শুক্রবার হোলকার ক্রিকেট স্টেডিয়ামে ১ উইকেটে ৮৬ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেন ভারতের মায়াঙ্ক আগারওয়াল এবং চেতেশ্বর পূজারা। ৫৪ রানে পূজারাকে প্যাভিলিয়নে ফেরান আবু জায়েদ। দ্বিতীয় উইকেটে মায়াঙ্ক আগারওয়ালের সঙ্গে পূজারা ৯১ রানের দারুণ জুটি গড়েন।
এদিকে ভারতের সেরা ব্যাটসম্যান বিরাট কোহলিকে লেগ বিফোরের ফাঁদে ফেলে শূন্য রানে বিদায় করেন আবু জায়েদ।
তবে আগারওয়াল ও অজিঙ্কা রাহানের চতুর্থ উইকেট জুটিতে লিড নিয়ে বড় সংগ্রহের দিকে এগিয়ে যাচ্ছে দল।
লাঞ্চ বিরতির পর ক্যারিয়ারের তৃতীয় শতক তুলে নেন ওপেনার আগারওয়াল। অপরপ্রাপ্তে টেস্ট ক্যারিয়ারে ৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন দুর্দান্ত ফর্মে থাকা রাহানে। অর্ধশতকও তুলে নেন তিনি।
এর আগে বৃহস্পতিবার মধ্য প্রদেশের ইন্দোরে ভারতের বিপক্ষে প্রথম টেস্টে টসে জিতে ব্যাটিং নেয়া বাংলাদেশ মাত্র ১৫০ রানে অলআউট হয়। অর্ধশতক পূর্ণ করতে পারেননি দলের কোনো ব্যাটসম্যান। একাধিকবার জীবন পাওয়া মুশফিকুর রহমান ৪৩ রান করে দলের সর্বোচ্চ রান সংগ্রাহক।