চলতি মাসের শুরুর দিকে ভারতের অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দলের কাছে এশিয়া কাপের ফাইনালে হেরে শিরোপা বঞ্চিত হয়েছিল বাংলাদেশের যুবারা।
এবার রবিবার কাঠমান্ডুর এপিএফ স্টেডিয়ামে সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের কাছে ২-১ গোলে হেরে শিরোপা বঞ্চিত হয়েছে বাংলার কিশোররা।
৯০ মিনিট পর্যন্ত ১-১ গোলে সমতায় থাকা দুদলের মধ্যে থেকে ৯১তম মিনিটে গোল করে ভারতকে শিরোপা এনে দেন মিডফিল্ডার রবি বাহাদুর।
এর আগে খেলার শুরুতে অর্থাৎ দ্বিতীয় মিনিটেই ভারতকে এগিয়ে নেন আরেক মিডফিল্ডার বিক্রম সিং। পরবর্তীতে ৪০তম মিনিটে অধিনায়ক ইয়াসিন আরাফাতের গোলে সমতায় ফিরে বাংলাদেশ।
বাংলাদেশ-ভারত ফাইনাল ম্যাচটি ছিল রমাঞ্চ ও নাটকীয়তা এবং উত্তেজনায় ঠাসা। গোল, পাল্টা গোলে সমতা, হাতাহাতি, তিন-তিনটি লাল কার্ড সব হয়েছে এ ম্যাচে।
ম্যাচের ২১তম মিনিটে একটা ফাউলকে কেন্দ্র করে দুই দলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতি লেগে গেলে লালকার্ড দেখানো হয় দুই দলের দুজনকে। বাংলাদেশের ইয়াসিন আরাফাত দেখেন হলুদ কার্ড।
কিন্তু ৩৯তম মিনিটে সেই ইয়াসিনের গোলেই বাংলাদেশ সমতায় ফিরলেও জার্সি খুলে উদযাপন করতে গিয়ে লাল কার্ড দেখেন তিনি। বাকিটা সময় ৯ জন খেলোয়াড় নিয়ে লড়াই চালিয়ে গিয়েছে বাংলাদেশ। প্রতিপক্ষের চেয়ে একজন কম থাকলেও খেলায় তার প্রভাব দেখা যায়নি। কিন্তু শেষ মুহূর্তে রবি বাহাদুরের গোলে স্বপ্ন ভঙ্গ হয় ফাহিম, মারাজ, শান্তদের।
এর আগে সকালে এএনএফএ কমপ্লেক্সে অনুষ্ঠিত হওয়া তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচে ভুটানকে ১-০ গোলে হারিয়েছে মালদ্বীপ।