ইংল্যান্ডের টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে বৃহস্পতিবার অলরাউন্ডার বেন স্টোকসকে নিয়োগ দেয়া হয়েছে।
ইংলিশ ক্রিকেটার জো রুটের স্থলে এই অলরাউন্ডারকে দায়িত্ব দেয়া হয়েছে। গত ১৭টি টেস্ট ম্যাচে ইংল্যান্ড মাত্র একটিতে জয় পায়। এরপরই দুই সপ্তাহ আগে অধিনায়কের দায়িত্ব ছেড়ে দেন জো রুট।
ইংল্যান্ড পুরুষ ক্রিকেট দলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে সদ্য নিয়োগ পাওয়া দেশটির সাবেক ব্যাটসম্যান রব কি’র এটাই প্রথম বড় সিদ্ধান্ত।
আরও পড়ুন: সমালোচনার মাঝে ইংল্যান্ডের টেস্ট অধিনায়কত্ব ছাড়লেন রুট
তিনি বলেন, ‘আমরা এই দলটিকে লাল বলের ক্রিকেটের পরবর্তী যুগে নিয়ে যেতে চাই, সে এই মানসিকতা ও ধারার প্রতিফলন করে। সে (প্রস্তাব) গ্রহণ করায় আমি আনন্দিত এবং সে অতিরিক্ত দায়িত্ব ও সম্মানের জন্য প্রস্তুত। সে সুযোগটা পুরোপুরি প্রাপ্য।’
স্টোকস ইংল্যান্ডের হয়ে এখন পর্যন্ত ৭৯টি টেস্টে খেলেছেন এবং পাঁচ হাজার ৬১ রান ও উইকেট নিয়েছেন ১৭৪টি। এছাড়া তিনি ১০১টি ওয়ানডে ম্যাচও খেলেছেন।