প্রাণঘাতি এই ভাইরাসের কারণে রবিবার পর্যন্ত বিশ্বব্যাপী ১৩ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।
সতর্কতা হিসেবে সাকিব আমেরিকায় পৌঁছেই সরাসরি হোটেলের একটি কক্ষে চলে যান। এ বিষয়ে কর্তৃপক্ষকে অবহিত করেছেন তিনি। তিনি তাদের আরও জানিয়ে দিয়েছেন যে, এই উচ্চ ঝুঁকির পরিস্থিতিতে তিনি কিছুদিনের জন্য আইসোলেটেড হয়ে থাকবেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক ভিডিওতে সাকিব বলেন, ‘আমি আমেরিকায় পৌঁছেছি। যদিও বিমানে থাকা অবস্থায় সবসময় ভয় কাজ করেছে। চেষ্টা করেছি নিজেকে সব সময় জীবাণুমুক্ত রাখার। এরপর যখন আমি যুক্তরাষ্ট্রে এসে নামলাম, আমি সোজা একটি হোটেলে উঠেছি। ওদের জানিয়ে দিয়েছি, আমি কিছুদিন এখানে থাকব। আর আমি যেহেতু বিমানে চড়ে এসেছি, তাই আমার একটু হলেও ঝুঁকি আছে।’
করোনাভাইরাসের ছড়িয়ে পড়া ঠেকাতে বাড়িতে অবস্থান করতে তার ভক্ত ও অনুসারীদের প্রতি আহ্বান জানান তিনি।