নাজমুল ২০০৫ সালের অক্টোবরে বিসিবিতে যোগ দেন। তখন থেকেই বয়স ভিত্তিক বিভিন্ন ব্যাচের ক্রিকেটারদের সাথে কাজ করছিলেন তিনি।
তিনি সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার এবং বর্তমান জাতীয় দলের বিভিন্ন তারকা ক্রিকেটারদের কোচ হিসেবে বেশি পরিচিত।
চলতি মাসের শুরুর দিকে নাজমুল পদত্যাগপত্র জমা দেন।
মঙ্গলবার ইউএনবির সাথে আলাপকালে তিনি বলেন, আগামী ১ অক্টোবর থেকে তিনি আর বিসিবির সাথে থাকছেন না।
বিসিবি ছাড়ার কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। তবে চলতি মাস পর্যন্তই আমি আমার কাজ করে যাবো।’
নাজমুল ২০০৫ সালে বিসিবি হাইপারফরম্যান্স ইউনিটের সিনিয়র কোচ হিসেবে নিয়োগ পান। পরে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের প্রধান কোচ হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।
বিসিবিতে যোগ দেয়ার আগে নাজমুল দীর্ঘদিন বাংলাদেশ ক্রিড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) কাজ করেন।