মঙ্গলবার বিসিবির এক বিবৃতিতে বলা হয়, ম্যাচ চলাকালীন সতীর্থ নাসুম আহমেদের সঙ্গে অশোভন আচরণের দায়ে মুশফিককে এ শাস্তি দেয়া হয়। যা বিসিবির আচরণবিধির লেভেল-১ অমান্য করেছিল। ম্যাচ ফি জরিমানার পাশাপাশি ঢাকার অধিনায়কের নামের পাশে একটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে।
আরও পড়ুন: মুহূর্তগুলো হয়ত ভুলেই যেতে চাইবেন মুশফিক
অপ্রত্যাশিত এ আচরণের জন্য মুশফিকুর রহিম ইতোমধ্যে ক্ষমা চেয়েছেন।
টুর্নামেন্টে মুশফিকুর রহিম যদি চারটি বা তার বেশি ডিমেরিট পয়েন্ট পান তাহলে তাকে এক ম্যাচের নিষেধাজ্ঞা পেতে হবে।
আরও পড়ুন: ক্ষমা চেয়ে মুশফিক বললেন, ভবিষ্যতে পুনরাবৃত্তি হবে না
লেভেল ১ অমান্য করার জন্য সর্বোচ্চ ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয় এবং দুটি পর্যন্ত ডিমেরিট পয়েন্ট দেয়া হয়। মুশফিক তার ভুল স্বীকার করায় এবং সাজা মেনে নেয়ায় এ বিষয়ে পরবর্তীতে আর শুনানির প্রয়োজন পড়েনি।
মাঠে থাকা দুই আম্পায়ার গাজী সোহেল ও মাহফুজুর রহমান, থার্ড আম্পায়ার মাসুদুর রহমান মুকুল ও ফোর্থ আম্পায়ার মুজাহিদুজ্জামান স্বপন মুশফিকের বিরুদ্ধে অভিযোগ আনেন। ম্যাচ রেফারি এএসএম রকিবুল হাসান তাকে এ শাস্তি দেন।