হন তিনি। এরপর সেভিয়ার বিপক্ষে উয়েফা সুপার কাপ ও পরবর্তীতে ক্লাব বিশ্বকাপ জিতে বায়ার্নকে প্রথমবারের মতো সেক্সট্রাপল জেতান তিনি।
দুই মৌসুম বায়ার্নের দায়িত্বে থাকাকালে ক্লাবটিকে ৭টি শিরোপা (দুটি বুন্দেসলিগা, একটি করে ডিএফবি পোকাল, সুপার কাপ, চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফা সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ) জেতান তিনি। ফ্লিকের আমলে সব প্রতিযোগিতা মিলিয়ে মাত্র ৭ ম্যাচে হার দেখে বায়ার্ন মিউনিখ।
৫৭৮ দিন আগে
কোম্পানিকেই কোচ বানাল বায়ার্ন
কোচ নিয়ে অবশেষে দুশ্চিন্তা কাটল বায়ার্ন মিউনিখের। একজন যোগ্য কোচের অনুসন্ধানে অসংখ্য দুয়ারে টোকা দিয়ে অবশেষে ভিনসেন্ট কোম্পানির দরজা খুলতে পেরেছে জার্মানির ক্লাবটি।
বুধবার (২৯ মে) বায়ার্ন মিউনিখের সঙ্গে তিন বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ম্যানচেস্টার সিটির এই সাবেক মিডফিল্ডার।
ক্লাবের ওয়েবসাইটে কোম্পানির নিয়োগের বিষয়টি নিশ্চিত করে বায়ার্নের প্রধান নির্বাহী (সিইও) ইয়ান-ক্রিস্টিয়ান ড্রিজেন বলেন, ‘ক্লাবের সবাই একমত যে, ভিনসেন্ট কোম্পানিই আমাদের কোচ হিসেবে সঠিক ব্যক্তি। তার সঙ্গে আমরা কাজ করতে চাই।’
এদিকে বায়ার্নের মতো বড় ক্লাবের সঙ্গে যুক্ত হতে পেরে নিজেও উচ্ছ্বসিত কোম্পানি। ৩৮ বছর বয়সী এ বেলজিয়ান বলেন, ‘বায়ার্নের চ্যালেঞ্জ নিতে আমি মুখিয়ে আছি। আন্তর্জাতিক ফুটবলে বায়ার্ন একটি প্রতিষ্ঠান। তাই এই ক্লাবটির সঙ্গে কাজ করা হবে সম্মানের।
আরও পড়ুন: কোম্পানিকে কোচ হিসেবে চায় বায়ার্ন
‘একজন কোচ হিসেবে আগে বুঝতে হবে ব্যক্তি হিসেবে আপনি কেমন। আমি বল দখলের খেলা পছন্দ করি, আমাদের সৃজনশীল ও একইসঙ্গে আক্রমণাত্মক হয়ে মাঠে সাহসিকতার সঙ্গে খেলতে হবে।
‘ফুটবলের গোড়ার দিকটাতেই আমি শুরুতে নজর দেব। সেটি হচ্ছে- খেলোয়াড়দের সঙ্গে কাজ করা, একটি দল গঠন করা। ভিত্তি তৈরি হয়ে গেলে সাফল্য এমনিতেই আসবে।’
৫৭৮ দিন আগে
বিপিএল ফুটবল: ঢাকা আবাহনীকে হারিয়ে রানার্সআপ ঢাকা মোহামেডান
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবল ২০২৩-২৪ মৌসুমে চিরপ্রতিদ্বন্দ্বী ঢাকা আবাহনী লিমিটেডকে ২-১ গোলে হারিয়ে রানার্সআপ হয়েছে ঢাকা মোহামেডান।
স্বাধীনতা কাপ ও ফেডারেশন কাপের রানার্সআপ ঢাকা মোহামেডান এসসি সদ্য সমাপ্ত বিপিএলে ১৮ লিগ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে। অন্যদিকে ছয়বারের বিপিএল চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী লিমিটেড ৩২ পয়েন্ট নিয়ে লিগে তৃতীয় হয়েছে।
মৌসুমের তিনটি বড় ফুটবল ট্রফি - স্বাধীনতা কাপ, ফেডারেশন কাপ এবং বিপিএল জিতে প্রথমবারের মতো ট্রেবল জয়ের বিরল কৃতিত্ব অর্জন করেছে বসুন্ধরা কিংস।
গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে বুধবার বিকালের এই ম্যাচের ১৩তম মিনিটেই নীল-আকাশিদের এগিয়ে নেন মিডফিল্ডার ব্রাজিলিয়ান ব্রুনো গনকালভেস। ২৯তম মিনিটে খেলায় সমতা নিয়ে আসেন সাদা-কালোর ফরোয়ার্ড বাংলাদেশি আরিফ হোসেন।
খেলার ঠিক শেষ মুহূর্তে এই আরিফ হোসেনই সাদা-কালোর জয় এনে দেন মোহামেডানের ও নিজের হয়ে দ্বিতীয় গোলে।
দিনের অন্য ম্যাচে টানা পঞ্চমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের শিরোপা জয়ী বসুন্ধরা কিংস নিজেদের মাঠ বসুন্ধরা কিংস অ্যারেনায় শেখ রাসেল কেসিকে ৩-১ গোলে হারিয়েছে।
ম্যাচের ১৪ মিনিটে সার্ভিয়ান ফরোয়ার্ড ভি বালাবানোভিচ দারুণ গোলে শেখ রাসেল কেসিকে এগিয়ে দেন। ৪৭ মিনিটে ব্রাজিলিয়ান মিডফিল্ডার মিগুয়েল ফিগুয়েইরা দামাসেনো বসুন্ধরা কিংসের হয়ে সমতা আনেন।
আরও পড়ুন: বিপিএল ফুটবল: ঢাকা আবাহনীকে হারিয়ে পঞ্চম শিরোপার কাছাকাছি বসুন্ধরা কিংস
৭৬ মিনিটে কিংসের হয়ে দ্বিতীয় গোল করেন দেশি ফরোয়ার্ড রাকিব হোসেন। ২ মিনিট পরেই স্ট্রাইকার শেখ মোরসালিন কিংসের হয়ে তৃতীয় গোল করে ম্যাচের ভাগ্য নির্ধারণ করেন।
এই ম্যাচ শেষে বসুন্ধরা কিংস ১৮ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে লিগ চ্যাম্পিয়ন হয়েছে, যা লিগ রানার্সআপ মোহামেডান এসসির চেয়ে ১০ পয়েন্ট বেশি। মোহামেডান ১৮ ম্যাচে ৩৫ পয়েন্ট অর্জন করেছে।
দিনের অন্য ম্যাচে ফরটিস এফসি ৩-১ গোলে চট্টগ্রাম আবাহনী লিমিটেডকে, রহমতগঞ্জ এমএফএস ২-০ গোলে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে এবং বাংলাদেশ পুলিশ এফসি ২-০ গোলে ব্রাদার্স ইউনিয়ন ক্লাবকে পরাজিত করে।
আরও পড়ুন: বিপিএল ফুটবল: পুলিশ এফসির সঙ্গে ড্র হওয়ায় পয়েন্ট হারাল ঢাকা আবাহনী
৫৭৮ দিন আগে
এমবাপ্পের বেতন-বোনাস আটকে দিয়েছে পিএসজি
কিলিয়ান এমবাপ্পে-পিএসজি নাটকে নতুন মোড়। চুক্তির মেয়াদ না বাড়ানোয় এবার নাকি এমবাপ্পের বেতন-বোনাস আটকে দিয়েছে প্যারিসের ক্লাবটি।
ফরাসি দৈনিক লে’কিপের খবর, এপ্রিল মাসের বেতন দেওয়া হয়নি এমবাপ্পেকে। সেইসঙ্গে গত ফেব্রুয়ারিতে যে (চুক্তি সম্পন্ন করার) আনুগত্য বোনাস পাওয়ার কথা ছিল তার, সেটিও পাননি। ফলে আইনজীবীর শরণাপন্ন হয়েছেন আধুনিক ফরাসি ফুটবলের এই ‘পোস্টার বয়’।
সংবাদমাধ্যমটির খবর, বেতন ও বোনাস মিলিয়ে পিএসজির কাছে প্রায় ৮০ মিলিয়ন ইউরো পাবেন এমবাপ্পে।
এ খবর সত্যি হলে ৭ বছর ধরে পিএসজির জার্সি গায়ে ক্লাবটিকে অসংখ্য শিরোপা জেতানো এমবাপ্পের প্যারিস থেকে সুখের বিদায় নেওয়া হচ্ছে না।
মেসি-রোনালদো-পরবর্তী যুগের মহাতারকা হতে চলা এমবাপ্পেকে নিয়ে কম টানাহেঁচড়া করেনি পিএসজি। ক্লাবটির গোয়ার্তুমির জন্য কয়েক বছর ধরে ভুগতে হচ্ছে তাকে। স্বপ্নের ক্লাব রিয়ালে যোগ দিতে চাইলেও বারবার আটকে দেওয়া হয়েছে তার পথ। অবশেষে চলতি মৌসুমে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তিনি আর তা নতুন করে বাড়াতে চাননি।
আরও পড়ুন: চেলসির কোচ হচ্ছেন মারেসকা, নাপোলিতে কন্তে
গত ১০ মে এক্স-এ একটি ভিডিওবার্তা পোস্ট করে আনুষ্ঠানিকভাবে তিনি ভক্তদের জানিয়ে দেন, চলতি মৌসুম শেষেই পিএসজির সঙ্গে শেষ হচ্ছে তার পথচলা।
ফুটবলবিশ্বে গুঞ্জন রটেছে, রিয়াল মাদ্রিদের সঙ্গে ইতোমধ্যে চুক্তির সব বিষয় চূড়ান্ত করে ফেলেছেন তিনি। আগামী ৫ মৌসুমের জন্য ফুটবলের রাজকীয় সাদা জার্সি গায়ে জড়াতে চলেছেন এমবাপ্পে।
এমনকি তিনি মাদ্রিদে ১৫ মিলিয়ন পাউন্ডে একটি বাড়িও কিনেছেন বলে স্প্যানিশ সংবাদমাধ্যমে খবর বেরিয়েছে। শুধু তা-ই নয়, তাকে মাদ্রিদের সংস্কৃতি ও স্প্যানিশ ভাষা শেখার ব্যাপারে তাকে সাহায্য করছেন সেভিয়ায় ক্যারিয়ারের শেষসময় কাটানো রিয়াল মাদ্রিদ কিংবদন্তি সের্হিয়ো রামোস।
সবকিছু যখন অনুমিতভাবেই চলছে, তখন ফের বাগড়া দিয়েছেন পিএসজি প্রেসিডেন্ট নাসের আল খেলাইফি।
পিএসজির জার্সিতে ৭ মৌসুমে ছয়টি লিগ আঁ শিরোপা, তিনটি ফরাসি কাপসহ আরও অনেক ট্রফি জিতেছেন তিনি। তবে পিএসজির মতো এমবাপ্পের কাছেও অধরা থেকে গেছে চ্যাম্পিয়ন্স লিগ ট্রফিটি।
সবশেষ চলতি মৌসুমেও সেমিফাইনালে ডর্টমুন্ডের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্নভঙ্গ হয় পিএসজির।
প্যারিসের এ ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩০৮ ম্যাচে ২৫৬ গোল করেছেন এমবাপ্পে। ১০৮টি অ্যাসিস্টও রয়েছে তার নামের পাশে।
বিদায়ী মৌসুমে পিএসজির জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৮ ম্যাচে ৪৪টি গোল ও ১০টি অ্যাসিস্ট করেছেন তিনি। জিতেছেন গ্লোব সকার অ্যাওয়ার্ডের ইউরোপীয় সংস্করণে ইউরোপের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার।আরও পড়ুন: হেরে পিএসজি অধ্যায় শেষ করলেন এমবাপ্পে
৫৭৮ দিন আগে
চেলসির কোচ হচ্ছেন মারেসকা, নাপোলিতে কন্তে
অপ্রত্যাশিতবাবে মাউরিসিও পচেত্তিনোকে ছাঁটাই করার পর লেস্টার সিটির এনসো মারেসকাকে পরবর্তী কোচ হিসেবে নিয়োগ দিতে চলেছে চেলসি।
দায়িত্ব নিয়েই দ্বিতীয় বিভাগে নেমে যাওয়া লেস্টারকে আগামী মৌসুমের জন্য ফের প্রিমিয়ার লিগে তুলেছেন ৪৪ বছর বয়সী এই ইতালিয়ান। শুধু তাই নয়, চলতি মৌসুমে চ্যাম্পিয়নশিপ (দ্বিতীয় বিভাগ) জিতে প্রিমিয়ার লিগে উঠেছে তার দল।
ট্রান্সফার গুরু ফাব্রিৎসিও রোমানোর দেওয়া তথ্যানুসারে, মারেসকাকে ইতোমধ্যে ৫ বছরের জন্য চুক্তির অফার দিয়েছে চেলসি। আগামী ২০২৯ সালের জুনে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর চাইলে আরও এক বছর স্ট্যামফোর্ড ব্রিজে থেকে যেতে পারবেন তিনি।
আরও পড়ুন: শেষ ম্যাচ জিতলেন শাভি, বললেন অনেক কিছু
পজেশনাল ফুটবল-দর্শনের এই কোচকে দলে টানতে ১০ মিলিয়ন পাউন্ড খরচ করতে হচ্ছে লন্ডনের দলটির।
চেলসিতে কাজ করার আগ্রহ দেখিয়েছেন মারেসকা নিজেও। ফলে কাজটি সহজ হয়েছে ব্লুজদের।
৫৭৯ দিন আগে